Lyric BD71

It's all about lyrics

Friday, August 14, 2015

Jatra by Minerva (Lyrics)

গানঃ যাত্রা (Jatra)
ব্যান্ডঃ মিনারভা (Minerva) 
অ্যালবামঃ বিদায় সংবিধান (Biday Shongbidhan)


পৃথিবীর শেষ সিমানায়
অজানা কোন মায়া এ
যাগ্রত অনুভুতির দেয়ালে
মিশে থাকি আমরা
সংগ্রামের সবকটা দিনের শেষে

অজানা কোন মায়া এ
নিভৃত আমাদের অন্তহীন 
ধুসর এ যাত্রা

আমাদের এগিয়ে যাওয়া
কথা কবে শেষ হবে
আবার এসে ফিরে যাবে
নিহত স্বপ্নগুলোর আজ বিদায়
তবু কেন হাহাকার
তবে কেন এই চিৎকার

ফিরে দেখি নিরবতা এ অহংকার
শিহরিত অদেখা কোন স্বর্গ
ভেঙ্গে পড়া স্বমাধি
বিশ্রৃত এ নির্বাশন এখানে 
তবু কেন পরাধীন 

বিবেকের নিঃশ্বাষ হারানোর উচ্ছাসে
ছায়াপথে পৃথিবী
তবুও আমাদের অর্থহীন
ধুশোর এ যাত্রা

তবু কেন হাহাকার
তবে কেন এই চিৎকার

ফিরে দেখি নিরবতা এ অহংকার
কথা কবে শেষ হবে
নিহত স্বপ্ন 
কথা কবে শেষ হবে
নিহত স্বপ্ন 
আবার এসে ফিরে যাবে
নিহত স্বপ্ন আবার এসে ফিরে যাবে
নিহত স্বপ্ন 

Thursday, July 2, 2015

Ami Achi by Pritom Ahmed (Lyric)

গানঃ আমি আছি
কথা,সুর কণ্ঠ ও সঙ্গীত : প্রীতম আহমেদ
এ্যালবাম : ভালথেকো
প্রকাশ : ২০১২


আমি আছি ... আমি আছি
তোমার মিষ্টি হাসির আড়ালে
এদিক ওদিক আনমনে তাকালে 
আর টোল পরা বা দিকের গালে 
আমি আছি আমি আছি ।
তোমার চঞ্চল চোখের কাজলে
ওই সুগন্ধি এলোমেলো চুলে 
আর ম্যাচ করা কানের দুলে আমি আছি
আমি আছি তোমার খুব কাছাকাছি ...

দুপুরের সুর্য গড়ালে , তোমার স্নানঘরে আলো নিভে গেলে 
যদি স্যাম্পু ফেনায় চোখ জলে আমি আছি ।
শনি বারে ছুটির সকালে, আলসের ঘুম গায়ে এলে 
কেউ কলিং বেলে দেকে গেলে আমি আছি ।
পরিপাটি শাড়ির আচলে, কুচির ভাজ গুলো এলোমেলো হলে 
যদি বাতাস ঘুর্নিপাক খেলে আমি আছি ।
মাশকারা খুঁজে না পেলে, লিপ লাইনারটা হারালে 
দুলের পুশগুলো পালিয়ে বেড়ালে আমি আছি ।
আমি আছি তোমার খুব কাছাকাছি ... 

ঘামে ভেজা গরম দুপুরে, তোমার নরম পায়ের নুপুরে 
আর অথৈ ভুলের সাগরে আমি আছি ।
নালিশে ভরা বালিশে, তোমার দু’হাতের নেইল পলিশে 
দুঃস্বপ্নের রাত গুলো শেষে আমি আছি ।
অফিসের কাজের প্রেসারে, যখন জরসর তুমি একেবারে 
এসো মুখ গুজো বুকের পাজরে আমি আছি ।
অভিমানে আর আবদারে, একান্ত কোনো আদরে 
আর ঘুম ভাঙ্গা প্রতিটি প্রহরে আমি আছি ।
আমি আছি দুরে থেকেও কাছাকাছি ..

Wednesday, July 1, 2015

Bhalo Theko by Pritom Ahmed

গানঃ ভাল থেকো 
কথা,সুর কণ্ঠ ও সঙ্গীত : প্রীতম আহমেদ
এ্যালবাম : ভাল থেকো
প্রকাশ : ২০১২


শুনেছি তুমি বদলে গেছো আগের মতো নেই
আমিও মেনে নিয়েছি আমার দুর্ভাগ্যকেই
এখন আমি হাসতে জানি বাঁচতে শিখি রোজ
চাওনা তুমি তাইতো নেইনা তোমার খবর খোঁজ
তবু আমার কথা পড়লে মনে সন্ধ্যা তারা দেখো
আমি আগুন বুকে ভালো আছি তুমিও ভালো থেকো

তোমার আমার প্রেমে ছিলো তুমুল বোঝাবুঝি
আজো মাঝরাতে সৃতির চাদরে তোমার স্পর্শ খুঁজি।।
ভালোবাসার উষ্ণতাটা আগুন হয়ে গেলো
তুমি আমি দুজন মিলেই হলাম এলোমেলো
তবু আমার কথা পড়লে মনে সন্ধ্যা তারা দেখো
আমি আগুন বুকে ভালো আছি তুমিও ভালো থেকো

একজীবনের ভালোবাসা দিয়ে গেলো ফাঁকি
উড়ে গেলো খুব আদরের পোষ মানানো পাখি।।
হয়তো বেশি চেয়েছি বলেই সব হারিয়ে গেলো
তুমি আমি দুজন মিলেই হলাম এলোমেলো
তবু আমার কথা পড়লে মনে সন্ধ্যা তারা দেখো
আমি আগুন বুকে ভালো আছি তুমিও ভালো থেকো....

Saturday, June 13, 2015

Ghor by Pritom Ahmed

গানঃ ঘর
শিল্পিঃ প্রিতম আহমেদ 
অ্যালবামঃ ভোট ফর ঠোঁট 


আমার ঘরে দুঃখ ধরেনা
তাই ফিরতে ইচ্ছে করেনা
তুমি আসবে বলে সেইযে গেলে
আরতো এলেনা

বৃষ্টি পড়ে চোখের ভাঁজে
চোখের জলও বৃষ্টি সাজে
শূন্যতার এক অপার সাগর
কারো চোখেই পরেনা

মনের স্মৃতি কোঠার ভাঁজে
তোমার কতো কথা বাজে
আসবাব আর পর্দা জুড়ে
তোমার সুবাস সরেনা

Ami r Vabbona by Souls (Lyric)

গানঃ আমি আর ভাববো না
ব্যান্ডঃ সোলস (Souls)


আমি আর ভাববো না, মিছে আর ভাববো না
তোমাকে তোমাকে ............ 
যত কষ্টই হোকনা বিরহে আর কাদবোনা 
পিছুটান পিছু থাক না 
আমি ভাববো না আর অযথা...

স্বপ্ন নাই আমার স্বপ্ন নাই 
তাই বিশ্বাসে অস্তিত্ব নাই 
ভেসে যেতে চাই দুঃস্বপ্নে 
যত কষ্টই হোকনা বিরহে আর কাদবোনা 
পিছুটান পিছু থাক না 
আমি ভাববো না আর অযথা...

যন্ত্রণাই ডুবে যেতে চাই 
তাই শূন্যতাই একা থাকতে চাই 
তবু ডাকবনা আমি তোমাকে 
যত কষ্টই হোকনা বিরহে আর কাদবোনা 
পিছুটান পিছু থাক না 
আমি ভাববো না আর অযথা...

আমি আর ভাববো না, মিছে আর ভাববো না
তোমাকে তোমাকে ............ 
যত কষ্টই হোকনা বিরহে আর কাদবোনা 
পিছুটান পিছু থাক না 
আমি ভাববো না আর অযথা...

Thursday, June 4, 2015

Aatotayee by Shironamhin (Lyric)

আততায়ী
ব্যান্ডঃ শিরোনামহীন 

Download this song now

সেদিন ঝড়ের রাতে আততায়ী খুন হয়ে গেল প্রেমিকার হাতে,
সেদিন মধ্য দুপুরে স্বপ্নের নায়ক থমকে গেল নগরীর পথে।

অজস্র তারার ভীড়ে দিশেহারা রাজপথে উড়ছে আসাদের শার্ট
অব্যর্থ নিশানায় তোমার শীতল চোখে,
বেপরোয়া উত্তাপে, ভেঙে চুরে আততায়ী রাত…

রক্তে ভেজা আসাদের শার্ট উড়ছে কফি শপে ঝাঁঝালো বাতাসে
আততায়ী নিঃশ্বাস হারিয়ে গেছে নিয়তির ঠিক আসেপাশে…

সেদিন অন্ধ নগরে গার্ড অফ অনার রক্তের দিনলিপি জাগিয়ে রাখে
এখনো ঝড়ের রাতে, বেপরোয়া হৃদয়ে প্রেমিকার নিঃশ্বাস থেমে থাকে…

যুদ্ধ আর বিপ্লব কি একই রকম অর্থ বোঝাতে পারে?
আততায়ীর দৃষ্টি শুন্যের কাছাকাছি…
নীল নকশায় আঁকা সম্ভাবনার কিছু অন্ধকারে
প্রেমিকার জ্বলে ওঠা সুতীক্ষ্ণ ফলায় রক্তের ফোয়ারা,
আসাদের শার্ট ছুঁয়ে দিতেও পারে
তবে কি আততায়ী খুন হয়ে যাবে-
শীতল দু-চোখের আজন্ম ভালোবাসার অভিসারে?

সেদিন ঝড়ের রাতে আততায়ী খুন হয়ে গেল প্রেমিকার হাতে,
সেদিন মধ্য দুপুরে স্বপ্নের নায়ক থমকে গেল নগরীর পথে।

Michil by Shironamhin (Lyric)

মিছিল
ব্যান্ডঃ শিরোনামহীন 

Download this song now

মিছিলের আর কিছু বাকি, কেও অধিকার খোঁজ নাকি
গণতান্ত্রিক রুপকথা সাইনবোর্ড হয়ে ঝুলে থাকি
অযথা হেঁটে যায় যারা, স্লোগান দিতেই দিশেহারা
গোলাপের বাগানে বারুদের উত্তাপ জ্বলা তারা

সহসা মিছিলে…সংলাপের দলে…আড্ডায় কোলাহলে

ঝড় উঠে তোলপার, কোন অধিকার বুঝে নেয়া মিছিলে সহসা
তাই হেঁটে হেঁটে যাই, পাল্টাতে চাই হেরে যাওয়া বিপন্ন ভরসা
দুহাতে রক্তের দাগ, হৃদয়ে বরফ, ভাঙছে না বিপ্লবী চেতনা
তাই দেয়াল লেখার মানচিত্রে খুঁজে ফিরি জীবনের ঠিকানা

সহসা একদিন তোমাদের না বলা কথা
মিছিলের স্লোগান হবে, ঝড় তুলে ভেঙে যাবে সব একাকার
স্লোগান এর আঘাতে কতকাল জেগে থাকা
অজস্র তারার ভীড়ে খুঁজে ফিরি তোমাদের অধিকার

চকচকে গ্লাসে লেগে আছে রক্তের টান
বন্দী জেগে থাকে দুচোখে অন্ধ স্বপ্ন নিয়ে
বাতাসে ভেসে যায় বারুদের তীব্র ঘ্রাণ
কতকাল হেরে যেতে হবে আর স্বপ্ন দেখতে গিয়ে…

সহসা মিছিলে…সংলাপের দলে…আড্ডায় কোলাহলে

ঝড় উঠে তোলপার, কোন অধিকার বুঝে নেয়া মিছিলে সহসা
তাই হেঁটে হেঁটে যাই, পাল্টাতে চাই হেরে যাওয়া বিপন্ন ভরসা
দুহাতে রক্তের দাগ, হৃদয়ে বরফ, ভাঙছে না বিপ্লবী চেতনা
তাই দেয়াল লেখার মানচিত্রে খুঁজে ফিরি জীবনের ঠিকানা

Chithi by Shironamhin (Lyric)

চিঠি
ব্যান্ডঃ শিরোনামহীন

Download this song now

চিঠি পৌঁছে যাবে, শহর জোড়া
চিঠি পৌঁছে যাবে, সবুজ গ্রামে
চিঠি পৌঁছে যাবে, পৃথিবীর প্রান্তে
চিঠি পৌঁছে যাবে, রঙিন খামে

চিঠি পৌঁছে যাবে, মিছিলে মিছিলে
আসছে খবর হবে ক্ষিদের অবসান,
রুদ্ধ দারিদ্রের চির ঠিকানায়
চলে যাক চিঠি চেনা ভরসায়…

একটা চিঠি, যার বিবরণ ছিল লক্ষ্য শিশুর ইতিহাস
শিশুর দুচোখে কান্নায় লিখা ছিল ক্ষিদে মুক্তির বসবাস,
একটা রঙিন খামে ঠিকানা ছিল কোনো এক সবুজ গ্রাম
শিক্ষার সংলাপে দূর হয়ে যাবে দারিদ্রের অভিধান।

চিঠি পৌঁছে যাবে, ক্ষিদের ঠিকানা
চিঠি পৌঁছে যাবে, অপার আশায়
চিঠি পৌঁছে যাবে, মনের প্রান্তে
চিঠি পৌঁছে যাবে, ভালবাসায়

চিঠি পৌঁছে যাবে, মিছিলে মিছিলে
আসছে খবর হবে ক্ষিদের অবসান
রুদ্ধ দারিদ্রের চির ঠিকানায়
চলে যাক চিঠি সবুজ ভরসায়…

চিঠি পৌঁছে যাবে, মিছিলে মিছিলে
আসছে খবর হবে ক্ষিদের অবসান
অন্ধ দারিদ্রের চির ঠিকানায়
চলে যাক চিঠি সবুজ ভরসায়…

Shonshon Jodio Kashbon by Shironamhin (Lyric)

শন শন, যদিও কাশবন
ব্যান্ডঃ শিরোনামহীন

Download this song now

শন শন যদিও কাশবন-
দুলছে মন দমকা হাওয়ায় সারাক্ষণ
মেঘের ইশারা চাই যখন,
টিপ টিপ বৃষ্টি নামবে স্বপ্ন ভাঙবে,
কিছুটা উচ্ছ্বাস ডেকে আনবে
হারিয়ে গেলেই প্রতিক্ষণ।

ঝোড়ো হাওয়া….ফিরে যাওয়া….তারাঢাকা অশ্রুহীন
আনবে কোনো সোনালী দিন
এই আকাশজুড়ে স্বপ্নপুড়ে,
ফিরছে যারা অনেকদূরে
দুচোখ জুড়ে স্বপ্নদিন।

সন্ধ্যা হলো আঁধার নামল সেই কখন
গল্পে গল্পে কেটে গেল সারাটাক্ষণ
মেঘের দেশে বৃষ্টি শেষে,
ভেসে ভেসে কোন সুদুরে
দমকা হাওয়ায় উড়ছে মন…

তবু সুযোগ পেলে দুহাত মেলে
সর্ব চোখে হারিয়ে গেলে,
ফিরবে কি আর সোনালী দিন…

Ahoto Kichu Golpo by Shironamhin (Lyric)

আহত কিছু গল্প
ব্যান্ডঃ শিরোনামহীন

Download this song now

কখনো কি তুমি আকাশকে বলেছ আমার কথা?
কখনো কি তুমি বাতাসকে ডেকেছ, জেনেছ, বুঝেছ আমার ব্যাথা, আকুলতা?
কখনো কি তুমি আমার, আমি তোমার বলে চিৎকার করে কাঁদনি?
তারাদের সামনে…
জেনেছি তুমি জানো, জেনে আমার জন্য নাহয় কিছুটা মানো…

কখনো কি তুমি আমার সঙ্গে হাঁটো?
হেঁটে যাই তবু অনন্ত পথঘাট…
কখনো কি পথ ভোলো, পথ চল ভেবে হতাশ হয়ে পড়োনি?
সময়ের সামনে…
জেনেছি তুমি জানো, জেনে আমার জন্য নাহয় কিছুটা মানো…
জেনেছি তুমি জানো, জেনে আমার জন্য নাহয় কিছুটা মানো…

সময় ছিল অল্প
জোছনা রাতে বৃষ্টি ভেজা আহত কিছু গল্প
মেলে স্বপ্ন ডানা
মেলে স্বপ্ন ডানা…

কখনো কি তুমি মনের আকাশে ভাসো?
অন্ধরাতে আমায় ভালবাসো?
কখনো কি তুমি ক্লান্ত, উদ্ভ্রান্ত মনে স্বপ্নের থেকে জাগোনি?
আমারই সামনে
জেনেছি তুমি জানো, জেনে আমার জন্য নাহয় কিছুটা মানো…

Bristikabbo by Shironamhin (Lyric)

বৃষ্টিকাব্য
ব্যান্ডঃ শিরোনামহীন

Download this song now

কোথায় যেনো বৃষ্টির রিমঝিম শোনা যায়
বইছে বাতাস, কাশফুল ছুঁয়ে শন-শন
বৃষ্টির উচ্ছ্বাস ছুঁয়ে যায় নাগরিক উপকূল।
রিমঝিম রিমঝিম নাচলো আমার মন
অনেকদিন, অপেক্ষায়, সমান্তরাল থেকেই গেলো জেব্রা ক্রসিং…

বৃষ্টির প্রার্থনায় কাশফুল নতজানু,
উড়ে চলে তৃষ্ণার্ত রঙহীন ফড়িং।

আজ জানালার বাওরে একঝাঁক বৃষ্টি রিমঝিম রিমঝিম
বইছে বাতাস, কাশফুল ছুঁয়ে ছুঁয়ে ছুঁয়ে…
রাস্তার সিগন্যালে কন্ডাকটর জেব্রা ক্রসিং
অনেকদিন হেরে যাওয়া মন দিলো ধুয়ে!

রাজপথে ছুটে যায় যান্ত্রিক ফড়িং আর রিক্সায় আঁকা পেইন্টিং
নাগরিক বৃষ্টির ছাতে রবীন্দ্রনাথ অসহায়
তাই কন্ডাকটর জেব্রা ক্রসিং।

প্রেমিকার উচ্ছ্বাসে “বাদল দিনের প্রথম কদম ফুল”
যদিও করতেই হবে দান-
হৃদয়ের খুব কাছে জমে থাকা অভিমানে
নাগরিক বৃষ্টির এই গান?
অনেকযুগ অপেক্ষায় মেঘের ভেলায় ভেসে গেলো এই দিন…

নাগরিক উচ্ছ্বাসে কাশফুল নতজানু,
উড়ে চলে তৃষ্ণার্ত রঙহীন ফড়িং।

Kichu Kotha by Shironamhin (Lyric)

কিছু কথা
ব্যান্ডঃ শিরোনামহীন

Download this song now

কিছু কথা স্তব্ধ, কিছু বোকা শব্দ
কিছু কথা কখনো হারিয়ে যায়
উদাস কিছু দুপুর, কিছু ভেঙে যাওয়া সুর
কিছু সাদা প্রশ্ন আমায় ভাবায়
কিছু হাসিখেলা, কাঁদে সারাবেলা
উদাস পথে হয়ত একলা চলা
নিবিড় জনারন্যে, শুধু তোমার জন্যে
কিছু কথা কখনো হয়নি বলা…

বইয়ের পাতায় কিছু শব্দ খুঁজে পাই না
কিছু কিছু প্রশ্ন নিয়ে ভাবতে আর চাই না
রূপকথার পঙ্খিরাজ একদিন নেমে আসবে
রাস্তার কালো পিচে সে স্বপ্ন নিয়ে ভাসবে
যান্ত্রিক এই নগর হয়ে যাবে অবসন্ন
কিছু কথা বলছি শুধু তোমার জন্য….

বদলে যাবার দিন স্বপ্ন দেখার দিন
কিছু কথা ভেসে যাক অন্ধকার রাস্তায়
মনের বন্ধ জানালায় স্বপ্নের কথা জমে থাক
কিছু কথা কখনো বাঁচতে শেখায়
কিছু হাসিখেলা কাঁদে সারাবেলা
অবাধ্য কিছু স্বপ্ন নিয়ে একলা চলা
নিবিড় জনারন্যে মেঘলা এই ক্ষণে
কিছু কথা কখনো হয়নি বলা…

Rod Canvas by Shironamhin (Lyric)

রোদ ক্যানভাস
ব্যান্ডঃ শিরোনামহীন 

মিথ্যে গল্প নয়
মিথ্যে স্বপ্ন নয়
ইচ্ছের ফড়িংরা বলে দেয় কি সত্যি হয়
একরাশ সুবাতাস
একমুঠো দীর্ঘশ্বাস
একই বিকেলে ভিজে যায় নীল আকাশ

আনমনে রোদ ক্যানভাসে ছবি আঁকা
অন্ধ হলেও বেঁচে থাক ভালোথাকা

নিশ্বাস ভবঘুরে ইচ্ছের প্রান্তরে
যদিও খুঁজে ফিরে কোনো চেনা ঠিকানা,
চিন্তার বাতিঘরে স্বপ্নেরা কড়া নারে
রোদ ক্যানভাস জুড়ে ইচ্ছের সীমানা।

যদি সময়ের জানালা ধরে আজন্ম স্বপ্ন সাজিয়ে যাই,
কখনো কি আর তারাদের আসরে ইচ্ছের সীমানা খুঁজে বেড়াই।

জানিনা কত কাল জেগে থাকি
কিভাবে সময়কে বেঁধে রাখি…

নিশ্বাস ভবঘুরে ইচ্ছের প্রান্তরে
যদিও খুঁজে ফিরে কোনো চেনা ঠিকানা,
চিন্তার বাতিঘরে স্বপ্নেরা কড়া নারে
রোদ ক্যানভাস জুড়ে ইচ্ছের সীমানা।

Pori by Shironamhin (Lyric)

পরী 
কথাঃ তুহিন  
সুরঃ তুহিন ,শাফিন
ব্যান্ডঃ শিরোনামহীন

Download this song now

তুমি উড়িয়া উড়িয়া যাও যে চলিয়া..
আমি চোখের জলেতে ভাসি
আমি অনল দহনে থাকি…


চাইনা আমি বিত্ত সমাজ অর্থ অহংকার
জীবন মাঝে চাইনি বলে নিত্য হাহাকার
তুমি আমার পথেরও শেষ
আকাশ নীলের হাসি
আমি তোমার স্বপনে ভাসি।

আমি অনল দহনে থাকি…

মনরে বাঁধি কি দিয়ে চাই, মনটা যে ক্লান্ত নাটাই
তোর আকাশে ঘুড্ডি কাটে, আপন মানুষ অন্য হাতে
তুমি আমার জলের আগুন, তুমি বিনে অনল ফাগুন
ভাসি আমি বনের জলে,অপার জীবন দহন কলে
সময় সিদ্ধ, সময় সত্য, সময় পারাপার উন্মত্ত
সময় বাঁধি কি দিয়ে আর একলা আকাশ এখন আমার

মনরে বাঁধি কি দিয়ে চাই
মনটা যে এক ক্লান্ত নাটাই
তোর আকাশে ঘুড্ডি কাটে,
আপন মানুষ অন্য ঘাটে।

তুমি উড়িয়া উড়িয়া যাও যে চলিয়া..
আমি চোখের জলেতে ভাসি
আমি অনল দহনে থাকি…

Abar Hashimukh by Shironamhin (Lyric)

আবার হাসিমুখ
কথা ও সুরঃ জিয়া
ব্যান্ডঃ শিরোনামহীন

Download this song now


সেই কবে ছিল উচ্ছাস, কিছু শঙ্কায় ভরা চুম্বন
ছিল প্রেমিকার ঘন নিশ্বাস, হাসিমুখে ফোয়ারা।

এই অবেলায় ফোঁটা কাশফুল, নিয়তির মত নির্ভুল
যেন আহত কোন যোদ্ধার বুকে বেঁচে থাকা এক মেঘফুল
যদি ঘরে ফেরা পাখি নিশ্চুপ, হৃদয়ে ঢেউ ভাঙ্গে ছুপছুপ,
তবু জাহাজীর নাগরিক ঢেউ, অপরাধ মেনে নিয়ে কেউ কেউ,
যদি শোঁকগাথা হাতে বহূদুর যাও একদিন ঠিকই এনে দেব হাসিমুখ।।

রোদ্দুর, একসাথে হেঁটে হেঁটে যেতে চাই বহূদুর
বুকের ভেতর ডানা ঝাপ্ টায় পাখি, বেপরোয়া ভাংচুর।
তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই,
তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই।

বুকের পাঁজরে ওড়ে প্রজাপতি, স্বপ্নের দিগন্ত রঙিন।
ইচ্ছে হলেই এনে দিতে পারে বেপরোয়া রোদ্দুর ঝলমল দিন।
প্রেমিকার মুখ রক্তিম ছিল রোদ উঠে গেছে তাই
তো্মাদের নগরীতে আমি আজও হেঁটে বেড়াই।।

বৃষ্টি ভেজা সুখ-দুখ, খোলা জানালায় হাসিমুখ
উড়ছে কিছু প্রজাপতি মেঘ মনের জানালায়।
জানালায় ছিল রোদ্দুর, মেঘ ভেসে গেল বহূদুর
নগরের প্রিয় চিরকুট সব জীবন ছেড়ে পালায়।

তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই,
হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই।
প্রতিটি রাস্তায় প্রতিটি জানালায়
তোমাদের যারা হাসিমুখে বহুদূর যেতে চায়;
তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেটে যাই,
হেটে হেটে বহুদূর, বহুদূর …………

Ditio Jibon by Shironamhin (Lyric)

দ্বিতীয় জীবন
কথা:তুষার/ফারহান/জিয়া 
সুর: তুষার
ব্যান্ডঃ শিরোনামহীন

Download this song now

অদৃশ্য চাদরে, দিগন্ত রেখায় বসে আছে সে,
অসংখ্য অনাবিল, পথ পেরিয়ে আশার স্মৃতির ভীড়ে- 
রূপালী চাঁদের আলোয় জড়িয়ে থাকা সেই পিচঢালা পথ,
বিষন্ন চারিধার, ছড়িয়ে থাকা মৃদু কুয়াশা-
বিষন্ন ধোঁয়াশায় ধূসর স্মৃতি ঘিরে আছে, তাকে,
আঁধার লহরীর নীল সাজানো আকাশ ছুঁয়ে 
জোছনা ভাঙা বালুচরে হারিয়ে যাওয়া,
মনে পড়ে যায় ফেলে আসা পথ পেরিয়ে, সোনালী প্রহর

তবুও সবুজ পথ পেরিয়ে, অসীম ছায়াপথ নিমেষে ছাড়িয়ে,
অবাক বিস্ময়ে। 
জীবন স্নৃতি যেন এলোমেলো হয়ে উড়ে যায় একই পলকে,
একই নিমেষে।

তোমায় স্বাগত জানাই, ঝড়া পাতার মত সন্ধ্যায়,
আলোময় বিচরন, দ্বিতীয় জীবন,
ছায়াময় মননে, অবাক নয়নে,
ছায়া সুনিবিড়, বিস্ময়ে দেখি,
দ্বিতীয় জীবন, দ্বিতীয় জীবন।

Ichcche Ghuri by Shironamhin (Lyric)

ইচ্ছে ঘুড়ি
কথা: জিয়া 
সুর: জিয়া
ব্যান্ডঃ শিরোনামহীন

Download this song now

এই হাওয়ায় ওড়াও তুমি, তোমার যত ইচ্ছে ঘুড়ি 
চুপি চুপি মেঘের মেলা, তোমার আকাশ করছে চুরি 
সূর্য বসাও আকাশের নীল, ইচ্ছের রঙ গোলাপী হলে 
দিগন্ত রেখায় সূর্য নামে, ব্যস্ত সময় যাচ্ছে চলে। 
হঠাৎ খেয়ালী এ ঝড়ো হাওয়ায়,
উড়ছে তোমার ইচ্ছে ঘুড়ি 
ওড়াও ওড়াও সুতোর টানে,
আকাশের নীল যাচ্ছে চুরি।
শুভ্র সেই মেঘের ভীড়ে, তোমার সব ইচ্ছে ওড়ে। 
আকাশ খেয়ালী মনে, হারায় কিছুই না জেনে। 
তোমার সুতোয় বাঁধা আকাশ,
ঝড়ো হাওয়ায় রঙ হারালে 
নির্বাক। ইচ্ছে। আচমকা। দিশেহারা......

এই আলোয় হাঁটছো একা, সঙ্গী কর আমায় তুমি। 
বেয়াড়া যত মেঘের ছায়া, করছে চুরি স্বপ্নভূমি 
নীলের আকাশ গোলাপী হলে, ইচ্ছে ঘুড়ি যাচ্ছে চলে 
সূতোর বাঁধা ছাড়িয়ে আকাশ, অন্য ভূবন দেখবে বলে। 
হঠাৎ খেয়ালী এ ঝড়ো হাওয়ায়,
ভাঙছে তোমার মেঘলা রেখা 
ওড়াও ওড়াও সুতোর টানে,
আকাশ আবার হবে যে দেখা ।

Onek Asha Nie by Shironamhin (Lyric)

অনেক আশা নিয়ে
কথা: জিয়া 
সুর: জিয়া
ব্যান্ডঃ শিরোনামহীন

Download this song now

অনেক সবুজের প্রান্তে তুমি থাকো একাকী 
আমি ধূসর, ধূসর হয়ে জেগে থাকি। 
অনেক মানুষের ভীড়েও তুমি থাকো একাকী 
আমি অনেক আশা নিয়ে বসে থাকি।
হেরে যেতে যেতে যদি থমকে,
এক নিঃশ্বাসে সব পেরিয়ে 
রোদ ঝলমলে এক দুপুরে,
যদি ঘুম সব ঘুম ভেঙে যায় 
আমি অনেক আশা নিয়ে জেগে থাকি।

দরজার বাইরে রঙীন পৃথিবী,
ধূলো ধূলোমাখা দাঁড়িয়ে আছে 
ঝড়ের আশায় তোমার শহরে,
শিরোনামহীন ফুটপাত ঘুমিয়ে গেছে। 
একদিন এই ঝড়, তোমার এই শহরে,
ভেজায় যায় সব জানালা তবু আমি বসে আছি। 
অনেক মানুষের ভীড়েও তুমি থাকো একাকী। 
আমি অনেক আশা নিয়ে জেগে থাকি।

Nisshongo by Shironamhin (Lyric)

নিঃসঙ্গ
কথা: তুষার 
সুর: তুষার
ব্যান্ডঃ শিরোনামহীন

Download this song now

দীর্ঘশ্বাস তোমার রুক্ষ দেয়াল ছুঁয়ে 
বিবর্ণ রাত্রি কাটে বিমূর্ত সময় 
প্রার্থনা তোমার হারিয়ে যায় অন্ধকারে 
স্তব্ধ এই বদ্ধঘরে অস্পষ্ট স্বরে
নিঃসঙ্গ একা তুমি 
ক্লান্ত... জীর্ন তুমি 
অন্ধ দেয়াল জুড়ে 
দুঃস্বপ্ন আছড়ে পড়ে।

পারবে কি ভেঙে দিতে এই দেয়াল?
পারবে কি ছেড়ে যেতে এই বাঁধন?
ধূলোমাখা জানালার আলো ছাড়িয়ে 
পারবে কি ফিরে যেতে আবার?

আর্তনাদ তোমার বিদগ্ধ এ মন জুড়ে 
প্রতিধ্বনি করে চুপিসারে 
স্বপ্নগুলো কেন জড়িয়ে যায়ে এ মায়াজালে 
দুঃসহ যন্ত্রনাতে, অশান্ত ঝড়ে

নিঃসঙ্গ একা তুমি 
ক্লান্ত... জীর্ন তুমি 
অন্ধ দেয়াল জুড়ে 
দুঃস্বপ্ন আছড়ে পড়ে।

Ruposhi Nogor by Shironamhin (Lyric)

রূপসী নগর
কথা:জিয়া/তুহীন
সুর: তুষার
ব্যান্ডঃ শিরোনামহীন

Download this song now

আবার হবে দেখা,
তোমাদের এই অচিন নগরে 
সহসা ধূসর ধুলোর ভীড়ে 
অচেনা রূপসী নগরে...... 
আবার হতে পারে দেখা।
আবার হবে কথা,
অনেকের এই প্রিয় নগরে 
অনেক হারাবার প্রান্তরে 
অজানা রূপসী নগরে...... 
আবার হতে পারে দেখা।

রূপসী উষ্ণ এ পথে,
নির্বাক সব কথার ভীড়ে 
ধূলোয় ধুলো প্রান্তরে,
দেখা আবার হতে পারে 
হেঁটে যাই আমি। 
ধূসর ছাড়িয়ে। 
দেখা হবে সবুজ আশায়......

Bhoboghure Jhor by Shironamhin (Lyric)

ভবঘুরে ঝড়
কথা:জিয়া
সুর: জিয়া
ব্যান্ডঃ শিরোনামহীন

Download this song now

চৌরাস্তার উঁচু ল্যাম্পপোস্ট ছাড়িয়ে,
নিঃশ্বাস নিয়ে একটু দাঁড়িয়ে 
চারিপাশে বিমূর্ত রেখায়, 
আমি, ভবঘুরে ঝড়, তোমাদের খুব কাছে 
ছায়া হয়ে যাই,
তোমাদের ভালোবাসা......
শনশন উত্তাল হাওয়ায়,
চৌরাস্তার ল্যাম্পপোস্ট হাঁপায় 
এক কাপ গরম চায়ে,
আমি, ভবঘুরে ঝড়,
তোমাদের খুব কাছে 
ভিজে একাকার,
তোমাদের ভালোবাসা......

কখনো তোমাদের অজানা জানায় 
বাউন্ডুলে ঝড় আমায় ভাবায়...... 
তোমাদের ছায়ায়,
নির্বাক ভালোবাসা 
আমি আজন্ম ভবঘুরে......

ঝড় নিয়ে আসি।

Shodesh by Shironamhin (Lyric)

স্বদেশ
কথা: ফারহান 
সুর: ফারহান/তুষার
ব্যান্ডঃ শিরোনামহীন

Download this song now

বলেছিলে তুমি আমায় 
“এসো, নাও নূতন ভোরের আলো”
দিয়েছিলে শতাব্দীর অবগাহন,
এক মুক্ত সময়ের আহবান।
বলেছিলে তুমি আমায় 
“জাগো, শোনো আমার কন্ঠনিষাদ”
দিয়েছিলে অভ্র কোনদিনে,
রোদ গন্ধমাখা জীবন।

বলেছিলে “অপেক্ষা কর, জেনো,
কাটবেই কৃষ্ণপ্রহর”
তবু জেগে দেখি কাঁদছে মানুষ 
পুড়ছে আমার স্বদেশ।

আর একটিবার তোমায় 
দেখতে চাই, দেখতে চাই।

জেনে রেখো অন্ধকার কোনো কালে হারিয়েছি 
আমার অতীত 
কবে পাবো অর্থময় নীরবতা,
কবে আসবে স্বাধীনতা।

কবে পাবো নীরজা তোমায়, আসবে আলোক প্রহর- 
তবু জেগে দেখি কাঁদছে মানুষ, পুড়ছে আমার স্বদেশ 
আর একটিবার তোমায় দেখতে চাই, দেখতে চাই।

আঁধার ভাঙা স্বপ্ন হতে জাগাই 
তুমি আসবে বলে মহাকাল স্তব্ধ 
কাদের তরে আমার বাঁচা, আমার লড়াই 
এখনো তোমার প্রিয়মুখ আমায় বাঁচায় 
জানি মুক্তি তোমাতে।

Cafeteria by Shironamhin (Lyric)

ক্যাফেটেরিয়া
কথা:জিয়া
সুর: তুষার/জিয়া
ব্যান্ডঃ শিরোনামহীন

Download this song now

পড়ন্ত বিকেল ক্যাফেটেরিয়া 
উঁকি দিয়ে দেখি,
এক কাপ চা, গরম তৃষ্ণায় 
অজস্র এলোমেলো শব্দের ভীড়ে 

তোমার শীতল চোখ ভিজিয়ে যায় আমায়।
যেখানে তোমার ঠোঁট ভালবাসা 
আমি বুড়ো কবিতার মত চুপচাপ। 
যেখানে তোমার চোখ খুনী 
আমি খুন হই...... প্রতিদিন

Pakhi by Shironamhin (Lyric)

পাখি
কথা:জিয়া
সুর:জিয়া
ব্যান্ডঃ শিরোনামহীন

Download this song now

একা পাখি বসে আছে শহুরে দেয়ালে
শীষ দিয়ে গান গায় ধূসর খেয়ালে
তার ফেলে যাওয়া আনমনা শীষ, এই শহরের সব রাস্তায়
ধোঁয়াটে বাতাসে, নালিশ রেখে যায়।।
আমি দেখিনি, আমি শুনিনি, আমি বলিনি অনেক কিছু
জানিনি, আমি বুঝিনি, তবু ছুটেছি তোমার পিছু

পাখি আনমনা বসে দেয়ালে, পাখি নির্বাক চোখ রাস্তায়,
ধোঁয়াটে শহরের উষ্ণতা বাড়েনা,
তার আনমনা চোখ, অবুঝ চোখ মনের দরজায়, আঙুল রাখেনা।

কিছু সুর তুমি এনে দাও পাখি নাগরিক কোলাহলে
তুমি গান গাও, তুমি শীষ দাও এই শহুরে দেয়ালে
তুমি ভুলে যাও এই শহরের যত ব্যস্ত জনকথা
আমি এসেছি তোমার কাছে এনে দাও স্বাধীনতা।

দেখিনি, আমি শুনিনি, আমি বলিনি অনেক কিছু
জানিনি, আমি বুঝিনি, তবু ছুটেছি তোমার পিছু
আমি দেখিনি, আমি শুনিনি, আমি বলিনি অনেক কিছু
আমি জানিনি, আমি বুঝিনি, তবু ছুটেছি...... তোমার পিছু।

Borsha by Shironamhin (Lyric)

বরষা
কথা: ফারহান, তুহীন
সুর: তুষার
ব্যান্ডঃ শিরোনামহীন

Download this song now

বরষা মানেনা
ঝরছে জলধারা,জানিনা, জানিনা-কাটবে কি ঘনঘটা।অনুনয় মানেনা
অবারিত মনকথা,জানিনা, জানিনা-থামবে কি ঘনঘটা।নির্ঝর গগনে, অপলক চেয়ে রই
বিস্মৃত কবিতা, আনকা পবনে-
মেঘলা কবেকার স্মৃতিময় বাতায়ন
বলে যায় “তোমায় অনব ভালবাসি”।দিপীকা সায়রে 

অনিমেষ চেয়ে রই
মিথিলা বরষা, অলোক দহনে-
মেঘলা কবেকার স্মৃতিময় বাতায়ন

বলে যায় “তোমায় অনব ভালবাসি”।

বরষা মানেনা 
ঝরছে জলধারা......

Onno Keu by Shironamhin (Lyric)

অন্যকেউ
কথা: ফারহান 
সুর: ফারহান
ব্যান্ডঃ শিরোনামহীন

Download this song now


আমি না অন্যকেউ নিয়ে যায় তোমায় 
যেখানে অবিরত ভেঙে পড়ে সময়;
আমি না অন্যকেউ নীরবে বাঁচে 
রক্তসিদুঁর আঁকে যেথা নবআশা;
আমি না অন্যকেউ নিয়ে যায় 
আমার কন্ঠ হতে প্রতিবাদ প্রলয়।
তুমি না অন্যকেউ মোর শয্যাতে 
জেগে দেখি পূব কোনে তমসা ক্ষয়

তুমি না অন্যকেউ ফিরে আসে আর 
ডেকে তোলে বৃত্তবন্দী মন।

সঙ্গী তুমি সোনালী ভোরে অজানা কোনো আলো 
আলোয় ভরা আনন্দলোকে নিঃস্ব প্রাতে চলো 
তবু জেগে উঠো, বেঁচে উঠো, গেয়ে উঠো আমার এ গান-

তুমি না অন্যকেউ শিয়রে কাঁদে, অধরা ছায়া শূন্যমাঝে ভেঙে পড়ে

তুমি না অন্যকেউ মেলে দেয় 
ভোরের আকাশে সোনালীডানা চিল।

যাবে কি তুমি মোর সাথে?
আকাশ উর্ধ্বে ঐ নীল মাঝে,
যেথা অন্ধ বিশ্ব খোঁজে তোমাকে 
যাবে কি তুমি মোর সাথে?

Nodi by Shironamhin (Lyric)

নদী
কথা: তুহীন
সুর:তুষার/তুহীন
ব্যান্ডঃ শিরোনামহীন

Download this song now


গাঁয়ের পাশে ছোট্ট নদী,
স্বপ্ন মাঝে হারাই যদি,
সেই নদীটা ছন্দে হাসে 
নিরবধি,
ভালবাসে।
ভরা গাঙ্গে ভরা নাঁওয়ে 
মাতাল চিরন্তন 
সত্যমতে পাপের খেলায় 
অবাধ আগমন।

মনে মনে ভীষণ খেলা 
কথার ফাকে মনের মেলা,
সেই মনেতে ছন্দে হাসে 
নিরবধি। 
ভালবাসে।

দিনে রাতে 
নদীর বুকে 
কালের দীর্ঘশ্বাস 
সরল দেহে 
জলের ধারা বহে বার মাস।

আমার নদী আমার রইল 
অচীন অথই ঢেউ, 
পাষাণ সময় স্রোতের তোড়ে 
ভাসল না ত কেঊ। 
জলে জলে ঢেউ এর মাতম 
আকাশ পানে মেঘের কথন,
সেই মেঘেরা ছন্দে হাসে 
নিরবধি,
ভালবাসে।

Jahaji by Shironamhin (Lyric)

জাহাজী
কথা: জিয়া 
সুর: জিয়া
ব্যান্ডঃ শিরোনামহীন

Download this song now


চেনা শহর, চেনা রাস্তা, পরিচিত ঢাকা 
ভেসে যাচ্ছি চোখে আলো জ্বেলে, জাহাজীর মত একা 
ঝরে চুন-সুড়কি, শরীরের দেয়াল 
তবু সিড়ি ভেঙ্গে ভেঙ্গে, অনেক উঠেও থেমে, 
শেষ ছাদটায় দেখি নীল, 
এরই মাঝে নক্সা , সাদা আলোর সাদা শঙ্কচিল । 
জাহাজীর কাছে ভীষণ সত্য সেই, 
পথটাই যাওয়া, এর আর কোন ফিরে আসা নেই ।
পথের ধারে দাড়িয়ে আছে, শুকনো দালান 
দোকানের নাম, তারপর, আমাদের ভুবনে স্বাগতম । 
ঝরে বৃষ্টি কারো ভুবনে, তবু নিয়ন সাইনে স্বাগতম । 
আ মা দে র , তারপর ; ভু ব নে , 
তারপর ;  স্বা  গ  ত  ম । 
বুঝতে কিছু সময় লাগে সেই, 
স্বাগতমটাই ইচ্ছে, সস্তায় কারা বিক্রি করে দিচ্ছে ।



আমার শৈশবের মত দামী, আমার কান্না জড়ানো গান, 
মাথা উচু সেইন্ট গ্রেগরী আমার, সময়ের টানে ম্লান । 
আমার পরিচিত লাস্ট বাস, আমার ভাঙ্গাচোরা নিঃশ্বাস, 
ব্রাদার চার্লসের চুইংগাম, আমার রক্ত আমার ঘাম, 
আমার লাস্ট বাসে বাড়ি ফেরা, মাথা তুলবার তাড়া, 
আমার জাহাজের পাটাতন, ছেড়া নোঙর, ছেড়া মন, 
ছেড়া নোঙর................................

জাহাজীর আর বোঝার বাকী নেই  
পথটাই যাওয়া , এর আর কোন ফিরে আসা নেই ।

Shunno by Shironamhin (Lyric)

শূণ্য
কথা: জিয়া 
সুর: জিয়া
ব্যান্ডঃ শিরোনামহীন

Download this song now

আমার ঘরে জন্ম হলো 
আমার ঘরেই বসবাস 
ঘরের আলোয় আমার সর্বনাশ । 
ছিলো ঘরে তেলের প্রদীপ, টিমটিমে তার আলো 
ভরসা ছাড়াই জীবন সুধা, 
আমার ঘরের আধার কোণে 
লুকিয়ে থাকাই ভালো । 
আধার আমার তেল ফুরালে, সন্ধ্যে নিয়ে আসে 
বারো মাসে সতেরো জীবন, বছর ঘুরে থামলো যখন 
আমায় ভালবাসে..........আমায় ভালবাসে
সিড়ি ভেঙ্গে এ ওর বোঝা, করলো হাতবদল 
আমার বোঝা কে যে নিলো, কোন সে চেনা মুখ 
জীবন ভরে বোঝার পাহাড়, 
জীবন ভরে বো ঝা র পাহাড় 
জীবন ভরে বোঝার পাহাড়, বারো মাসে সোনার হরিণ 
পেলাম না যে সুখ । 
ঘরের আলোয় আমার সর্বনাশ । 
  
আমার ঘরে দশটি সিড়ি, নয়টি তারই ভাঙ্গা 
সিড়ি গেলো আকাশ পানে, আমি যখন অতল জলে 
খুঁজছি শুকনো ডাঙ্গা । 
  
বদলে বোঝা সেই............... 
চেনা ঘরে ঢুকে দেখি, 
পায়ের নিচে মাটি নেই, 
          মাটি নেই । 

Nischup Adhar by Shironamhin (Lyric)

নিশ্চুপ আধার
কথা: ফারহান, জিয়া 
সুর: তুষার, জিয়া
ব্যান্ডঃ শিরোনামহীন

Download this song now

উড়তে কি পারো বন্ধু আমার? 
ধরতে কি পারো তুমি মেঘের জল? 
গাইতে কি পারো তুমি আমার গান?
শুনতে কি পারো তুমি আমার কান্না? 
দেখতে কি পারো নিঃস্ব প্রাতে 
নিঃসঙ্গ মোর একলা চলা ।

ভাসতে কি পারো তুমি আমার সুরে 
বুঝতে কি পারো তুমি আমার কথায়? 
মিথ্যার বেসাতিতে তোমার জগৎ ।

র্স্পশ করো তুমি আমার কষ্ট 
মেঘদল হতে আনো সূর্য সকাল 
গেয়ে ওঠো মোর সাথে আমার গান । 
  
আমি তাকিয়ে রই, নীল আদিগন্ত 
মানুষ ভরা খোলা প্রান্তরে, 
আর চেয়ে দেখি, তোর খোলা চুলে 
ভেসে যায় আমারি স্বপ্নগুলো । 
নিশ্চুপ আধারে ।

তুই উড়িয়ে যা তোর ফানুস, যত ইচ্ছে সাজা মেঘমালা 
তুই চেয়ে দেখ কত মানুষ, পথে নেমে ভুলে যা কষ্ট 
তুই উড়িয়ে যা তোর ফানুস, তুই বেঁচে থাক নিয়ে আশা 
তুই দেখ তোরি মত মানুষ, তুই গেয়ে যা তারই ভাষায় 
আমি তাকিয়ে রই খোলা প্রান্তরে, তুই যা, যা ভুলে যা সবই ।



উড়তে কি পারো বন্ধু আমার? 
ধরতে কি পারো তুমি মেঘের জল? 
গাইতে কি পারো তুমি আমার গান?

ভাসতে কি পারো তুমি নীল জোছনায়? 
শুনতে কি পারো মোর প্রিয়ার ঠোটে? 
অচেনা আলোর এক মুক্ত বয়ান ।

ভাঙ্গতে কি পারো তুমি দেবতার ঘুম? 
দেখতে কি পারো তুমি আমার চোখে? 
অক্ষম চিৎকারে বাঁচার নেশা

অগ্নিকন্ঠ হোক তোমার শব্দ 
অতল নরকে সাজো তোমার বাসর 
গেয়ে ওঠো মোর সাথে আমার গান ।

Lal Nil Golpo by Shironamhin (Lyric)

লাল নীল গল্প
কথা:জিয়া 
সুর:জিয়া
ব্যান্ডঃ শিরোনামহীন

Download this song now

এখনই সময় 
পাড়ি দিতে দিগন্ত 
কত দূর যেতে হবে? 
সীমানা অজানা 
অচেনা পথে 
কত দূর যেতে হবে? 
যেতে পার তোমরাও 
যেতে পার বহুদূর 
জেনে যাও নিশ্চিত পরাজয় 
বহুদূর সীমানায় লাল নীল গল্পে 
নাগরিক সংকট ছাড়বে না তোমায়।
লাল নীল গল্পে তোমাদের দেখা যায় 
তোমাদের পরাজয় আমাদের গল্প হয়ে যায়। 
গল্পে তোমারাও যেতে পার সীমানায় 
সীমানার সংঘাত ছাড়বে না, ছাড়বে না তোমায়।

লাল নীল লাল গল্পে 
ছন্দে গল্পে যাবে যদি অজানায় 
যেতে পার তুমি, সংগী রাজপথ 
যাবে যদি সীমানায় 
বন্ধু তুমি জান যেতে হবে কত দূর 
কত দূর বহুদূর 
যেতে হবে কতদূর?

যেতে পার তোমরাও 
যেতে পার বহুদূর 
জেনে যাও নিশ্চিত পরাজয় 
বহুদূর সীমানায় লাল নীল গল্পে 
নাগরিক সংকট ছাড়বে না তোমায়।

লাল নীল গল্পে তোমাদের দেখা যায় 
তোমাদের পরাজয় আমাদের গল্প হয়ে যায়। 
গল্পে তোমারাও যেতে পার সীমানায় 
সীমানার সংঘাত ছাড়বে না ছাড়বে না তোমায়।

Hoyna by Shironamhin (Lyric)

হয় না
কথা:তুহীন
সুর:তুহীন
ব্যান্ডঃ শিরোনামহীন

Download this song now

হয় না আর এমনতো হয় না 
নদীর বুকে বৃষ্টি ঝরে, পাহাড় তারে সয়না।
সূর্য লাল বৃক্ষ সবুজ,
আমি কান্দি ঘরের কোনায়, তুমি অবুঝ। 
বৃক্ষ আকাশ সূর্য মিলে 
ঝরনার কথা কয় না,
নদীর বুকে বৃষ্টি ঝরে, পাহাড় তারে সয়না।

মেঘ কালো আধার কালো 
মৃত্যুর বুঝি মরন হলো। 
উদাস আকাশ, উত্তাল বাতাস 
পথের বাঁকে রয় না 
নদীর বুকে বৃষ্টি ঝরে, পাহাড় তারে সয়না।

মেঘের নৃত্য তারার মেলা 
সোঁদা মাটি রাঙ্গা আলোয় বৃষ্টির খেলা। 
তোমার অশ্রু আমার চলা 
একতারেতে রয় না 
সাগর জলে ঝরনার চলন মনের কথা কয় না।

Shuvro Rongin by Shironamhin (Lyric)

শুভ্র রঙ্গীন
কথা:জিয়া  
সুর:জিয়া 
ব্যান্ডঃ শিরোনামহীন 
(জিম মরিসন এর প্রতি শ্রদ্ধার্ঘ স্বরূপ)

Download this song now


শুভ্র রঙ্গীন,
আকাশের দিন,
তোমায় সেই জনতার গল্প শোনায়।
অলস দুপুর 
ক্লান্ত নুপুর,
স্বপ্ন দেখায় তারায় তারায় ।।

স্বপ্ন দেখি 
সবুজ নিশান 
তোমায় নিয়ে জলসা দেখা। 
লড়াই যেমন 
ঝড়ের রাতে 
হেরে গেলেও বাঁচতে শেখা।

শুভ্র রঙ্গীন,
আকাশের দিন,
তোমায় গল্প শোনায় সেই জনতার। 
লড়াই শেখায় 
তোমায় আমায়, 
"come on baby light my fire"

তোমায় দেখে 
কাঠবেড়ালী,
লেজ উঁচিয়ে আদর চায়। 
গোধূলী নাচে 
রাঙ্গা আলোয় 
বাঁচার নেশায়, মুক্তি পায়।। 
মুক্তির দিন,
রঙ্গিন রঙ্গিন 
মেলে পাখা, জেগে থাকা 
আগুন রঙ্গিন 
রক্তের দিন 
তোমায় নিয়ে বাঁচতে শেখা। 
শুভ্র রঙ্গীন,
আকাশের দিন,
তোমায় গল্প শোনায় সেই জনতার। 
লড়াই শেখায়, 
তোমায় আমায় 
"come on baby light my fire."

Shohorer Kotha by Shironamhin (Lyric)

শহরের কথা
কথা: জিয়া 
সুর:জিয়া
ব্যান্ডঃ শিরোনামহীন 

Download this song now

শহরের কথা ঊঠলে একটা জনসমুদ্র চলে আসে, 
রাস্তা মানেই অবারিত নদী,
গনমানুষের জোয়ার ভাটার টানে ব্যস্ততা আর 
ঘরে ফেরা নিয়ে যদি...... 
গান লেখা হয়,
গানের শরীরে শহরের ছবি ভাসে।
শহর মানেই আমরা একটা গণআদালত বুঝি,
শহুরে ক্লাউন গাছগুলো জুরি, 
সংস্কৃতির বেদম বিচার জানে 
জোছনা রাতে চাঁদের চরকা বুড়ী,
বিচারে রায়ে আমরা সবাই হাত পা হৃদয় খুঁজি।

জনসাধারন শহরের যত খাদ্য গুদাম চেনে 
ব্যাংকগুলো সব যৌথখামার; 
সাদা কালো নোট চাষাবাদের মানে 
বেঁচে থাকার ইচ্ছে তোমার আমার। 
শহুরে আড্ডা, শহুরে ভাষা 
শহরের কথা জানতে আসা 
শহুরে লোকের সবই জানা 
শহর মানেই চিড়িয়াখানা। 
শহুরে শিল্পী ভারী চৌকষ 
শিল্পের ঝোপঝাড়ে আপোষ 
নাটক কবিতা ছোট ছোট সুখ 
শহর মানেই ভেঙ্গে যাওয়া বুক।

রাস্তায় একফালি নিঃশ্বাস 
অন্ধ শহরে ছুটে চলা বাস 
হাউজিং জ্যামে আকাশ অল্প 
শহর মানেই গ্রামের গল্প।

Hashimukh by Shironamhin (Lyric)

হাসিমুখ
কথা:জিয়া 
সুর:জিয়া
ব্যান্ডঃ শিরোনামহীন 

Download this song now

প্রতিটি রাস্তায় প্রতিটি জানালায় 
হাসিমুখ, হাসিমুখে আনন্দধারা। 
তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেটে যাই, 
হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই।
রোদ উঠে গেছে তোমাদের নগরীতে 
আলো এসে থেমে গেছে তোমাদের জানালায়,
আনন্দ হাসিমুখ, চেনা চেনা সবখানে 
এরই মাঝে চল মোরা হারিয়ে যাই। 
তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেটে যাই, 
হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই।

হারিয়ে যেতে চাই, তোমাদের রাস্তায়, 
হারিয়ে যেতে চাই, তোমাদের রাস্তায়,
অনেক অজানা ভীড়ে স্বচ্ছ নিরবতায়, 
রোদ উঠে, গেছে চেনা এই নগরীতে নাগরিক জানালা 
হাসিমুখে একাকার। 
আনন্দ উৎসব চেনাচেনা সবখানে,
এরই মাঝে আমাদের ছুটে যাওয়া দরকার। 
তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেটে যাই, 
হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই।

Ghum by Shironamhin (Lyric)

ঘুম
কথা: ফারহান 
সুর: তুষার, ফারহান
ব্যান্ডঃ শিরোনামহীন 

Download this song now

কথা ছিলো সূর্যের মৃত্যুকালে ছিনাবি তাহার আত্মা । 
কথা ছিলো নীল মেঘ হতে নিয়ে আসবি যন্ত্রনা । 
কথা ছিলো পাপ হতে ধুয়ে ফেলবি তোর শঙ্খ শরীর । 
কথা ছিলো সাঁঝকালে ভালবাসবি মোর নীরজাকে । 
শুয়ে শুয়ে হাত পাতি আধার মাঝে 
যদি ঝরে পড়ে তোর অশ্রু । 
কান পাতি শব্দহীন অলিক চরাচর 
যদি ভেসে আসে তোর আহবান । 
  
ঘুম ভেঙ্গে জেগে দেখি দাসত্বের সহস্র বছর 
ঘুম ভেঙ্গে জেগে দেখি মৃত্যু শিয়রে শুনছে প্রহর
কথা ছিলো মোর অপরাধের তরীতে ভাসাবি তোর সস্ত্বা । 
কথা ছিলো অর্থহীন চুম্বণ পাবে নতুন সময় । 
কথা ছিলো পঙ্কিল সাগর হতে নিয়ে আসবি আমায় । 
কথা ছিলো আজন্ম অমাবস্যার মৃত্যু এখনি ।

শুনে দেখি কান দিয়ে শুধু শূন্যতা 
ছুঁয়ে দেখি চোখ দিয়ে, প্রিয়া অন্যথা 
র্নিবান যন্ত্রনায় লাশকাটা ঘরে 
ঘুমোও আমার মানুষ ।

Sunday, May 31, 2015

Sudhu Tomar Bani Noy Go by Rabindranath Tagore (Lyric)

****রবীন্দ্রসঙ্গিত****
**শুধু তোমার বাণী নয় গো**

Download this song now

শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়, 
মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিয়ো॥

সারা পথের ক্লান্তি আমার সারা দিনের তৃষা
কেমন করে মেটাব যে খুঁজে না পাই দিশা—
এ আঁধার যে পূর্ণ তোমায় সেই কথা বলিয়ো॥

হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে নয়,
বয়ে বয়ে বেড়ায় সে তার যা-কিছু সঞ্চয়।
হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে—
ধরব তারে, ভরব তারে, রাখব তারে সাথে,
একলা পথের চলা আমার করব রমণীয়॥

Tumi Ki Kebol E Chhobi by Rabindranath Tagore (Lyric)

****রবীন্দ্রসঙ্গিত****
**তুমি কি কেবলই ছবি**

Download this song now

তুমি কি কেবলই ছবি, শুধু পটে লিখা।
ওই-যে সুদূর নীহারিকা
যারা করে আছে ভিড় আকাশের নীড়,
ওই যারা দিনরাত্রি
আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী  গ্রহ তারা রবি,
তুমি কি তাদের মত সত্য নও।
হায় ছবি, তুমি শুধু ছবি।।
নয়নসমুখে তুমি নাই,
নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই– আজি তাই
শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল।
আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল।
নাহি জানি, কেহ নাহি জানে–
তব সুর বাজে মোর গানে,
কবির অন্তরে তুমি কবি–
নও ছবি, নও ছবি, নও শুধু ছবি।।

Jete Jete Ekla Pothe by Rabindranath Tagore (Lyric)

****রবীন্দ্রসঙ্গিত****
**যেতে যেতে একলা পথে**

Download this song now

যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। 
ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে এবার 
ঝড়কে পেলেম সাথি॥
আকাশকোণে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠছে হেসে,
প্রলয় আমার কেশে বেশে করছে মাতামাতি॥
যে পথ দিয়ে যেতেছিলেম ভুলিয়ে দিল তারে,
আবার কোথা চলতে হবে গভীর অন্ধকারে।
বুঝি বা এই বজ্ররবে নূতন পথের বার্তা কবে—
কোন্ পুরীতে গিয়ে তবে প্রভাত হবে রাতি॥

Fule Fule by Rabindranath Tagore (Lyric)

****রবীন্দ্রসঙ্গিত****
**ফুলে ফুলে**

Download this song now

ফুলে ফুলে ঢ'লে ঢ'লে বহে কিবা মৃদু বায় ,
তটিনী হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়।
পিক কিবা কুঞ্জে কুঞ্জে কুহু কুহু কুহু গায় ,
কী জানি কিসেরই লাগি প্রাণ করে হায় - হায়।।

Kichu Bolbo Bole Esechilem by Rabindranath Tagore (Lyric)

****রবীন্দ্রসঙ্গিত****
**কিছু বলব বলে এসেছিলেম**

Download this song now

কিছু বলব বলে এসেছিলেম,
রইনু চেয়ে না বলে।।
দেখিলাম, খোলা বাতায়নে মালা গাঁথ আপন-মনে,
গাও গুন্-গুন্ গুঞ্জরিয়া যূথীকুঁড়ি নিয়ে কোলে।।
সারা আকাশ তোমার দিকে 
চেয়ে ছিল অনিমিখে।
মেঘ-ছেঁড়া আলো এসে পড়েছিল কালো কেশে,
বাদল-মেঘে মৃদুল হাওয়ায় অলক দোলে।।

Shaono Gogone by Rabindranath Tagore (Lyric)

****রবীন্দ্রসঙ্গিত****
**শাওনগগনে ঘোর ঘনঘটা**

Download this song now

শাওনগগনে ঘোর ঘনঘটা,  নিশীথযামিনী রে।
কুঞ্জপথে, সখি, কৈসে যাওব অবলা কামিনী রে।
উন্মদ পবনে যমুনা তর্জিত, ঘন ঘন গর্জিত মেহ।
দমকত বিদ্যুত, পথতরু লুন্ঠিত, থরহর কম্পিত দেহ
ঘন ঘন রিমঝিম, রিমঝিম রিমঝিম, বরখত নীরদপুঞ্জ।
শাল-পিয়ালে তাল-তমালে নিবিড়তিমিরময় কুঞ্জ।
কহ রে সজনী, এ দুরুযোগে কুঞ্জে নিরদয় কান
দারুণ বাঁশী কাহে বজায়ত সকরুণ রাধা নাম।
মোতিম হারে বেশ বনা দে, সীঁথি লগা দে ভালে।
উরহি বিলুন্ঠিত লোল চিকুর মম বাঁধহ চম্পকমালে।
গহন রয়নমে ন যাও, বালা, নওলকিশোরক পাশ।
গরজে ঘন ঘন, বহু ডর পাওব, কহে ভানু তব দাস।।

Shokatore oi Kadise Shokole by Rabindranath Tagore (Lyric)

****রবীন্দ্রসঙ্গিত****
**সকাতরে ওই কাঁদিছে সকলে**

Download this song now

সকাতরে ওই কাঁদিছে সকলে,  শোনো শোনো পিতা।
কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা।।
ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে,  সদাই ভাবনা।
যা-কিছু পায় হারায়ে যায়,   না মানে সান্ত্বনা।।
সুখ-আশে দিশে দিশে বেড়ায় কাতরে–
মরীচিকা ধরিতে চায় এ মরুপ্রান্তরে।। 
ফুরায় বেলা, ফুরায় খেলা, সন্ধ্যা হয়ে আসে–
কাঁদে তখন আকুল-মন, কাঁপে তরাসে।।
কী হবে গতি, বিশ্বপতি, শান্তি কোথা আছে–
তোমারে দাও, আশা পূরাও, তুমি এসো কাছে।। ।

Gram Chara oi Rangamatir Poth by Rabindranath Tagore (Lyric)

****রবীন্দ্রসঙ্গিত****
**গ্রাম ছাড়া ঐ রাঙা মাটির পথ**

Download this song now

গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ 
আমার মন ভুলায় রে।
ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে।।
ও যে আমায় ঘরের বাহির করে,   পায়ে-পায়ে পায়ে ধরে 
মরি হায় হায় রে।
ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে; যায় রে কোন্ চুলায় রে।
ও যে কোন্ বাঁকে কী ধন দেখাবে,   কোন্খানে কী দায় ঠেকাবে–
কোথায় গিয়ে শেষ মেলে যে  ভেবেই না কুলায় রে।।