Thursday, June 4, 2015

Nodi by Shironamhin (Lyric)

নদী
কথা: তুহীন
সুর:তুষার/তুহীন
ব্যান্ডঃ শিরোনামহীন

Download this song now


গাঁয়ের পাশে ছোট্ট নদী,
স্বপ্ন মাঝে হারাই যদি,
সেই নদীটা ছন্দে হাসে 
নিরবধি,
ভালবাসে।
ভরা গাঙ্গে ভরা নাঁওয়ে 
মাতাল চিরন্তন 
সত্যমতে পাপের খেলায় 
অবাধ আগমন।

মনে মনে ভীষণ খেলা 
কথার ফাকে মনের মেলা,
সেই মনেতে ছন্দে হাসে 
নিরবধি। 
ভালবাসে।

দিনে রাতে 
নদীর বুকে 
কালের দীর্ঘশ্বাস 
সরল দেহে 
জলের ধারা বহে বার মাস।

আমার নদী আমার রইল 
অচীন অথই ঢেউ, 
পাষাণ সময় স্রোতের তোড়ে 
ভাসল না ত কেঊ। 
জলে জলে ঢেউ এর মাতম 
আকাশ পানে মেঘের কথন,
সেই মেঘেরা ছন্দে হাসে 
নিরবধি,
ভালবাসে।

0 comments:

Post a Comment