Thursday, June 4, 2015

Ahoto Kichu Golpo by Shironamhin (Lyric)

আহত কিছু গল্প
ব্যান্ডঃ শিরোনামহীন

Download this song now

কখনো কি তুমি আকাশকে বলেছ আমার কথা?
কখনো কি তুমি বাতাসকে ডেকেছ, জেনেছ, বুঝেছ আমার ব্যাথা, আকুলতা?
কখনো কি তুমি আমার, আমি তোমার বলে চিৎকার করে কাঁদনি?
তারাদের সামনে…
জেনেছি তুমি জানো, জেনে আমার জন্য নাহয় কিছুটা মানো…

কখনো কি তুমি আমার সঙ্গে হাঁটো?
হেঁটে যাই তবু অনন্ত পথঘাট…
কখনো কি পথ ভোলো, পথ চল ভেবে হতাশ হয়ে পড়োনি?
সময়ের সামনে…
জেনেছি তুমি জানো, জেনে আমার জন্য নাহয় কিছুটা মানো…
জেনেছি তুমি জানো, জেনে আমার জন্য নাহয় কিছুটা মানো…

সময় ছিল অল্প
জোছনা রাতে বৃষ্টি ভেজা আহত কিছু গল্প
মেলে স্বপ্ন ডানা
মেলে স্বপ্ন ডানা…

কখনো কি তুমি মনের আকাশে ভাসো?
অন্ধরাতে আমায় ভালবাসো?
কখনো কি তুমি ক্লান্ত, উদ্ভ্রান্ত মনে স্বপ্নের থেকে জাগোনি?
আমারই সামনে
জেনেছি তুমি জানো, জেনে আমার জন্য নাহয় কিছুটা মানো…

0 comments:

Post a Comment