Thursday, June 4, 2015

Michil by Shironamhin (Lyric)

মিছিল
ব্যান্ডঃ শিরোনামহীন 

Download this song now

মিছিলের আর কিছু বাকি, কেও অধিকার খোঁজ নাকি
গণতান্ত্রিক রুপকথা সাইনবোর্ড হয়ে ঝুলে থাকি
অযথা হেঁটে যায় যারা, স্লোগান দিতেই দিশেহারা
গোলাপের বাগানে বারুদের উত্তাপ জ্বলা তারা

সহসা মিছিলে…সংলাপের দলে…আড্ডায় কোলাহলে

ঝড় উঠে তোলপার, কোন অধিকার বুঝে নেয়া মিছিলে সহসা
তাই হেঁটে হেঁটে যাই, পাল্টাতে চাই হেরে যাওয়া বিপন্ন ভরসা
দুহাতে রক্তের দাগ, হৃদয়ে বরফ, ভাঙছে না বিপ্লবী চেতনা
তাই দেয়াল লেখার মানচিত্রে খুঁজে ফিরি জীবনের ঠিকানা

সহসা একদিন তোমাদের না বলা কথা
মিছিলের স্লোগান হবে, ঝড় তুলে ভেঙে যাবে সব একাকার
স্লোগান এর আঘাতে কতকাল জেগে থাকা
অজস্র তারার ভীড়ে খুঁজে ফিরি তোমাদের অধিকার

চকচকে গ্লাসে লেগে আছে রক্তের টান
বন্দী জেগে থাকে দুচোখে অন্ধ স্বপ্ন নিয়ে
বাতাসে ভেসে যায় বারুদের তীব্র ঘ্রাণ
কতকাল হেরে যেতে হবে আর স্বপ্ন দেখতে গিয়ে…

সহসা মিছিলে…সংলাপের দলে…আড্ডায় কোলাহলে

ঝড় উঠে তোলপার, কোন অধিকার বুঝে নেয়া মিছিলে সহসা
তাই হেঁটে হেঁটে যাই, পাল্টাতে চাই হেরে যাওয়া বিপন্ন ভরসা
দুহাতে রক্তের দাগ, হৃদয়ে বরফ, ভাঙছে না বিপ্লবী চেতনা
তাই দেয়াল লেখার মানচিত্রে খুঁজে ফিরি জীবনের ঠিকানা

0 comments:

Post a Comment