গানঃ যাত্রা (Jatra)
ব্যান্ডঃ মিনারভা (Minerva)
অ্যালবামঃ বিদায় সংবিধান (Biday Shongbidhan)
পৃথিবীর শেষ সিমানায়
অজানা কোন মায়া এ
যাগ্রত অনুভুতির দেয়ালে
মিশে থাকি আমরা
সংগ্রামের সবকটা দিনের শেষে
অজানা কোন মায়া এ
নিভৃত আমাদের অন্তহীন
ধুসর এ যাত্রা
আমাদের এগিয়ে যাওয়া
কথা কবে শেষ হবে
আবার এসে ফিরে যাবে
নিহত স্বপ্নগুলোর আজ বিদায়
তবু কেন হাহাকার
তবে কেন এই চিৎকার
ফিরে দেখি নিরবতা এ অহংকার
শিহরিত অদেখা কোন স্বর্গ
ভেঙ্গে পড়া স্বমাধি
বিশ্রৃত এ নির্বাশন এখানে
তবু কেন পরাধীন
বিবেকের নিঃশ্বাষ হারানোর উচ্ছাসে
ছায়াপথে পৃথিবী
তবুও আমাদের অর্থহীন
ধুশোর এ যাত্রা
তবু কেন হাহাকার
তবে কেন এই চিৎকার
ফিরে দেখি নিরবতা এ অহংকার
কথা কবে শেষ হবে
নিহত স্বপ্ন
কথা কবে শেষ হবে
নিহত স্বপ্ন
আবার এসে ফিরে যাবে
নিহত স্বপ্ন আবার এসে ফিরে যাবে
নিহত স্বপ্ন
কোন ছাগলে এইসব লিরিক লেখে? এত ভুল থাকে কেন? যদি ঠিকমত নাই পারে তবে লেখতে কয় কেরা?
ReplyDeleteLyrics e prochur vhul ache!
ReplyDelete