গানঃ এক কাপ চা
গায়কঃ নিয়াজ কামরান আবির
এক কাপ চা, একটি সিগারেট হাতে
দাড়িয়ে তোমার বাসার সামনে
এক পলক দেখব বলে তোমাকে
দাড়িয়ে তোমার বাসার সামনে
বারান্দাতে বসে বসে একটু একটু করে
উকি দিয়ে দেখ আমায় আপন মনে করে
এক টুকরো চিরকুটের ভেতর লেখা সে গল্প
তুমি আমি হারিয়ে যাব ভালাবাসার সাগরে
রাতের আধার তোমায় ভেবে নির্ঘুম সারা রাত্রি
শেষ রাতেও ঘুম চোখেও তোমার ছবি আকি
সেই ছবিতে আমি রোমিও তুমি আমার জুলিয়েট
কাছাকাছি এসে মিঠেমিঠি করে ভালবাসবই বলে
এক কাপ চা, একটি সিগারেট হাতে
দাড়িয়ে তোমার বাসার সামনে
এক পলক দেখব বলে তোমাকে
দাড়িয়ে তোমার বাসার সামনে
0 comments:
Post a Comment