Thursday, January 14, 2016

Jaalo Agun Jaalo by Arbovirus (Lyric)

Song: Jaalo Agun Jaalo
Band: Arbovirus

আমাদের যেন কিছুই যায়না ছুঁয়ে
প্রতিবাদগুলো লেপ্টে থাকে দেয়ালে
হয়ত মেনে নিয়েছি যা বলে সবাই
কিছুই আর বদলাবেনা
ভয় না কর মাথা নত না কর
জাগো সবাই এক সাথে জাগো
বল সবাই একসাথে বল
আর মানবোনা তোমাদের.
শুধুই একজন প্রয়োজন ভাঙ্গতে এই আবরণ
আরও একটি আলোড়ন বদলাতে পারে সব
জ্বালো আগুন জ্বালো
জ্বালো আগুন জ্বালো.

শুভেচ্ছা চে তুমি আজ ঠাই পেয়েছো যিশুর পাশে
আরো একটি বিজ্ঞাপনের মত কিশোরের চোখ ধাধানো টি শার্ট এ
শুভেচ্ছা পিতা তুমি কাঠ গড়ায়
মানচিত্র ব্যবচ্ছেদের দায় এ
শুভেচ্ছা নুর হোসেন তুমি আজ বিস্মৃত বুলেট এ
ভয় না কর মাথা নত না কর
জাগো সবাই এক সাথে জাগো
বল সবাই একসাথে বল
আর মানবোনা তোমাদের.
শুধুই একজন প্রয়োজন ভাঙ্গতে এই আবরণ
আরও একটি আলোড়ন বদলাতে পারে সব
জ্বালো আগুন জ্বালো
জ্বালো আগুন জ্বালো

আমাদের যেন কিছুই যায়না ছুঁয়ে…
জ্বালো আগুন জ্বালো- যেন সব কিছু হয়ে যায় ছাই
জ্বালো আগুন জ্বালো- যেন সব গ্লানি ধুয়ে মুছে যায়
জ্বালো আগুন জ্বালো- অতীত যেন কেউ ভুলে না যাই
জ্বালো আগুন জ্বালো- আমাদের যেন সব ছুঁয়ে যায়...

0 comments:

Post a Comment