Lyric BD71

It's all about lyrics

Sunday, May 31, 2015

Sudhu Tomar Bani Noy Go by Rabindranath Tagore (Lyric)

****রবীন্দ্রসঙ্গিত****
**শুধু তোমার বাণী নয় গো**

Download this song now

শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়, 
মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিয়ো॥

সারা পথের ক্লান্তি আমার সারা দিনের তৃষা
কেমন করে মেটাব যে খুঁজে না পাই দিশা—
এ আঁধার যে পূর্ণ তোমায় সেই কথা বলিয়ো॥

হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে নয়,
বয়ে বয়ে বেড়ায় সে তার যা-কিছু সঞ্চয়।
হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে—
ধরব তারে, ভরব তারে, রাখব তারে সাথে,
একলা পথের চলা আমার করব রমণীয়॥

Tumi Ki Kebol E Chhobi by Rabindranath Tagore (Lyric)

****রবীন্দ্রসঙ্গিত****
**তুমি কি কেবলই ছবি**

Download this song now

তুমি কি কেবলই ছবি, শুধু পটে লিখা।
ওই-যে সুদূর নীহারিকা
যারা করে আছে ভিড় আকাশের নীড়,
ওই যারা দিনরাত্রি
আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী  গ্রহ তারা রবি,
তুমি কি তাদের মত সত্য নও।
হায় ছবি, তুমি শুধু ছবি।।
নয়নসমুখে তুমি নাই,
নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই– আজি তাই
শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল।
আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল।
নাহি জানি, কেহ নাহি জানে–
তব সুর বাজে মোর গানে,
কবির অন্তরে তুমি কবি–
নও ছবি, নও ছবি, নও শুধু ছবি।।

Jete Jete Ekla Pothe by Rabindranath Tagore (Lyric)

****রবীন্দ্রসঙ্গিত****
**যেতে যেতে একলা পথে**

Download this song now

যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। 
ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে এবার 
ঝড়কে পেলেম সাথি॥
আকাশকোণে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠছে হেসে,
প্রলয় আমার কেশে বেশে করছে মাতামাতি॥
যে পথ দিয়ে যেতেছিলেম ভুলিয়ে দিল তারে,
আবার কোথা চলতে হবে গভীর অন্ধকারে।
বুঝি বা এই বজ্ররবে নূতন পথের বার্তা কবে—
কোন্ পুরীতে গিয়ে তবে প্রভাত হবে রাতি॥

Fule Fule by Rabindranath Tagore (Lyric)

****রবীন্দ্রসঙ্গিত****
**ফুলে ফুলে**

Download this song now

ফুলে ফুলে ঢ'লে ঢ'লে বহে কিবা মৃদু বায় ,
তটিনী হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়।
পিক কিবা কুঞ্জে কুঞ্জে কুহু কুহু কুহু গায় ,
কী জানি কিসেরই লাগি প্রাণ করে হায় - হায়।।

Kichu Bolbo Bole Esechilem by Rabindranath Tagore (Lyric)

****রবীন্দ্রসঙ্গিত****
**কিছু বলব বলে এসেছিলেম**

Download this song now

কিছু বলব বলে এসেছিলেম,
রইনু চেয়ে না বলে।।
দেখিলাম, খোলা বাতায়নে মালা গাঁথ আপন-মনে,
গাও গুন্-গুন্ গুঞ্জরিয়া যূথীকুঁড়ি নিয়ে কোলে।।
সারা আকাশ তোমার দিকে 
চেয়ে ছিল অনিমিখে।
মেঘ-ছেঁড়া আলো এসে পড়েছিল কালো কেশে,
বাদল-মেঘে মৃদুল হাওয়ায় অলক দোলে।।

Shaono Gogone by Rabindranath Tagore (Lyric)

****রবীন্দ্রসঙ্গিত****
**শাওনগগনে ঘোর ঘনঘটা**

Download this song now

শাওনগগনে ঘোর ঘনঘটা,  নিশীথযামিনী রে।
কুঞ্জপথে, সখি, কৈসে যাওব অবলা কামিনী রে।
উন্মদ পবনে যমুনা তর্জিত, ঘন ঘন গর্জিত মেহ।
দমকত বিদ্যুত, পথতরু লুন্ঠিত, থরহর কম্পিত দেহ
ঘন ঘন রিমঝিম, রিমঝিম রিমঝিম, বরখত নীরদপুঞ্জ।
শাল-পিয়ালে তাল-তমালে নিবিড়তিমিরময় কুঞ্জ।
কহ রে সজনী, এ দুরুযোগে কুঞ্জে নিরদয় কান
দারুণ বাঁশী কাহে বজায়ত সকরুণ রাধা নাম।
মোতিম হারে বেশ বনা দে, সীঁথি লগা দে ভালে।
উরহি বিলুন্ঠিত লোল চিকুর মম বাঁধহ চম্পকমালে।
গহন রয়নমে ন যাও, বালা, নওলকিশোরক পাশ।
গরজে ঘন ঘন, বহু ডর পাওব, কহে ভানু তব দাস।।

Shokatore oi Kadise Shokole by Rabindranath Tagore (Lyric)

****রবীন্দ্রসঙ্গিত****
**সকাতরে ওই কাঁদিছে সকলে**

Download this song now

সকাতরে ওই কাঁদিছে সকলে,  শোনো শোনো পিতা।
কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা।।
ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে,  সদাই ভাবনা।
যা-কিছু পায় হারায়ে যায়,   না মানে সান্ত্বনা।।
সুখ-আশে দিশে দিশে বেড়ায় কাতরে–
মরীচিকা ধরিতে চায় এ মরুপ্রান্তরে।। 
ফুরায় বেলা, ফুরায় খেলা, সন্ধ্যা হয়ে আসে–
কাঁদে তখন আকুল-মন, কাঁপে তরাসে।।
কী হবে গতি, বিশ্বপতি, শান্তি কোথা আছে–
তোমারে দাও, আশা পূরাও, তুমি এসো কাছে।। ।

Gram Chara oi Rangamatir Poth by Rabindranath Tagore (Lyric)

****রবীন্দ্রসঙ্গিত****
**গ্রাম ছাড়া ঐ রাঙা মাটির পথ**

Download this song now

গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ 
আমার মন ভুলায় রে।
ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে।।
ও যে আমায় ঘরের বাহির করে,   পায়ে-পায়ে পায়ে ধরে 
মরি হায় হায় রে।
ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে; যায় রে কোন্ চুলায় রে।
ও যে কোন্ বাঁকে কী ধন দেখাবে,   কোন্খানে কী দায় ঠেকাবে–
কোথায় গিয়ে শেষ মেলে যে  ভেবেই না কুলায় রে।।

Purano Sei Diner Kotha by Rabindranath Tagore (Lyric)

****রবীন্দ্রসঙ্গীত**** 
**পুরানো সেই দিনের কথা**

Download this song now

পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়।   
ও সেই চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়।
আয় আর-একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়।
মোরা সুখের দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায়।

মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়–
বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়।
হায় মাঝে হল ছাড়াছাড়ি, গেলেম কে কোথায়–
আবার দেখা যদি হল, সখা, প্রাণের মাঝে আয়।।

Bangladesh by Shironamhin (Lyric)

বাংলাদেশ
কথা: জিয়া/শাফিন
সুর : শাফিন/জিয়া
ব্যান্ডঃ শিরোনামহীন

Download this song now

যখন কিশোরীর হাতে সূতোয় বোনা সবুজ গ্রাম 
যখন রং তুলিতে আঁকা বাংলার মুখ অবিরাম 
যখন গাই এখানেই শুধু শরতের রং এ হয় শেষ 
সেই শুভ্র কাঁশফুল ঘিরে দেখে যাই সবুজের দেশ
মেঘে মেঘে, কিছু ভেজা পাখির দল 
মেঘ হারিয়ে, নীল ছাড়িয়ে, খুঁজে ফেরে বাংলাদেশ 
যেখানে লাল সূর্যের রংয়ে রাজপথে মিছিল 
যেখানে কুয়াশার চাঁদর আকাশ থাকে নীল 
যেখানে রিম ঝিম বৃষ্টি শুকনো মাটির টানে 
অবিরাম ঝড়ে সবুজ সাজায় ......

মেঘে মেঘে, কিছু ভেজা পাখির দল 
মেঘ হারিয়ে, নীল ছাড়িয়ে, খুঁজে ফেরে বাংলাদেশ

যখন এক চোখে ঘুম ঘুম, এক চোখে নীল রাত 
আমায় ভাবিয়ে যায় 
যখন এক হাতে রোদ্দুর এক হাতে গোলাপ 
সবুজ ছুঁয়ে ভাবায় আমায় 
একদিকে নীল নীল, এক দিকে কাঁশফুল, দু’চোখ যেখানে শেষ 
এক প্রান্তে সবুজ, এক প্রান্তে লাল,
আমার বাংলাদেশ ......

Porichoy by Shironamhin (Lyric)

গানঃ পরিচয়
কথা: তুহিন
সুর : তুহিন
ব্যান্ডঃ শিরোনামহীন

Download this song now

দেহের ভিতর রাখলাম যারে, সে আমার থাকল না রে 
খাঁচার পাখি কখন কি আর 
মনের পাখি হয় ? 
তোমার আমার এই পরিচয় 
সত্যি কি আর হয়।
কথায় কথায় মনের ছায়া, মিথ্যে আশায় দিচ্ছে মায়া 
অবাক আলোয় বনের পাখি, মনের কথা কয় 
বনের পাখি খাঁচায় থাকে, এমন কি আর হয় 
তোমার আমার এই পরিচয় 
সত্যি কি আর হয়।

লালন বলে খাঁচার কি দোষ, দুয়ার থাকলে খোলা 
মনের দুয়ার বন্ধ হলে, সময় যে সব যাবে চলে 
লোহার খাঁচার ছোট্ট ঘরে 
কোন পাখি কি আর রয় ?

আট কুঠুরি নয় দরজা, সে তো খোলার নয় ......

তোমার আমার এই পরিচয় 
সত্যি হবার নয়।

Shuprovat by Shironamhin (Lyric)

গানঃ সুপ্রভাত
কথা: জিয়া
সুর : তুষার
ব্যান্ডঃ শিরোনামহীন

Download this song now

একদিন হাঁটছি আমরা ক’জন 
আমাদের কেউ কেউ উচ্ছাসে, এই শুভ্র সকালে 
ধুলোমাখা পথঘাট, ধুলোমাখা শরীর 
ধুলোয় ধূসর আমরা ক’জন 
এই সকালে, রাস্তায় হাঁটছি ......
সুপ্রভাত একদিন আমাদের ......

দ্বিধাহীন ভোর আসে, ফুটপাতে 
ধুলোময় দোকানে খবরের কাগজে ...... 
খেয়ালী কোলাহলে জমে ওঠে 
শহরের রাজপথে যান্রিক কোন সুরে 
এই ঝড়ো সংলাপে, 
এই সুপ্রভাত, রুক্ষ চায়ের কাপে ......

একদিন হাঁটছি আমরা ক’জন 
আমাদের কেউ কেউ উচ্ছাসে, এই রোদেলা দুপুরে 
ধুলোমাখা পথঘাট, ধুলোমাখা শরীর 
ধুলোয় ধূসর আমরা ক’জন 
ঠিক দুপুরে, রাস্তায় হাঁটছি ...... 
              
সুপ্রভাত একদিন আমাদের .....

Bus Stopage by Shironamhin (Lyric)

গানঃ বাস স্টপেজ
কথা:জিয়া 
সুর: জিয়া
ব্যান্ডঃ শিরোনামহীন

Download this song now

নার্সারি ছারিয়ে, চৌরাস্তার মোড়ে 
বাস স্টপেজ...... ফুলস্টপ হয়ে দাঁড়িয়ে 
বুকে জমা পোষ্টার- আর্ট গ্যালারির মতো উদাসীন 
বখাটে কারো সেল নাম্বার- বিজ্ঞাপন হয়ে বিব্রত
কড়া পারফিউম অযথা সুবাস বাতাসে 
ক্লান্তিহীন ছুটছে কিছু বিরতিহীন বাস 
চকচকে পিচে বেরসিক বৃষ্টি নাম লিখে গেছে 
সন্ধানী হকার খুঁজে বেড়ায় গাড়ীযাত্রী কোনো হাসিমুখ 
এই সন্ধায়, রাস্তায়, দাঁড়িয়ে আছে 
কিছু স্বপ্ন বিক্রি করে যারা 
জানলোনা কিছুতেই, ঝুলছে আকাশভরা তারা ।।

কিশোরীর হাতে ফুলের সুবাস, ছুঁয়ে দিতে চায় চকচকে গ্লাস 
বৃষ্টির ছাঁটে ভেজা পলিথিন, মিরপুর যাবে বিরতিহীন 
বিবর্ণ ঠোঁটে সাইনবোর্ড হাসি, বলছে প্রেমিকা “তোমায় ভালবাসি”
চাক্ষুস সাক্ষী রাস্তার মোড়ে, নার্সারি ছারিয়ে একটু দূরে
বিজ্ঞাপন হয় এক্স সুন্দরী 
বাস স্টপেজে আসে ইচ্ছে ঘুড়ি 
বিক্রি হয় কতো কমিক কমিক সিরিজ 
উদাস বিজ্ঞাপনে কাঁটে পণ্য রিলিজ 
এই সন্ধায়, রাস্তায়, দাঁড়িয়ে আছে 
কিছু স্বপ্ন বিক্রি করে যারা 
জানলোনা কিছুতেই, ঝুলছে আকাশভরা তারা ।।

Shohosha Deep by Shironamhin (Lyric)

সহসা দ্বীপ
কথা: তুষার
সুর : তুষার
ব্যান্ডঃ শিরোনামহীন

Download this song now

মনে পড়ে ...... পড়ে না 
মনে পড়ে ...... পড়ে না 
সহসা চলে যাই, উদাস স্মৃতির কাব্য ছুঁয়ে, 
ছুটে চলা, অবাক জল রাশির সীমানায় 
সহসা দ্বীপ ......
ধুলোর মিছিলে, মেঘ ঘন বিকেলে 
ক্লান্তি সরিয়ে দেখি, সে 
কি বিষ্ময়ে, মনে পড়ে ? 
ধুলোর মিছিলে নিঃশ্চুপ বিকেলে 
বৃষ্টি নামবে বুঝি
দিগন্ত ছাড়িয়, মনে পড়ে ? 
অবাক জলধারার সেই 
সহসা দ্বীপ ......

মেঘের আড়ালে, রোদ জ্বলা বিকেলে 
স্নিগ্ধ পাখির ঝাকে, সে কি বিষ্ময়ে
মনে পড়ে ? 
পূবের আকাশে, সাত রঙা ক্যানভাসে 
জেগে থাকা বালি দ্বীপ, এই নীল সাগরে, মনে পড়ে ?


অবাক জলধারার সেই 
সহসা দ্বীপ ..........

Shurjo by Shironamhin (Lyric)

গানঃ সূর্য
কথা: তুহিন
সুর : তুষার
ব্যান্ডঃ শিরোনামহীন

Download this song now

অচিন পাখি দিল ফাঁকি, উদাস বাউল কাকে ডাকি 
জলের মাঝে জীবনগুলো, তেপান্তরের পাথর ধুলো 
সাগর তীরের জীবন দেয়াল, 
সূর্যটাকে রাখিস খেয়াল ......
গাছের চূড়ায় নতুন শহর, নদী পানি ফুলের বহর 
সময় কাঁটা আতশবাজি, কাঁটাতারে বৃক্ষরাজি 
স্বপ্ন দহণ পূণ্য না সয় 
সত্যবচন ধর্মে না রয় ......

কথার মাঝে নোনা দেয়াল 
সূর্যটাকে রাখিস খেয়াল ......

কল্প সাধন মাতাল হাওয়া, আপন পথে হারিয়ে যাওয়া 
জীবন দেখার অবাক টানে, সরল রেখার অন্য মানে 
তোমার আমার কাঁচের দেয়াল 
সূর্যটাকে রাখিস খেয়াল ......

Bullet kinba Kobita by Shironamhin (Lyric)

বুলেট কিংবা কবিতা
কথা: জিয়া
সুর : জিয়া
ব্যান্ডঃ শিরোনামহীন 

Download this song now

নিয়ন আলোর রাজপথে টিএসসির মোড়ে চায়ের দোকানে 
বুলেট কিংবা কবিতায়, যদি ফেরার পথে ভুল হয়ে যায়...... 
মাঝে মাঝে সবুজ পতাকা, দু’হাতের মাঝে বন্দী 
অজস্র কবিতায় আর গানে, জ্বলে জ্বলে নিঃশেষ 
কবি আর কবিতা রাজপথ ছুঁয়ে যায় 
কতশত কবি এমনই এক টিএসসির মোড়ে 
প্রতিরাতের উদাস চাঁদ দেয়াল লেখা থেকে দুঃখ কেনে 
যদি ফেরার পথে ভুল হয়ে যায় 
অসময়ে, অন্ধকারে, দেয়াল জুড়ে বর্ণমালার মিছিল, 
ক্লান্ত করুণ চোখে ......
শ্লোগান শ্লোগান আর মিছিলের নগরে, টিএসসির নিঃশ্বাস 
বুলেট কিংবা কবিতার খাতায়, কবি আর কবিতার খুন হওয়ার আশ্বাস 
দেয়াল লেখা থেকে বর্ণমালা যদি আলোর মিছিল হয়ে যায় 
টিএসসির মোড়, রাতের রাজপথ বুলেট কিংবা কবিতায় 
যদি ফেরার পথে ভুল হয়ে যায় ......

মৃত কবিদের কবিতার আসরে, ছবি হয়ে থাকেনা রাতের রাজপথ 
পল্টন ময়দান, টিএসসির মোড়, জনসমাবেশ আর বিশাল অবরোধ 
এই অবসরে দেয়াল লেখা যদি মানচিত্র হয়ে যায় 
অজস্র কবিতার জনসমাবেশ থেকে বুলেট কিংবা কবিতায় 
যদি ফেরার পথে ভুল হয়ে যায় ......

Bhalobasha Megh by Shironamhin (Lyric)

ভালবাসা মেঘ
কথা: জিয়া/কাঠুরিয়া
সুর : জিয়া
ব্যান্ডঃ শিরোনামহীন

Download this song now

মেঘ ঝড়ে ঝড়ে বৃষ্টি নামে, 
বৃষ্টির নাম জল হয়ে যায় 
জল উড়ে উড়ে আকাশের গায়ে 
ভালবাসা নিয়ে বৃষ্টি সাজায়
ইচ্ছে গুলো ভবঘুরে হয়ে, চেনা অচেনা হিসেব মেলায় 
ভালবাসা তাই ভিজে একাকার, ভেজা মন থাকে রোদের আশায়

ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস 
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।

চুপি চুপি রোদ, উঁচু নীচু মেঘ, সারি সারি গাড়ি 
দূরে দূরে বাড়ি...... 
নিভু নিভু আলো, চুপ চাপ সব কনকনে শীত 
ছম ছমে ভয়...... 
সংলাপ সব পড়ে থাক, বৃষ্টিতে মন ভিজে যাক 
ভালবাসা মেঘ হয়ে যাক।

ঘুরে ঘুরে যদি, দূরে দূরে তবু মেঘে মেঘে থাক ভালবাসা 
ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস 
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।

মেঘ ঝড়ে ঝড়ে ...... জল উড়ে উড়ে .....
ভালবাসা তাই ...... ভেজা মন থাক .....

ঝিরি ঝিরি হাওয়া কৃষ্ণচূড়ায়, লাল লাল ফুলে, 
ছুটে ছুটে চলা ...... 
আধো আলো ছায়া, গুণ গুণ গাওয়া 
পুরনো দিনের গল্প বলা ...... 
সংলাপ সব পড়ে থাকে, বৃষ্টিতে মন ভিজে যাক 
ভালবাসা মেঘ হয়ে থাক।

ঘরে ফেরা পথে, নিরবে নিভৃতে মেঘে মেঘে থাক ভালবাসা 
ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস 
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।

.

Boddho Janala by Shironamhin (Lyric)

বন্ধ জানালা
কথা: জিয়া
সুর : জিয়া
ব্যান্ডঃ শিরোনামহীন

Download this song now

আরেকবার যেতে চাই রিম ঝিম ঝিম সুদূরপুর 
অবাক রোদ ভেজা তপ্ত দুপুর 
আরেকবার তোমাদের লাল, নীল রং আনন্দে 
একলা রাস্তায় এক চিলতে রোদ্দুর। 
সারা বেলা বন্ধ জানালা ......

যদি তোমাদের অনেক শব্দ, আমার জানালায় 
ছোট ছোট আনন্দের স্পর্শে, আঙ্গুল রেখে যায় 
যদি সহস্র শব্দের উৎসব থেমে যায় 
সারা বেলা বন্ধ জানালা ......


যদি তোমাদের লাল নীল গল্প আমার শরীরে, 
কোন একলা রাস্তায় অবাক ভ্রমণে 
যদি ইচ্ছের নীল রং আকাশ ছুঁয়ে যায় 
সারা বেলা বন্ধ জানালা ......

Eka by Shironamhin (Lyric)

গানঃ একা
কথা: তুষার
সুর : তুষার
ব্যান্ডঃ শিরোনামহীন


রাত্রি ক্লান্ত জীর্ন শীর্ন আঁধো চাঁদের আলো 
পিচ ঢালা পথ কখনো ধূসর কখনও বা কালো
সারাটা পথ জুড়ে আমি একা 
হেটে যাই আকাশ তারার পানে চেয়ে 
নীল জোছনায় স্মৃতিরো ভীড়ে 
হারিয়ে যায় মন আধারে।

আধাঁর রাতে নেমে আসে শিশিরের ছায়া 
নিভে গেছে দূর কোন স্মৃতিরও মায়া 
নিঃসীম চারপাশ কোনো সাড়া নেই 
তবু এক দীপ্তি রয়ে গেছে.....

যত দূরে যেতে চাই  নিলীমার পথে 
আরো দূরে সরে যায় রাতের আকাশে 
চুপচাপ শহরে নিশ্বাস ফেলে আসি 
এই নিরব বাতাসে ........

Friday, May 29, 2015

Tomake by Warfaze (Lyric)

Song: Tomake (তোমাকে)
Band: Warfaze (ওয়ারফেইজ)

শুধু শুধুই ভাবনা
যেতে চাইলে যাও চলে যাও
তবু কেন এ কান্না
জানি ভাল থাকতে
শুধু বলোনা ভুলতে
চাইনা বাঁচার উপদেশ
দিন এমনিই কাঁটবে
খেয়ালের ফাঁদে

তোমাকে... মনে পড়বে
যখনিই জ্যোস্না হাসে
তোমাকে... মনে পড়বে
যখনিই আকাশ ভেঙ্গে
বর্ষা কাঁদে... ।। 

যে মোহের বন্যায়
ভেসে যাওয়ায় ধন্য হলে
তাতে পারিনি ভাসতে
অস্তিত্ব ভুলে... ভুলে...

তাই বলোনা চলতে
স্থবিরতা-ই সঙ্গী হলে
মন পড়েই থাকলে
হতাশার ফাঁদে

তোমাকে... মনে পড়বে
যখনিই জ্যোস্না হাসে
তোমাকে... মনে পড়বে
যখনিই আকাশ ভেঙ্গে
বর্ষা কাঁদে...

যে যায়... যাওয়ার পথে
দেয়াল ভাবার কোন স্বপ্ন নাই
যতই... কাঁদাও আমায়...
চলি একা পথে........

তোমাকে... ... ... ... ... ।।

Jotodur by Warfaze (Lyric)

Song: Jotodur (যতদূর)
Band: Warfaze (ওয়ারফেইজ)


চুপচাপ চারিদিক মাতাল হাওয়া্
পাখিদের কোলাহলে মন যে হারায়
হঠাৎ দেখি তোমাকে অচেনা ছায়ায়
আমারই স্বপ্নে আকা এ যে তুমি
নিঃশব্দে এলে তুমি আমারই ভুবনে
গোধূলী হয়ে রবে তুমি আমারই চিরকাল
যতদূরে থাক রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি

যতদূরে থাক রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি

কতকাল রয়েছি তোমারই পথ চেয়ে
কতরাত কেটেছে তোমারই আশাতে

কতকাল রয়েছি তোমারই পথ চেয়ে
কতরাত কেটেছে তোমারই আশাতে

যতদূরে থাক রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি

যতদূরে থাক রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি

Wednesday, May 27, 2015

Oniket Prantor by Artcell (Lyric)

Song: Oniket Prantor (অনিকেত প্রান্তর)
Band: ARTCELL (আর্টসেল)


তবু এই দেয়ালের শরীরে
যতো ছেড়া রং, ধুয়ে যাওয়া মানুষ
পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার
যতো উদ্ভাসিত আলো রং
আকাশের মতন অকস্মাত নীল
নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোন মুখ
তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙ্গে

দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে
বিঁধে আছে অনুভুতিগুলোর ব্যবচ্ছেদ

তবু এইখানে আছে অবলীল হাওয়া
জানালা বদ্ধ ঘরে আসে যায়
দেয়াল ধরে বেড়ে ওঠে মধ্যরাত
তোমার ছায়ায় জমে এসে ভয়
আলোকে চিনে নেয় আমার অবাধ্য সাহস
ভেতরে এখন কি নেই কাপুরুষ অন্ধকার একা

তোমাকে ঘিরে পথগুলো সব সরে যায়
রাত্রির এই একা ঘর ঝুলে আছে শূন্যের কাঁটাতারে

দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে
মিশে আছে অনুভুতিগুলোর ব্যবচ্ছেদ

তবু এই দুটি কাঁটাতারে, শহরের মতো করে
ভিড়ে ভরে গেছে ঘুম আমার
অচেতন কখন বেওয়ারিশ, মাটির কাছে এসে
সময়কে এপিটাফ ভেবে হাঁটু গেড়ে বসে

তবু এখানে বাতাস আসে দূরত্বের উৎসাহে
শরৎ জমে আছে ঠান্ডা ঘাসে
তোমার চোখের মাঝে দূরের একা পথ
এখানে ভাঙ্গে না দুটো দেশে

মেঘের দূরপথ ভেঙ্গে বুকের গভীর অন্ধকারে
আলোর নির্বাসন স্মৃতির মতো
অবিকল স্বপ্নঘর বাঁধা স্মৃতির অন্ধ নির্জনে
সময় থেমে থাকে অনাগত
যুদ্ধের বিপরীতে

এখানে স্বরনীর লেখা নেই নাম, কোন শহীদ সড়কে
তোমার জন্য জমা থাকে শুধু স্বপ্নঘর
জানালায় ঝুলে থাকে না, শূন্যতার অবচেতন
তোমার ঘরের অন্ধ আলোয় অদেখা

এখানে নির্জন
অনিকেত প্রান্তর

তবু তোমার ভাঙ্গা স্মৃতি, ছেঁড়া স্বপ্ন, দোমড়ানো খেলাঘর
ছেঁড়া আকাশ ভাঙ্গা কাঁচে
আলো আর অন্ধকার তোমার
তোমার দেয়ালে কত লেখা, মানুষের দেয়ালে দেয়াল
বেড়ে ওঠে কাঁটাতার, এখানে মহান মানচিত্রের ভাগাড়

তোমার শূন্য ঘরে ভরা স্মৃতি
জড়ো পাথরে লেখা নাম
শহীদ স্বরনী, জানালার বাইরে
ভেসে গেছে দূরের আকাশ
বিঁধে আছি সময়ের কাঁটাতারে
বিঁধে আছো ছেঁড়া আকাশের মতো তুমি

তোমার স্বপ্নের, দলাপাকানো
বাসি কবিতা, নষ্ট গানে
তোমার জানালার বাইরে শূন্য আকাশ
তবু অনিকেত এই প্রান্তরে

এখানে এখনো শরতের প্রচুর বাতাসে
সবুজের ঘ্রানে
ভরে আছে অন্ধকারে ঘর তোমার
দেয়ালে এখন শুধু মৃত্যুর মৃত রেখাপাত

তোমাকে কড়া নাড়ে স্মৃতিরা ভাঙ্গা স্বপ্ন
ঘুমের মতো নেশাময় কত

কত শিশু কত
আলোর মশাল নিভে গেছে
নিভে গেছে কত অচেনা ভয়
তোমাকে এখন অপরিণত এক অচেনা স্মৃতি মনে হয়
তোমার জানালার বাইরে শূন্যে
দূরের স্বপ্নঘর, ঝুলে আছি নির্জনতায়
মৃত্যু কি অনিকেত প্রান্তর ?

Firiye Dau by Miles (Lyric)

Song: Firiye Dau (ফিরিয়ে দাও)
Band: Miles (মাইলস)


নিঃস্ব করেছ আমায়
কি নিঠুর ছলনায়,
তুমিহীনা এই হৃদয় আমার
একাকী অসহায়,
পেয়ে হারানোর বেদনায়
পুড়ে চলেছি সারাক্ষন
কেন তুমি মিছে মায়ায়
বেধেছিলে আমায় তখন।
ফিরিয়ে দাও আমার এ প্রেম তুমি ফিরিয়ে দাও।
ফিরিয়ে দাও হারানো দিনগুলো
এভাবে চলে যেওনা।

আমার হৃদয় জুড়ে, শুধু তুমি ছিলে
যত সুখ ছিল মনে
কেন মুছে দিলে।

অকারণ অভিমানে, তুমি চলে যেওনা
মায়াবী এ বাঁধন ছিড়ে,
দূরে সরে যেওনা।

Dhiki Dhiki Agun Jole by Miles (Lyric)

Song: Dhiki Dhiki Agun Jole (ধ্বিকি ধ্বিকি আগুন জ্বলে)
Band: Miles (মাইলস)

ধ্বিকি ধ্বিকি আগুন জ্বলে
বুকে নদী বইয়া চলে
ও ও ও…

ভালোবাসি এতো তোরে আগে বুঝিনাই
এখন তোরে কোথায় পাই
উথাল-পাথাল বুকের মাঝে
কইরাছি কি ভুল
তাইতো এ মনটা ব্যাকুল

তোরে ছাড়া এ জীবন আপন কেহ নাই
এ কথা কেমনে বুঝাই
কোথায় গেলি ফাঁকি দিয়া বইলা গেলিনা
তাই মনে সুখ পাইলামনা

Chad Tara by MILES (Lyric)

Song: Chad Tara (চাঁদ তারা)
Band: Miles (মাইলস)


চাঁদ তারা সূর্য নও তুমি
নও পাহাড়ী ঝর্না,
যদি বলি ফুল তবুও হবে ভুল
তোমার তুলনা হয়না,

তুমি না এলে এই পৃথিবী আমার
হারাবে আপন ঠিকান্‌
যদি দূরে যাও স্বপ্ন গুলো আমার
ভেঙ্গে যাবে জানো না।

তোমার কথা ভেবে ভেবে
আমি গল্প কবিতা আর কাব্য লিখি,
তোমার চোখে চেয়ে থেকে
সুন্দর আমার পৃথিবী দেখি।

জীবন চলার পথে জানি
তুমি প্রথম দিয়েছ দেখা,
ভুল বুঝে কোনোদিন
আমায় তুমি করোনা একা ।

Godhulir Opare by Shunno (Lyric)

গানঃ গোধূলির ওপারে (Godhulir Opare)
ব্যান্ডঃ শুন্য (Shunno)


ভুলের স্রোতে ভুলে যাওয়া স্বপ্ন তোমার ফিরে পাওয়া
ঘুম ফুরোনোর ভোরে তোমারি হতে চাওয়া
মনের গভীরে রেখে দেওয়া স্বপ্নে তোমায় একে যাওয়া
ফেলে আসা গোধূলিতে তোমাকেই খুঁজে ফেরা 
চল আজ ফিরে যাই, গোধূলির ওপারে 

ঘুম নেমে আসা আকাশটাকে
হয়নি ধরা ভুলের স্রোতে
হয়নি ছোঁয়া ঐ আলোর স্বপ্নচূড়া

সূর্য ঢাকা ভোরের পথে
হারিয়ে যাওয়া স্মৃতির সাথে
তোমাকেই ফিরে পেতে আমার অপেক্ষায়
চল আজ ফিরে যাই, গোধূলির ওপারে

শব্দহীন বালুচরে ফিরে এসে আমার অগোচরে
রাঙিয়ে দাও আজ তোমার রঙে
রঙমশালের সেই আলোতে
বলতে চাই আজ তোমাকে
না বলা অনুভুতি ভাষায় ফেলে
চল আজ ফিরে যাই, গোধূলির ওপারে

‎ISD‬ by Indalo‬ (Lyric)

‪Song: ‎ISD‬ 
Band: Indalo‬


যদি রাত দুপুরে ঘুম ভাঙ্গে আমি পাশে নেই 
ভয় পাবে কি?
অচেনা শহরে অচেনা কোন মুখ দেখে
মনে পড়বে কি?

যখন তোমার নীল রাতে
পাখিরা স্বপ্ন হারায়,
নতুন খামে পুরনো চিঠিই
তোমার ঠিকানায়

অলস কোন বিকেলে
লাল কাঁচ গ্লাসে পড়ে সময়
চুরমার মাতাল।
বরফ গলারা ভেল্ভেট চাদর
তবুওকি স্বপ্নের আকাশ
যখন তোমার নীল রাতে
একে একে স্বপ্ন পোড়ায়,
নতুন খামে পুরনো চিঠিই
তোমার ঠিকানায়

যখন তোমার নীল রাতে
পাখিরা স্বপ্ন হারায়,
নতুন খামে পুরনো চিঠিই
তোমার ঠিকানায়

যখন তোমার ভয়গুলো,
আমার কাছে অসহায়।
নতুন খামে পুরনো চিঠিই
তোমার ঠিকানায়..........

Tuesday, May 26, 2015

Mon by Moon (Lyric)

গানঃ মন (Mon)
শিল্পীঃ মুন (Moon)



মন তোর জন্যে আমার মনটা কেমন করে 
মন তুই হাসলে আমার মন আনন্দে ভরে

মন তুই ডাকলে সব কাজ ফেলে ছুটে যাব আমি 
মন তুই বললে সারাদিনরাত করব যে পাগলামি
মন তোর জন্যে চকলেট, কুলফি আইসক্রিম আর ঝালমুড়ি।

মন তোর কত যে ভাব, কত যে মাস্তানি 
মন তোর জন্যে না হয় যেন আমার হৃদয়হানি,
মন তোর আবদার শুনি বারবার তুই যে অভিমানী
মন তোর জন্য আমি ধন্য, মন তোকে তাই মানি, 
বৃষ্টির রাতে মন তোর জন্যে রান্না হয় খিচুড়ি।

মন তুই খারাপ হলে কত যে ভোগান্তি
মন তুই মুডে থাকলে আহা সবখানেই কি শান্তি,
মনের ভাবনা কেই জানেনা মন যে বেখেয়ালি 
মন গান গাই মনের আনন্দে নিজে বাজায় তালি, 
মন চায় ছাতা মাথা ভুলে বৃষ্টি তে গিয়ে ভিজি।

মন তোর জন্যে আমার মনটা কেমন করে 
মন তুই হাসলে আমার মন আনন্দে ভরে।