Sunday, May 31, 2015

Shohosha Deep by Shironamhin (Lyric)

সহসা দ্বীপ
কথা: তুষার
সুর : তুষার
ব্যান্ডঃ শিরোনামহীন

Download this song now

মনে পড়ে ...... পড়ে না 
মনে পড়ে ...... পড়ে না 
সহসা চলে যাই, উদাস স্মৃতির কাব্য ছুঁয়ে, 
ছুটে চলা, অবাক জল রাশির সীমানায় 
সহসা দ্বীপ ......
ধুলোর মিছিলে, মেঘ ঘন বিকেলে 
ক্লান্তি সরিয়ে দেখি, সে 
কি বিষ্ময়ে, মনে পড়ে ? 
ধুলোর মিছিলে নিঃশ্চুপ বিকেলে 
বৃষ্টি নামবে বুঝি
দিগন্ত ছাড়িয়, মনে পড়ে ? 
অবাক জলধারার সেই 
সহসা দ্বীপ ......

মেঘের আড়ালে, রোদ জ্বলা বিকেলে 
স্নিগ্ধ পাখির ঝাকে, সে কি বিষ্ময়ে
মনে পড়ে ? 
পূবের আকাশে, সাত রঙা ক্যানভাসে 
জেগে থাকা বালি দ্বীপ, এই নীল সাগরে, মনে পড়ে ?


অবাক জলধারার সেই 
সহসা দ্বীপ ..........

0 comments:

Post a Comment