Tuesday, May 26, 2015

Mon by Moon (Lyric)

গানঃ মন (Mon)
শিল্পীঃ মুন (Moon)



মন তোর জন্যে আমার মনটা কেমন করে 
মন তুই হাসলে আমার মন আনন্দে ভরে

মন তুই ডাকলে সব কাজ ফেলে ছুটে যাব আমি 
মন তুই বললে সারাদিনরাত করব যে পাগলামি
মন তোর জন্যে চকলেট, কুলফি আইসক্রিম আর ঝালমুড়ি।

মন তোর কত যে ভাব, কত যে মাস্তানি 
মন তোর জন্যে না হয় যেন আমার হৃদয়হানি,
মন তোর আবদার শুনি বারবার তুই যে অভিমানী
মন তোর জন্য আমি ধন্য, মন তোকে তাই মানি, 
বৃষ্টির রাতে মন তোর জন্যে রান্না হয় খিচুড়ি।

মন তুই খারাপ হলে কত যে ভোগান্তি
মন তুই মুডে থাকলে আহা সবখানেই কি শান্তি,
মনের ভাবনা কেই জানেনা মন যে বেখেয়ালি 
মন গান গাই মনের আনন্দে নিজে বাজায় তালি, 
মন চায় ছাতা মাথা ভুলে বৃষ্টি তে গিয়ে ভিজি।

মন তোর জন্যে আমার মনটা কেমন করে 
মন তুই হাসলে আমার মন আনন্দে ভরে।






0 comments:

Post a Comment