গানঃ আমার কাছে তুমি মানে
শিল্পীঃ পাগলা ইমরান
আমার কাছে তুমি মানে সাত রাজার ধন,
আমার কাছে তুমি মানে অন্যরকম।
আমার কাছে তুমি মানে আমার পোষা পাখি,
দিনে রাইতে চোখ বুজিয়া তোমায় আমি দেখি।
তোমার কাছে হয়ত বন্ধু আমি কিছু না,
তাইত তোমার স্বপ্নে বন্ধু আমি আসিনা।
আমি মানে তুমি আর তুমি মানে আমি,
আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামি।
হেই হেই হেইআহো ,হেই হেই হেইআহা
হেই হেই হেইআহো ,হেই হেই হেই ..
আমার কাছে তুমি মানে আমার সব কিছু,
তাই পাগলের মত ছুটি তোমার পিছু।
আমার কাছে তুমি মানে সাদা মেঘের ভেলা,
না দেখিলে মুখটা তোমার মন হয় উতলা।
তোমার কাছে হয়ত বন্ধু আমি কিছু না,
তাইত তোমার স্বপ্নে বন্ধু আমি আসিনা।
আমি মানে তুমি আর তুমি মানে আমি,
আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামি।
হেই হেই হেইআহো ,হেই হেই হেইআহা
হেই হেই হেইআহো ,হেই হেই হেই ..
আমার কাছে বন্ধু তুমি রাইতের ধ্রুবতারা,
তোমায় আমি রাইত জাগিয়া দেই বন্ধু পাহাড়া।
আমার কাছে বন্ধু তুমি সাত সাগরের ঢেউ,
কত ভালবাসি তোমায় জানেনারে কেউ।
তোমার কাছে হয়ত বন্ধু আমি কিছু না,
তাইত তোমার স্বপ্নে বন্ধু আমি আসিনা।
আমি মানে তুমি আর তুমি মানে আমি,
আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামি।
হেই হেই হেইআহো ,হেই হেই হেইআহা
হেই হেই হেইআহো ,হেই হেই হেই ..
0 comments:
Post a Comment