Tuesday, July 11, 2017

Paper (পেপার) by Moon (মুন) [Lyric]

গানঃ পেপার (Paper)
শিল্পিঃ মুন (Moon)

এ ভাই রাখবেন পেপার
ঘটেছে আজকে সব মজার মজার ব্যাপার 

রহমান ভাই আজ বাশের পিটুনি খেয়ে 
হারিয়েছে তার মগজ 
আজকের কাগজ 
এদিকে মানুষ জাকে দরবেশ ভাবছে 
আসলে যে মস্ত ভন্ড
জনকণ্ঠ 
আরে চালের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে
জনতার চলছে সংগ্রাম 
পড়েন সংগ্রাম 
হরতাল আগামিকাল অফিস বন্ধ
কাজ হয়ে গেছে সব বরবাদ
পড়েন সংবাদ 

এ ভাই পেপার, ঘটেছে আজকে সব মজার মজার ব্যাপার 

মন্ত্রী আসছেন মন্ত্রী আসছেন 
খাকি সেনারা আজ বেতাল 
পড়েন দিনকাল 
ক্লিন্টন আসছেন সারাদেশে তোলপাড় 
জনতায় ছেয়ে গেছে শহর 
যুগান্তর 
আরে সময়ে অসময়ে অলিতে-গলিতে 
ঘোরা-ঘুরি করছে টোনাটুনি 
বাংলার বাণী 
মেয়ে দেখে শীষ দেয়ার অপরাধে এদিকে (২)
জননিরাপত্তা আইনে গ্রেফতার হয়েছে রবিন
মানবজমিন 

এ ভাই পেপার, ঘটেছে আজকে সব মজার মজার ব্যাপার 

আরে নয়াপল্টনে বিশ কেজি লবন গায়েব
মেরে দিয়েছে ভাই ইসহাক 
ইত্তেফাক 
মশার আতঙ্কে অস্থির সবাই 
ভয় হয় কখন ডেঙ্গুজ্বর 
পড়েন সমাচার 
আরে টাকার লোভে নিজের ছোট ভাইকে
খুন করেছে শিহাব 
ইনকিলাব 
শামসুর রহমানের বুকফাটা কবিতা
স্বাধীনতা তুমি মাতৃভূমি 

এ ভাই পেপার, ঘটেছে আজকে সব মজার মজার ব্যাপার 

দেশে রাজনীতি আজ তালগোল পাকিয়ে 
হয়ে গেছে মুড়িঘণ্ট 
মুক্তকণ্ঠ 
আরে নেতারা সবসময় যে কাজ করে হায় 
সে কাজ সবসময় ভাল 
প্রথম আলো 
সরকারি আমলারা সরকারি কোষ থেকে 
কত খেল জানাটা দরকার 
অবজারভার (২)

এ ভাই পেপার, ঘটেছে আজকে সব মজার মজার ব্যাপার 

বারবার লোডশেডিং বুঝিনা আমি
ঘুম তার হয়ে গেছে ফিউজ
পড়েন নিউজ
বাধা দিতে পারবেনা কেউ রুখতে পারবেনা 
ফুড়ে বেরুবেই মুন আর গীটার
ডেইলি স্টার 
আমার মত গায়কদের দুঃসময় যাচ্ছে 
নিচ্ছে কি কেউ কোন খোঁজ
ভোরের কাগজ 

এ ভাই পেপার, ঘটেছে আজকে সব মজার মজার ব্যাপার 


0 comments:

Post a Comment