Lyric BD71

It's all about lyrics

Wednesday, October 13, 2021

Kokhon Kibhabe Ekhane Ke Jane - Indalo (Lyric)

Song : Kokhon Kibhabe Ekhane Ke Jane

Band : Indalo





হৃদয়ে নেমেছে সন্ধ্যা

কাটে না তবু সময়

যা ছিল তবে কি সবই

ছলনা?

বলো না

বদলেছে পৃথিবী

পাল্টেছে সবই

আসা যাওয়ার স্রোতে

ভাসাই তোমায়

অজানায়

দূরে চলে গেছো আজ

আমিও আছি দূরে

জানি না কে কার হবে

জানি না আজ

কখন

কিভাবে

এখানে

কে জানে?

দুচোখে রেখেছি স্বপ্ন

স্বপ্ন জুড়ে তুমি

কেটে গেছে ভোর

তবুও কাটে না

এই ঘোর

ডুবে থাকি বিশ-এ

একুশের সকালে

আঙুলের ফাঁকে জমে সাদা ঘাস

অবিনাশ

তুমি ভুলে আছো তাই

আমিও থাকি ভুলে

জানি না কে কার হবে

জানি না আজ

কখন

কিভাবে

এখানে

কে জানে?

জানি না কিভাবে

এখানে কে জানে

কখন

কিভাবে

এখানে

কে জানে?

কে ছিলো কার কবে

কি মানে?

কে জানে?

Boyos Holo Amar (বয়স হল আমার) - Mahaan Fahim Ft. Bassbaba Sumon [Lyric]

Song : Boyos Holo Amar

Vocal, Lyrics & Tune : Bassbaba Sumon

Music produced by : Mahaan Fahim

Guitar : Mahaan Fahim



অনেক গুলো বছর পরে 

ঘরের ছাদ কে আকাশ ভেবে

রংচটা ওই সূর্য দেখে,  

বয়স হলো আমার 

বয়স হলো আমার। 


মাঝরাত্তিরে চাঁদের সাথে 

আকাশকুসুম চিন্তা ভিড়ে 

তেপান্তরে যাবো ভেবে,

বয়স হলো আমার 

বয়স হলো আমার।


হঠাৎ দেখি এই জীবনটা যে 

নতুন গানে মুচকি হাসে,

মুচকি হাসে, মুচকি হাসে।


অনেকদিনের অন্ধকারে 

স্বপ্ন গুলো হাতড়ে ফিরে,

জোছনায় পথ দেখবো ভেবে, 

বয়স হলো আমার 

বয়স হলো আমার।


অন্ধকারের পাগলামিতে 

নিথর হয়ে পড়ে থেকে

হঠাৎ আলোর ঝলকানিতে,

বয়স হল আমার 

বয়স হল আমার।  

 

হঠাৎ দেখি এই জীবনটা যে 

নতুন গানে মুচকি হাসে,

মুচকি হাসে, মুচকি হাসে।


Mombati (মোমবাতি) - Mohon Sharif [Lyric]

Song : Mombati (মোমবাতি) 

Singer : Mohon Sharif 




ফুল যে গাছে ধরে সেদিকে তাকিয়ে

বিশাল উচ্চতা ডিঙিয়ে লাফ দিয়ে বল ছিরে

আনো নাহলে যাব ছেড়ে

কোনো সারা ছাড়া দরজার হাতল চেপে

চট করে মুচড়ে দিয়ে আমাকে দেখে বল যাবে?

নাকি নিয়ে যাব "তাকে" সাথে?

খপ করে আমার ঘাড়টা ধরে

নিজের কাছে টেনে নিতে

কি বাধা হয়ে দাড়িয়েছে?

না দেখেশুনে কিছু জানিয়ে

নিজে আড়ালে লুকালে

আমাকে তুমি ডুবালে

আমি কার পিছে

নিজের জন্য যাব খেটে?

তোকে বলেছে যেতে কে?

অন্যের জন্য মোমবাতি পানিতে না দিয়ে শুকাতে

ভুল করে তুমি একটা দিশলা হাতে

চুলার আগুনটার কাছে যেতে গিয়ে গেলে পুড়ে

আমি না হলে জ্বলে যেতে

যত বাধা ছিল সবকটা ভেঙেচুরে

কট করে ভাগ্যের ওপরে পারা রেখে

বাক্সটাকেই পেলে চুলারই নাগালে

খপ করে লুফে নিয়ে আগুনে,

নিজে না শুধু সবকাঠিকেই

ধরিয়ে দিয়ে জ্বালালে

না ভেবে বুঝে তুমি নিজেকে

শরির থেকে ছুটালে

আমাকে তুমি ডুবালে

আমি কার পিছে

নিজের জন্য যাব খেটে?

তোকে বলেছে যেতে কে?

অন্যের জন্য মোমবাতি পানিতে না দিয়ে শুকাতে

Srotoshinni (স্রোতস্বিনী) - Encore [Lyric]

Srotoshinni (স্রোতস্বিনী) 

Band:  Encore



শ্রাবন ধারায় এত চেনা কি খুঁজে পাও

যা আমার মাঝে নেই এক বিন্দু পরিমাণ

আমার সরল রেখার চিন্তা ধারায়

আরারি করে দাগ কাট কেনো

নাকি কাঁদিয়ে আমাকে সেই

চোখের জল এই ভেজো

তৃষ্ণার্ত হৃদয় এ শুধু আমি মরিচিকার মত!


তবে তাই যদি হয় করি নাকো ভয়

জানি আঁধার রাত ঘনিয়ে হবে সূর্যোদয়

আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ

যারে নিরন্তর পাহারা দেয় এক কাটার বাগান!


পাহাড় চূড়ায় বেয়ে আকাশ তো ছুতে দেখিনি

স্রোতস্বিনীর হাওয়ায় পারি দাও সমুদ্দুর

আছড়ে পরে সে ঢেউ আমার বুকে দুরন্ত বেগে

নাকি কাঁদিয়ে আমাকে সেই চখের জল এই ভেজো

তৃষ্ণার্ত হৃদয় এ শুধু আমি মরিচিকার মত!


তবে তাই যদি হয় করি নাকো ভয়

জানি আঁধার রাত ঘনিয়ে হবে সূর্যোদয়

আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ

যারে নিরন্তর পাহারা দেয় এক কাটার বাগান!

Prostab (প্রস্তাব) - Odd Signature [Lyric]

Song : Prostab 

Vocals : Moontasir Rakib and Ahasan Tanvir Pial

Composition : Odd Signature

Lyrics and Tune : Moontasir Rakib




গুনে গুনে দেখি অবেলার স্বপ্নটায়

আঁকা ছিলো কত শত কবিতায়,

স্বপ্নের সেই কবিতার ছন্দতে

মিশে ছিলো তার হাসিমাখা ছবিটা,

যা আঁকা ছিলো অদ্ভুত রঙ তুলি

যা জমা থাকে আমার মনে মাঝে।

বর হয়ে আমি চড়ছি ঘোড়ায়, 

আড়ালে তুমি লুকিয়ে আছো বৌ সাজে।


আমার এই স্বপ্ন কি শুধু

স্বপ্ন হয়ে হাসাবে আমায়, 

তেমন সাহস নেই আমার 

তোমাকে কিভাবে প্রস্তাব জানাই। 

আমার এই স্বপ্ন কি শুধু

স্বপ্ন হয়ে হাসাবে আমায়, 

তেমন সাহস নেই আমার ..

ও ওও ..


সেই কল্পনায় আঁকা আল্পনায়

তোমায় নিয়ে ভাবা শত জল্পনায়,

তুমি আছো বলে বেঁচে আছে স্বপ্নটা

তোমায় নিয়ে লেখা এই কবিতা।

সেই কবিতার ছন্দটা তুমি

মিশে থাকা প্রতি অক্ষরে আমি,

জানা নেই কি হতে পারে শেষটা

নিশ্চুপ কবি বসে লিখছে কবিতায়। 


আমার এই স্বপ্ন কি শুধু

স্বপ্ন হয়ে হাসাবে আমায়, 

তেমন সাহস নেই আমার 

তোমাকে কিভাবে প্রস্তাব জানাই।

আমার এই স্বপ্ন কি শুধু

স্বপ্ন হয়ে হাসাবে আমায়, 

তেমন সাহস নেই আমার ..

ও ওও 

Morey Jak - Pritom Hasan (Lyric)

Song: Morey Jak

Music, Lyrics & Vocal: Pritom Hasan

Additional Female Voice: Natalia 




তুমি হাসলে যে ফোটে ফুল সবখানে

তাই তো আমি করি যে ভুল বারে বারে,

তুমি যেখানে সেখানে পাখিরা ডাকে,

সে পাখিরা কেউ তো চেনে না আমাকে,

যদি তুমি, জানতে চাও

কি চাই আমি পৃথিবীতে

রাখবে কি গোপন করে..?

না হয়ে অবাক..?


আমি তো চাই পৃথিবীর সবাই মরে যাক,

শুধু তোমার ফুল তোমার পাখিরা বেঁচে থাক,

আমি তো চাই পৃথিবীর সবাই মরে যাক

শুধু আমার ভুল তোমার হাসিরা বেঁচে থাক।


পলক বিহীন এ আয়নাতে চেয়ে থাক যদি

সে ভেঙ্গে যাবে, সে ভেঙ্গে যাবে

তোমার প্রিয় তারারো দল ভুলে গেছে আমাকে

অনেক আগে, অনেক আগে,

যদি তুমি জানতে চাও

কত ব্যাথা এ হৃদয়ে

শুনবে কি সময় নিয়ে..?

না করে রাগ..?


আমি তো চাই পৃথিবীর সবাই মরে যাক,

শুধু তোমার ফুল তোমার পাখিরা বেঁচে থাক,

আমি তো চাই পৃথিবীর সবাই মরে যাক,

শুধু আমার ভুল তোমার হাসিরা বেঁচে থাক।


Saturday, August 7, 2021

OPROKASHITO BHALOBASHA (অপ্রকাশিত ভালবাসা) - Official Lyric

 গানঃ অপ্রকাশিত ভালবাসা

Vocal : Abhi

Lyric, Tune & Composition : Abhi

Music Produced by : Studio September

Guitars : Mir Araf Hossain Zaivs

Drums : Mir Fahaddis Hossain Jehad



বৃষ্টি দেখে গান লিখেছি,

সে গান তোমায় শোনানো হয়নি।

কালো মেঘ দেখে ভেবেছি তোমার মন খারাপ,

কিন্তু মন ভালো করার কাব্য লিখিনি

আকাশের দিকে তাকিয়ে তোমায় ভেবেছি,

কিন্তু খোলা আকাশের নিচে তোমার নাম ধরে চিৎকার করিনি

Listen to the song on YOUTUBE 

শীতের সকালে যখন ঘুমটা ভাঙ্গে,

তোমার কথাই প্রথম ভেবেছি।

ঘুম ঘুম চোখে মোবাইলটা নিয়ে,

ফেসবুকে তোমার প্রোফাইল ঘেঁটেছি।

সার্চলিস্টের প্রথমে তুমি আছো,

কিন্তু ভালো যে বাসি অনেক সে কথাটা বলা হয়নি

Listen to the song on YOUTUBE 

বসন্ত যখন এলো ,

সোনালী রঙের শাড়িতে তোমায় দেখেছি।

কপালের ছোট্ট কালো টিপ দেখে,

জ্ঞান হারাতে হারাতে নিজেকে সামলেছি

দূর থেকে তোমাকে দেখেছি,

তবু বলিনি ভালোবাসি

Listen to the song on YOUTUBE 

তবে হটাত ইচ্ছে জাগে মনে, বলে দেই সব,

তবু মনে জাগে এক ভয় ,

যদি আসে আজানা ঝড় ,

তাই ঝড়ের পূর্বাভাসে, মনের জানালা করে বন্ধ

বন্দী সব কথাগুলো আজ

অপ্রকাশিত ভালবাসা ...


Thursday, February 25, 2021

Iccher Akash by The Tree (Official Lyric)

Song: Iccher Akash
Band: The Tree



Listen on YouTube

ইচ্ছের আকাশে এলোমেলো স্বপ্নেরা
ফিরে যাওয়ার আশায় মাতে
নেশার মত অবশ তুমি
আমার ভেতর জেগে থাকো
অথবা রাত আর নীল আলোয়
লিখে যাওয়া গান তোমার মাঝেই হারায়
বেঁচে থাকার মানে খুঁজে ফিরি
তুমি আর তোমার চোখে
যতই লিখি তোমার প্রলাপ শুধু
আমি জাগি একই ভাবে
অথবা রাত আর নীল আলোয়
লিখে যাওয়া গান তোমার মাঝেই হারায়
জানিনা আর তোমার মত তুমি
ফিরে দেখো অবিরাম

Sunday, February 14, 2021

Jodi (যদি) by Viking - Official Music Video and Lyric


Viking a newly formed Bangladeshi Band released their second song titled as "Jodi (যদি)" on this Valentines. This is such nice song. Hope all of you will like this. Please see below link to listed their song in their official YouTube channel. 


Listen on YOUTUBE


 


Lyric

এবার যদি দেখা হয়, জানি রাতজাগা চোখ লুকোবে... আবার যদি হাঁটা হয়, তুমি কি আঙ্গুল-আঙ্গুল ছোঁয়াবে ? যদি জমে জল, দুচোখ মুছে বল,"এতদিন কেমন ছিলে ?" এবার যদি দেখা হয়, জানি কথা এ পথ হারাবে... আবার যদি বাসা হয়, ভালোটা তুমিই নাহয় জোড়ালে ! যদি মনে হয়, এভাবে শেষ নয়... বলোনা কিভাবে ছিলে ? একবার যদি দাঁড়াতে, বাড়াতো পা তোমায় থামাতে ! একবার যদি মানাতে, আমিও থেমে যেতাম নীরবে... আবার যদি দেখা হয়... স্মৃতিকাটা ঘরে আজ যত ধূলোয় মিশে, কতবার..কতবার ! আমি তোমাকে ছুঁই... জমে-পুড়ে-ছিঁড়ে আজ শত বিষাদ শেষে, কারণে-অকারণে আমি তোমারই রই ! যদি জমে জল, দুচোখ মুছে বল,"কিভাবে এভাবে ছিলে ?" একবার যদি দাঁড়াতে, বাড়াতো পা তোমায় থামাতে ! একবার যদি মানাতে, আমিও থেমে যেতাম... একবার যদি দাঁড়াতে, বাড়াতো পা তোমায় থামাতে ! একবার যদি মানাতে, আমিও থেমে যেতাম নীরবে... ভালোবাসি যারে........



Bhoboghure (ভবঘুরে) - Popeye (Official Lyric)

Bhoboghure (ভবঘুরে)

Lyrics & Tune By: Popeye

Guitars By: Farman Mehdi

Music By: Promito Rahman

Mixing and Mastering By: Talat Minhaz

Listen on YOUTUBE


ভাসছে হাওয়ায় অনিয়ত জীবন দিগন্ত দিকহীন

না বুঝেই কোথাও বাস্তব মিশে আকাশেতে নীল

পথেরা কোথায় এঁকেবেঁকে ছুটে অজানায় ঢিল

বেখেয়াল হারায় কল্পনায় করে কিছু মিছে মিল

উদাস ভারী মন কাটে সারাবেলা করে অবহেলাই,

মানে নাতো বারণ দেখে নাতো কারণ শুভ সচেতনতায়


পোষে না মন নিয়মে, পাড়ি জমে চোখ যে দিকেই চায়

ডানা জোড়া নেইতো কি সাথে? জানো না ভবঘুরেরা উড়ে খালি পায়


হয়তো না কিছু সাবধানতায়, যা ঘটার তো রটায়

হোক দেখি ক্ষতি, লাগাবো না গায়ে জানি জীবন তো যায়

শিখেছি যদি সময়ই অপচয় বাঁচা বিরহ ব্যথায়

বন্ধ দুচোখে অন্ধ অজানায় ঝাঁপানো দেখা কি হয়

বড়ই বিরক্ত চতুর্পাশে সত্য যা ভেতর খোঁচায়

সবই আগুনে জ্বলুক হয়ে ছাই উড়ুক আপনতো কিছু নাই...


শেকল ভেঙে যা বেঁধে, হেঁটে চলা পিছু না তাকায়

ডানা জোড়া নেইতো কি তাতে, যত না ভবঘুরেরা উড়ে পায়ে পায়ে


এ পথ ও পথে, হাওয়ায় মেখে, শূন্য আকাশে তেড়ে

অন্য ভাবনায় ধুলো ঘাসই পায়ে

ভবঘুরে, ভবঘুরে...

Wednesday, January 6, 2021

Arannay Rodon (অরণ্যে রোদন ) - Abhi (Official Lyric)

                               

গানঃ অরণ্যে রোদন (Arannay Rodon)
লিরিকঃ অভি (Abhi)


কেন যে একাকী বসে থাকি? কারনে অকারনে তোমায় ভাবি? তুমিতো বোঝনি আমারি নীরবতা, তুমিতো বোঝনি আমারি ভালোবাসা। আজো আমি রয়েছি তোমারি পথ চেয়ে। জানালার ধারে বসে তোমারি আশাতে। তুমিতো আসনি সে পথের-ই তরে, সময় কাটে আজ একাকী অবসরে। মেয়ে তুমি ফিরে এসো হৃদয়ে, দিনে রাতে অথবা সময়ের অগোচরে। তোমারি কারনে আজ আমার এই অবস্থান, তোমারি আশায় আজ আমার এই অবসান। তুমিতো বোঝনি আমারি নীরবতা, তুমিতো বোঝনি আমারি ভালোবাসা।