Wednesday, October 13, 2021

Prostab (প্রস্তাব) - Odd Signature [Lyric]

Song : Prostab 

Vocals : Moontasir Rakib and Ahasan Tanvir Pial

Composition : Odd Signature

Lyrics and Tune : Moontasir Rakib




গুনে গুনে দেখি অবেলার স্বপ্নটায়

আঁকা ছিলো কত শত কবিতায়,

স্বপ্নের সেই কবিতার ছন্দতে

মিশে ছিলো তার হাসিমাখা ছবিটা,

যা আঁকা ছিলো অদ্ভুত রঙ তুলি

যা জমা থাকে আমার মনে মাঝে।

বর হয়ে আমি চড়ছি ঘোড়ায়, 

আড়ালে তুমি লুকিয়ে আছো বৌ সাজে।


আমার এই স্বপ্ন কি শুধু

স্বপ্ন হয়ে হাসাবে আমায়, 

তেমন সাহস নেই আমার 

তোমাকে কিভাবে প্রস্তাব জানাই। 

আমার এই স্বপ্ন কি শুধু

স্বপ্ন হয়ে হাসাবে আমায়, 

তেমন সাহস নেই আমার ..

ও ওও ..


সেই কল্পনায় আঁকা আল্পনায়

তোমায় নিয়ে ভাবা শত জল্পনায়,

তুমি আছো বলে বেঁচে আছে স্বপ্নটা

তোমায় নিয়ে লেখা এই কবিতা।

সেই কবিতার ছন্দটা তুমি

মিশে থাকা প্রতি অক্ষরে আমি,

জানা নেই কি হতে পারে শেষটা

নিশ্চুপ কবি বসে লিখছে কবিতায়। 


আমার এই স্বপ্ন কি শুধু

স্বপ্ন হয়ে হাসাবে আমায়, 

তেমন সাহস নেই আমার 

তোমাকে কিভাবে প্রস্তাব জানাই।

আমার এই স্বপ্ন কি শুধু

স্বপ্ন হয়ে হাসাবে আমায়, 

তেমন সাহস নেই আমার ..

ও ওও 

0 comments:

Post a Comment