Song: Morey Jak
Music, Lyrics & Vocal: Pritom Hasan
Additional Female Voice: Natalia
তুমি হাসলে যে ফোটে ফুল সবখানে
তাই তো আমি করি যে ভুল বারে বারে,
তুমি যেখানে সেখানে পাখিরা ডাকে,
সে পাখিরা কেউ তো চেনে না আমাকে,
যদি তুমি, জানতে চাও
কি চাই আমি পৃথিবীতে
রাখবে কি গোপন করে..?
না হয়ে অবাক..?
আমি তো চাই পৃথিবীর সবাই মরে যাক,
শুধু তোমার ফুল তোমার পাখিরা বেঁচে থাক,
আমি তো চাই পৃথিবীর সবাই মরে যাক
শুধু আমার ভুল তোমার হাসিরা বেঁচে থাক।
পলক বিহীন এ আয়নাতে চেয়ে থাক যদি
সে ভেঙ্গে যাবে, সে ভেঙ্গে যাবে
তোমার প্রিয় তারারো দল ভুলে গেছে আমাকে
অনেক আগে, অনেক আগে,
যদি তুমি জানতে চাও
কত ব্যাথা এ হৃদয়ে
শুনবে কি সময় নিয়ে..?
না করে রাগ..?
আমি তো চাই পৃথিবীর সবাই মরে যাক,
শুধু তোমার ফুল তোমার পাখিরা বেঁচে থাক,
আমি তো চাই পৃথিবীর সবাই মরে যাক,
শুধু আমার ভুল তোমার হাসিরা বেঁচে থাক।
0 comments:
Post a Comment