Saturday, August 7, 2021

OPROKASHITO BHALOBASHA (অপ্রকাশিত ভালবাসা) - Official Lyric

 গানঃ অপ্রকাশিত ভালবাসা

Vocal : Abhi

Lyric, Tune & Composition : Abhi

Music Produced by : Studio September

Guitars : Mir Araf Hossain Zaivs

Drums : Mir Fahaddis Hossain Jehad



বৃষ্টি দেখে গান লিখেছি,

সে গান তোমায় শোনানো হয়নি।

কালো মেঘ দেখে ভেবেছি তোমার মন খারাপ,

কিন্তু মন ভালো করার কাব্য লিখিনি

আকাশের দিকে তাকিয়ে তোমায় ভেবেছি,

কিন্তু খোলা আকাশের নিচে তোমার নাম ধরে চিৎকার করিনি

Listen to the song on YOUTUBE 

শীতের সকালে যখন ঘুমটা ভাঙ্গে,

তোমার কথাই প্রথম ভেবেছি।

ঘুম ঘুম চোখে মোবাইলটা নিয়ে,

ফেসবুকে তোমার প্রোফাইল ঘেঁটেছি।

সার্চলিস্টের প্রথমে তুমি আছো,

কিন্তু ভালো যে বাসি অনেক সে কথাটা বলা হয়নি

Listen to the song on YOUTUBE 

বসন্ত যখন এলো ,

সোনালী রঙের শাড়িতে তোমায় দেখেছি।

কপালের ছোট্ট কালো টিপ দেখে,

জ্ঞান হারাতে হারাতে নিজেকে সামলেছি

দূর থেকে তোমাকে দেখেছি,

তবু বলিনি ভালোবাসি

Listen to the song on YOUTUBE 

তবে হটাত ইচ্ছে জাগে মনে, বলে দেই সব,

তবু মনে জাগে এক ভয় ,

যদি আসে আজানা ঝড় ,

তাই ঝড়ের পূর্বাভাসে, মনের জানালা করে বন্ধ

বন্দী সব কথাগুলো আজ

অপ্রকাশিত ভালবাসা ...


0 comments:

Post a Comment