Song: Iccher Akash
Band: The Tree
ইচ্ছের আকাশে এলোমেলো স্বপ্নেরা
ফিরে যাওয়ার আশায় মাতে
নেশার মত অবশ তুমি
আমার ভেতর জেগে থাকো
ফিরে যাওয়ার আশায় মাতে
নেশার মত অবশ তুমি
আমার ভেতর জেগে থাকো
অথবা রাত আর নীল আলোয়
লিখে যাওয়া গান তোমার মাঝেই হারায়
লিখে যাওয়া গান তোমার মাঝেই হারায়
বেঁচে থাকার মানে খুঁজে ফিরি
তুমি আর তোমার চোখে
যতই লিখি তোমার প্রলাপ শুধু
আমি জাগি একই ভাবে
তুমি আর তোমার চোখে
যতই লিখি তোমার প্রলাপ শুধু
আমি জাগি একই ভাবে
অথবা রাত আর নীল আলোয়
লিখে যাওয়া গান তোমার মাঝেই হারায়
লিখে যাওয়া গান তোমার মাঝেই হারায়
জানিনা আর তোমার মত তুমি
ফিরে দেখো অবিরাম
ফিরে দেখো অবিরাম
0 comments:
Post a Comment