Lyric BD71

It's all about lyrics

Monday, December 19, 2016

Balika by Pritom Ahmed

গানঃ বালিকা
শিল্পীঃ প্রীতম আহমেদ

বালিকা তোমার প্রেমের পদ্ম দিওনা এমন জনকে,
যে ফুলে ফুলে উড়ে মধু পান করে অবশেষে ভাঙ্গে মনকে,
একটা হৃদয় বারবার নয়,একবারই প্রেমে পড়ে
সে হৃদয়ের সুখ লুট হয় নিঠুর মন ঝড়ে।
হও হুশিয়ার,মনের দুয়ার নজর রাখো খুব,
চোখের ফাঁকিতে,ঠোঁটের হাসিতে হয়ো না উত্সুেক।
বালিকা. . . . . . .উড়ে যাবে সব সুখ।

তোমার দিকে বাড়াবে সবাই ভালোবাসার হাত,
কারণ তোমার কাছে আছে প্রেমের প্রপাত।
তোমার জন্য হাবা ছেলেও যেতে চাবে যুদ্ধে,
আসলে কিন্তু মা বকলেই তোমায় ভুলবে।
তোমার জন্য যুদ্ধ ঘোষণা করবে পাড়াতো ভাই,
প্রেম হয়ে গেলে কিছুদিন পর দেখবে ভাই আর নাই।
কতই শুনবে তোমার জন্য পারবে দিতেও প্রাণ,
কেউবা আবার তোমায় নিয়ে লিখবে কবিতা গান।
সব আয়োজন আসলে ওই তোমার প্রেমের জন্য,
তুমি ভেবে দেখো করবে কার জীবনটা ধন্য।
নইলে . . . . .উড়ে যাবে সব সুখ।

তোমার জন্য হাউস টিউটর অংকে করবে ভুল,
পড়া বাদ দিয়ে প্রেমের হিসেব কষবে নির্ভুল।
তোমার জন্য ক্লাস ফাঁকি দিয়ে সেরা ছাত্রটাও,
যত্ন করে মালা গেঁথে বলবে জান নাও।
তোমাকে খাওয়াতে সন্ধ্যা রাতে চাইনিজে চাউমিন,
বাবার পকেট মারবে লক্ষী ছেলেটা প্রতিদিন।
তোমার প্রেমে হাবুডুবু খেয়ে বুড়ো হাবড়াটাও,
লজ্জা শরম ভুলে গিয়ে বলবে love you.
তোমাকে তুমি সামলে রেখো
তোমার মতো করে,
সস্তা প্রেমের ধোঁকায় নয়তো কাঁদবে বালিশ ধরে,
বালিকা . . . .উড়ে যাবে সব সুখ।

Wednesday, October 26, 2016

Nil Dhoa by BORDER (Lyric)



গানঃ নীল ধোঁয়া (Nil Dhoa) 
ব্যান্ডঃ বর্ডার (Border)

নীল ধোঁয়া উড়ে যায়, সাদা দেয়ালের গায় 
তার ছায়া ভেসে যায় এখনো
সাদা মেঘ উড়ে যায়, নীল আকাশের পানে চেয়ে 
আমি ভাবতে পারিনি তোমাকে।
জোছনা মিশে যায়, আঁধারের ইশারায়
প্রার্থনা খুজে যায় আলোকে
স্বপ্নেরা মুছে যায়, পরাজয়ের গান গেয়ে 
আমি ভাবতে পারিনি তোমাকে 
সময় ছুটে চলে, আমি ভাবতে পারিনি তোমাকে 
স্মৃতির বুকে কান্না নিয়ে সপ্ন দেখে যায় নীরবে 

হারানো সে ক্ষণ গুলো জানি ফিরে আসে বারেবার 
সাদাকালো আর নীলের মাঝে মিশে থাকে হাহাকার 
সইতে পারেনা মেঘ তাই বৃষ্টি হয়ে ঝড়ে 
মেঘেদের কান্নাতে নীলাকাশের পানে চেয়ে 
আমি ভাবতে পারিনি তোমাকে 
সময় ছুটে চলে, আমি ভাবতে পারিনি তোমাকে 
স্মৃতির বুকে কান্না নিয়ে সপ্ন দেখে যায় নীরবে ...


Monday, May 9, 2016

Nostalgia by VIBE (Lyric)

শিরোনামঃ নষ্টালজিয়া
কন্ঠঃ শুদ্ধ ফুয়াদ সাদি
ব্যান্ডঃ ভাইব
অ্যালবামঃ চেনা জগৎ




কবে যাবো ফিরে, কবে যাবো ফিরে
কবে যাবো ফিরে
বুড়িগঙ্গার তীরে আমার শীতলক্ষ্যার তীরে
সাতার কেটে করবো গোসল


ঘোলা ঘোলা নীরে

বাউন্ডুলে হয়ে ঘুরতাম
কবে যাবো ফিরে, কবে যাবো ফিরে

চকের থেকে বাড্ডা
পোয়া মোয়া হায় ঝালমুড়ি
সংসদ মাঠ আর রমনা পার্কে
দিতাম কত আড্ডা(২)
হুম…এখনোতো রোজ সকালে
ফুচকা পেয়াজু, ডালপুরী
আজও জিভে জল আসে যে
কবে যাবো ফিরে, কবে যাবো ফিরে
সেসব স্মৃতি ঘিরে।

লাল সুরুজটা ওঠে
আমরা নাই তবও সাঝে
আমরা নাই তবও সাঝে
হাসনাহেনা ফুটে
লাল সুরুজটা ওঠে
এখনোতো রোজ সকালে হাসনাহেনা ফুটে
কবে যাবো ফিরে , কবে যাবো ফিরে
তোমরা সবাই সূর্য দেখো
জুই কামিনীর গন্ধ শোকো(২)
মায়ের শুধু চোখের কোন্‌টা ভিজে উঠে ধীরে
দিনকাটে তার অনেক দুখে তবু জড়াইয়া বুকে
আমার বাংলাদেশের মাটি আমি ভালোবাসি এই মাটির মানুষের মুখে পরাণখোলা হাসি (২) দিনকাটে তার অনেক দুখে তবু জড়াইয়া বুকে
সাতার কেটে করবো গোসল
পরাণখুলে গাও দেখি ভাই শুনবো ধীরে ধীরে কবে যাবো ফিরে, কবে যাবো ফিরে কবে যাবো ফিরে বুড়িগঙ্গার তীরে আমার শীতলক্ষ্যার তীরে
কবে যাবো ফিরে, কবে যাবো ফিরে
ঘোলা ঘোলা নীরে
কবে যাবো ফিরে, কবে যাবো ফিরে

Friday, March 4, 2016

Tate Ki Ba Ashe Jay by JEWEL (Song. Lyric and Guitar Chords)

গানঃ তাতে কি বা আসে যায়
শিল্পীঃ হাসান আবিদুর রেজা জুয়েল


ধর কোন সকাল বেলা কোন অলস দুপুরে
অথবা মধ্যরাতে কিনবা কাজের ভিড়ে

ধর কোন সকাল বেলা কোন অলস দুপুরে
অথবা মধ্যরাতে ব্যস্ত কাজের ভিড়ে

বলিনি কতটা ভালবাসি
ধরিনি হাত টা তোমার
তাতে কি বা আসে যায়

সেই খুনসুটি অথবা অভিমানে
বৃষ্টিদিন কিনবা সূর্যস্নানে
অপেক্ষায় তারপর অভিসারে
লোকালয়ে কিনবা চুপিসারে

বলেছি শতবার ভালবাসি
ছুঁয়েছি উষ্ণতা তোমার
এখনো তা ছুয়ে যায়

এখনো সকাল বেলা এখনো দুপুরে
এখনো মধ্যরাতে এখনো কাজের ভিড়ে

খুজে পায় তোমাকে আমার মাঝে
হয়না তা মুখ ফুটে বলা
তাতে কি বা আসে যায় ...

Tuesday, January 19, 2016

"Chera Akash" by ARTCELL (Lyric)

Song: Chera Akash
Band: Artcell

চেরা আকাশ
ছায়ার বর্ণমালা আলোর কাছাকাছি আসে
আলোর রুদ্ধ আকাশ আঁকে মৃত্যু শুন্যতায়
একা একা তবু দুরের দুরত্ব ভেঙ্গে
সকল স্মৃতির চেরা মেঘ থাকে
ছায়ায় আঁকা স্মৃতির ঘরে
ভয়ের মতন অন্ধকারে
আলোয় আঁকা রুদ্ধ আকাশ
মৃত্যু একে রাখে
তবু ঘড়ির বন্ধ সময়
শরৎ খোজে নিল আকাশে
স্মৃতির পায়ে শেকল বেধে
সময় দাড়ায় শরীর ঘেষে
সরব শব্দ সুরে অরব শুন্যতা ভাঙ্গে
মানুষ মুখোশ ত্রিমাত্রিক বোধে ছায়ার সারথী গড়ে
সবুজ পৃথিবীর হাজার শহর শেষে
একা মানব মুখোশ বেছে থাকে
ছায়ায় আঁকা স্মৃতির ঘরে
ভয়ের মতন অন্ধকারে
আলোয় আঁকা রুদ্ধ আকাশ
মৃত্যু একে রাখে
তবু ঘড়ির বন্ধ সময়
শরৎ খোজে নিল আকাশে
স্মৃতির পায়ে শেকল বেধে
সময় দাড়ায় শরীর ঘেষে
নিমর ভাবনার পাথর ঘরে
যুদ্ধ আসে যুদ্ধ আসে
মানুষ মুখোশ অগোচরে
আলো দিয়ে ছায়া আঁকে
ছায়ার বর্ণমালা ছায়ার কোরাস এ
যুদ্ধ আসে যুদ্ধ আসে
কাটাতারে চেরা আকাশ বিধে আছে
স্বপ্ন জুড়ে কে মৃত্যু একে রাখে ? .....

"Dukkho Bilash" by ARTCELL (lyrics)

Song: Dukkho Bilash
Band: Artcell

তোমরা কেউ কি দিতে পারো
প্রেমিকার ভালোবাসা
দেবে কি কেউ জীবনে উষ্ণতার
সত্য আশা
ভালোবাসার আগে নিজেকে নিও বাঁচিয়ে
আমার মনের মত নিও সাজিয়ে
আমি বড় অসহায় অন্যপথে
একটি নাটকই দেখি মহ্কালের মঞ্চে
ও আমায় ভালোবাসেনি
অসীম এ ভালোবাসা ও বোঝেনি
ও আমায় ভালোবাসেনি
অতল এ ভালোবাসা তলিয়ে দেখেনি
তোমরা কেউ কি করবে
আমার জন্য অপেক্ষা
ভালোবাসবে শুধুই আমায়
করবে প্রতিজ্ঞা
ভালোবাসার আগে নিজেকে নিও বাঁচিয়ে
আমার মনের মত নিও সাজিয়ে
আমি বড় অসহায় অন্যপথে
একটি নাটকই দেখি মহাকালের মঞ্চে
ও আমায় ভালোবাসেনি
অসীম এ ভালোবাসা ও বোঝেনি
ও আমায় ভালোবাসেনি
অতল এ ভালোবাসা তলিয়ে দেখেনি
এতো ভিড়েও আজো আমি একা
মনে শুধু যে শূন্যতা
আঁধারে যতো ছড়াই আলো
সবই আঁধারে মেলায়
ও যে কোথায় হারালো
ব্যাথা কাকে যে শুধাই

Thursday, January 14, 2016

Jaalo Agun Jaalo by Arbovirus (Lyric)

Song: Jaalo Agun Jaalo
Band: Arbovirus

আমাদের যেন কিছুই যায়না ছুঁয়ে
প্রতিবাদগুলো লেপ্টে থাকে দেয়ালে
হয়ত মেনে নিয়েছি যা বলে সবাই
কিছুই আর বদলাবেনা
ভয় না কর মাথা নত না কর
জাগো সবাই এক সাথে জাগো
বল সবাই একসাথে বল
আর মানবোনা তোমাদের.
শুধুই একজন প্রয়োজন ভাঙ্গতে এই আবরণ
আরও একটি আলোড়ন বদলাতে পারে সব
জ্বালো আগুন জ্বালো
জ্বালো আগুন জ্বালো.

শুভেচ্ছা চে তুমি আজ ঠাই পেয়েছো যিশুর পাশে
আরো একটি বিজ্ঞাপনের মত কিশোরের চোখ ধাধানো টি শার্ট এ
শুভেচ্ছা পিতা তুমি কাঠ গড়ায়
মানচিত্র ব্যবচ্ছেদের দায় এ
শুভেচ্ছা নুর হোসেন তুমি আজ বিস্মৃত বুলেট এ
ভয় না কর মাথা নত না কর
জাগো সবাই এক সাথে জাগো
বল সবাই একসাথে বল
আর মানবোনা তোমাদের.
শুধুই একজন প্রয়োজন ভাঙ্গতে এই আবরণ
আরও একটি আলোড়ন বদলাতে পারে সব
জ্বালো আগুন জ্বালো
জ্বালো আগুন জ্বালো

আমাদের যেন কিছুই যায়না ছুঁয়ে…
জ্বালো আগুন জ্বালো- যেন সব কিছু হয়ে যায় ছাই
জ্বালো আগুন জ্বালো- যেন সব গ্লানি ধুয়ে মুছে যায়
জ্বালো আগুন জ্বালো- অতীত যেন কেউ ভুলে না যাই
জ্বালো আগুন জ্বালো- আমাদের যেন সব ছুঁয়ে যায়...

AW by Arbovirus (Lyric)

Song: AW
Band: Arbovirus

সত্য যদি নিতে না পারো
তবে কেন জানতে চাও
সব সত্যের আছে অনেক মুখোশ
কোনটা নেবে বেছে নাও
এ যেন একই ঘরের একই দরজায়
অনেক পথের খোঁজ
জানালায় অনেক মানুষের মাঝে
নিজেকে দেখো রোজ
আমাদের এই চিরচেনা পৃথিবী
নিজেদের ভেতরের আরেক প্রতিচ্ছবি

কোনো কিছু নয় যে সাদা
কোনো কিছু নয় কালো
সব কিছুর মাঝে আছেআঁশটে কিছু আলো
সেই আলোতে তুমি খুঁজতে পারো
তোমার বিশ্বাস যা দেখার
সব গল্পের আছে অনেক শেষ
একটা তোমার একটা আমার
আমাদের এই চিরচেনা পৃথিবী
নিজেদের ভেতরের আরেক প্রতিচ্ছবি
যা দেখি যা বুঝি যা শুনি
যা অনুভবে… সবই …
সবই বদলে যাবে – তোমার সাথে

#Get_Infected 

Tuesday, January 5, 2016

Ek cup cha by Niaz Kamran Abir

গানঃ এক কাপ চা
গায়কঃ নিয়াজ কামরান আবির 
এক কাপ চা, একটি সিগারেট হাতে
দাড়িয়ে তোমার বাসার সামনে 
এক পলক দেখব বলে তোমাকে
দাড়িয়ে তোমার বাসার সামনে 

বারান্দাতে বসে বসে একটু একটু করে
উকি দিয়ে দেখ আমায় আপন মনে করে
এক টুকরো চিরকুটের ভেতর লেখা সে গল্প 
তুমি আমি হারিয়ে যাব ভালাবাসার সাগরে 

রাতের আধার তোমায় ভেবে নির্ঘুম সারা রাত্রি 
শেষ রাতেও ঘুম চোখেও তোমার ছবি আকি 
সেই ছবিতে আমি রোমিও তুমি আমার জুলিয়েট 
কাছাকাছি এসে মিঠেমিঠি করে ভালবাসবই বলে 

এক কাপ চা, একটি সিগারেট হাতে
দাড়িয়ে তোমার বাসার সামনে 
এক পলক দেখব বলে তোমাকে
দাড়িয়ে তোমার বাসার সামনে