Monday, December 19, 2016

Balika by Pritom Ahmed

গানঃ বালিকা
শিল্পীঃ প্রীতম আহমেদ

বালিকা তোমার প্রেমের পদ্ম দিওনা এমন জনকে,
যে ফুলে ফুলে উড়ে মধু পান করে অবশেষে ভাঙ্গে মনকে,
একটা হৃদয় বারবার নয়,একবারই প্রেমে পড়ে
সে হৃদয়ের সুখ লুট হয় নিঠুর মন ঝড়ে।
হও হুশিয়ার,মনের দুয়ার নজর রাখো খুব,
চোখের ফাঁকিতে,ঠোঁটের হাসিতে হয়ো না উত্সুেক।
বালিকা. . . . . . .উড়ে যাবে সব সুখ।

তোমার দিকে বাড়াবে সবাই ভালোবাসার হাত,
কারণ তোমার কাছে আছে প্রেমের প্রপাত।
তোমার জন্য হাবা ছেলেও যেতে চাবে যুদ্ধে,
আসলে কিন্তু মা বকলেই তোমায় ভুলবে।
তোমার জন্য যুদ্ধ ঘোষণা করবে পাড়াতো ভাই,
প্রেম হয়ে গেলে কিছুদিন পর দেখবে ভাই আর নাই।
কতই শুনবে তোমার জন্য পারবে দিতেও প্রাণ,
কেউবা আবার তোমায় নিয়ে লিখবে কবিতা গান।
সব আয়োজন আসলে ওই তোমার প্রেমের জন্য,
তুমি ভেবে দেখো করবে কার জীবনটা ধন্য।
নইলে . . . . .উড়ে যাবে সব সুখ।

তোমার জন্য হাউস টিউটর অংকে করবে ভুল,
পড়া বাদ দিয়ে প্রেমের হিসেব কষবে নির্ভুল।
তোমার জন্য ক্লাস ফাঁকি দিয়ে সেরা ছাত্রটাও,
যত্ন করে মালা গেঁথে বলবে জান নাও।
তোমাকে খাওয়াতে সন্ধ্যা রাতে চাইনিজে চাউমিন,
বাবার পকেট মারবে লক্ষী ছেলেটা প্রতিদিন।
তোমার প্রেমে হাবুডুবু খেয়ে বুড়ো হাবড়াটাও,
লজ্জা শরম ভুলে গিয়ে বলবে love you.
তোমাকে তুমি সামলে রেখো
তোমার মতো করে,
সস্তা প্রেমের ধোঁকায় নয়তো কাঁদবে বালিশ ধরে,
বালিকা . . . .উড়ে যাবে সব সুখ।

0 comments:

Post a Comment