Viking a newly formed Bangladeshi Band released their second song titled as "Jodi (যদি)" on this Valentines. This is such nice song. Hope all of you will like this. Please see below link to listed their song in their official YouTube channel.
Lyric
এবার যদি দেখা হয়, জানি রাতজাগা চোখ লুকোবে... আবার যদি হাঁটা হয়, তুমি কি আঙ্গুল-আঙ্গুল ছোঁয়াবে ? যদি জমে জল, দুচোখ মুছে বল,"এতদিন কেমন ছিলে ?" এবার যদি দেখা হয়, জানি কথা এ পথ হারাবে... আবার যদি বাসা হয়, ভালোটা তুমিই নাহয় জোড়ালে ! যদি মনে হয়, এভাবে শেষ নয়... বলোনা কিভাবে ছিলে ? একবার যদি দাঁড়াতে, বাড়াতো পা তোমায় থামাতে ! একবার যদি মানাতে, আমিও থেমে যেতাম নীরবে... আবার যদি দেখা হয়... স্মৃতিকাটা ঘরে আজ যত ধূলোয় মিশে, কতবার..কতবার ! আমি তোমাকে ছুঁই... জমে-পুড়ে-ছিঁড়ে আজ শত বিষাদ শেষে, কারণে-অকারণে আমি তোমারই রই ! যদি জমে জল, দুচোখ মুছে বল,"কিভাবে এভাবে ছিলে ?" একবার যদি দাঁড়াতে, বাড়াতো পা তোমায় থামাতে ! একবার যদি মানাতে, আমিও থেমে যেতাম... একবার যদি দাঁড়াতে, বাড়াতো পা তোমায় থামাতে ! একবার যদি মানাতে, আমিও থেমে যেতাম নীরবে... ভালোবাসি যারে........
This comment has been removed by the author.
ReplyDeleteEncore - Neelanjana lyrics
ReplyDeleteoshomapto lyrics - Artcell