গানঃ ভাল থেকো
কথা,সুর কণ্ঠ ও সঙ্গীত : প্রীতম আহমেদ
এ্যালবাম : ভাল থেকো
প্রকাশ : ২০১২
শুনেছি তুমি বদলে গেছো আগের মতো নেই
আমিও মেনে নিয়েছি আমার দুর্ভাগ্যকেই
এখন আমি হাসতে জানি বাঁচতে শিখি রোজ
চাওনা তুমি তাইতো নেইনা তোমার খবর খোঁজ
তবু আমার কথা পড়লে মনে সন্ধ্যা তারা দেখো
আমি আগুন বুকে ভালো আছি তুমিও ভালো থেকো
তোমার আমার প্রেমে ছিলো তুমুল বোঝাবুঝি
আজো মাঝরাতে সৃতির চাদরে তোমার স্পর্শ খুঁজি।।
ভালোবাসার উষ্ণতাটা আগুন হয়ে গেলো
তুমি আমি দুজন মিলেই হলাম এলোমেলো
তবু আমার কথা পড়লে মনে সন্ধ্যা তারা দেখো
আমি আগুন বুকে ভালো আছি তুমিও ভালো থেকো
একজীবনের ভালোবাসা দিয়ে গেলো ফাঁকি
উড়ে গেলো খুব আদরের পোষ মানানো পাখি।।
হয়তো বেশি চেয়েছি বলেই সব হারিয়ে গেলো
তুমি আমি দুজন মিলেই হলাম এলোমেলো
তবু আমার কথা পড়লে মনে সন্ধ্যা তারা দেখো
আমি আগুন বুকে ভালো আছি তুমিও ভালো থেকো....
0 comments:
Post a Comment