Lyric BD71

It's all about lyrics

Monday, January 31, 2022

Egiye Nao (এগিয়ে নাও) - Nemesis [Lyric]

Song: Egiye Nao (এগিয়ে নাও)

Artist/Band: Nemesis 



রঙ্গিন ধুলোর খেলাতে

আমার স্বপ্ন সব রয়েছে

তারাদের হাসি দেখে

মনে পরে তোমাকে


ছড়িয়ে দাও অন্ধকারে আলো

এগিয়ে নাও

ছড়িয়ে দাও অন্ধকারে আলো

এগিয়ে নাও


চার দেয়ালের মাঝে

আমার স্বপ্ন আমার হাতে

মেঘের গান এরই ভিড়ে

চেয়ে দেখি তোমাকে


ছড়িয়ে দাও অন্ধকারে আলো

এগিয়ে নাও

ভুলে যাও হারানো কথাগুলো

এগিয়ে নাও


আমার স্বপ্নগুলো

তুমি কি কখনো ভুলো

তোমারই প্রতিদিনের খেলাতে

সবকিছু পাব খুঁজে


ছড়িয়ে দাও অন্ধকারে আলো

এগিয়ে নাও পিছিয়ে থাকা কেন

ভুলে যাও হারানো কথাগুলো

ছড়িয়ে দাও অন্ধকারে আলো




Dusshopno (দুঃস্বপ্ন) - Odd Signature (Lyric)

Song: Dusshopno (দুঃস্বপ্ন)

Artist/ Band: Odd Signature


আমাদের সব স্বপ্নের রঙ
দেখো আলোয় মিশে বেড়ায়
স্বপ্নের আকাশে, কালো মেঘে
সেই সূর্য হারায়
এ কি কোনো দুঃস্বপ্ন?
আমি চিন্তায় চিন্তায় মরি
না কি ফেলে যাওয়া সেই স্মৃতি?
আমার কি এখনও
বাজে স্বপ্নের অভ্যাসটা যাবে না?
কভু কি এক স্বপ্নে
তুমি এসে হাতটি ধরবে না?
আমার কি কখনও
বাজে স্বপ্নের অভ্যাসটা যাবে না?
কভু কি এক স্বপ্নে
তুমি এসে হাতটি ধরবে না?
আমাদের সেই রঙিন ছবি আজও হাসছে
তবে আমি দেখি কেউ নেই পাশে গল্প শুনে
হাত ধরে চোখ মোছার আমার
এ কি কোনো দুঃস্বপ্ন?
আমি চিন্তায় চিন্তায় মরি
না কি ফেলে যাওয়া সেই স্মৃতি?
আমার কি এখনও
বাজে স্বপ্নের অভ্যাসটা যাবে না?
কভু কি এক স্বপ্নে
তুমি এসে হাতটি ধরবে না?
আমার কি কখনও
বাজে স্বপ্নের অভ্যাসটা যাবে না?
কভু কি এক স্বপ্নে
তুমি এসে হাতটি ধরবে না?
আমার কি এখনও
বাজে স্বপ্নের অভ্যাসটা যাবে না?
কভু কি এক স্বপ্নে
তুমি এসে হাতটি ধরবে না?
আমার কি কখনও
বাজে স্বপ্নের অভ্যাসটা যাবে না?
কভু কি এক স্বপ্নে
তুমি এসে হাতটি ধরবে না?
আমার কি কখনও
বাজে স্বপ্নের-



Bandhu Chol (বন্ধু চল) - Anupam Roy [Lyric]

Song: Bandhu Chol (বন্ধু চল)

Singer: Anupam Roy



জল ছবি, রঙমশাল, স্কুল ছুটির হজমিরা
রূপকথার পায়রাদের গল্প বল
বন্ধু চল
রামধনু, ঝালমুড়ি, হাফ টিকিট, আব্বুলিশ
বিটনুন আর চুরমুরের গল্প বল
বন্ধু চল
বন্ধু চল রোদ্দুরে
মনকেমন মাঠজুড়ে
খেলবো আজ ওই ঘাসে
তোর টিমে তোর পাশে
ফুটকড়াই, Antena, হাতচিঠি, Half padel
আয়না আর জলপরীর গল্প বল
বন্ধু চল
সাপ লুডো, চিত্রহার, Laod-shedding, শুকতারা
পাঁচসিকের দুঃখদের গল্প বল
বন্ধু চল
বন্ধু চল, বলটা দে
রাখবো হাত তোর কাঁধে
গল্পেরা ওই ঘাসে
তোর টিমে তোর পাশে
ভাড়া করা Cycle race গুলো
ছুটছে Back pass-এ
ধোঁয়া ধোঁয়া নৌকার ছাইগুলো
উড়ছে একপাশে
ভাড়া করা Cycle race গুলো
ছুটছে Back pass-এ
খালি গায়ে নৌকার ছাইগুলো
উড়ছে একপাশে
Cellophane-এ মুড়ে রাখা রাংতারা
সাদাকালো album-এ
সন্ধ্যের আরতির শাঁখ বাজে
বন্ধুর ডাকনামে
বন্ধু চল, বলটা দে
রাখবো হাত তোর কাঁধে
গল্পেরা এই ঘাসে
তোর টিমে তোর পাশে
তা রা রা রে
তা রা রা রে
তা রা রা রে
তা রা রা রে
জল ছবি, রঙমশাল, স্কুল ছুটির হজমিরা
রূপকথার পায়রাদের গল্প বল
বন্ধু চল
রামধনু, ঝালমুড়ি, হাফ টিকিট, আব্বুলিশ
বিটনুন আর চুরমুরের গল্প বল
বন্ধু চল
বন্ধু চল, বলটা দে
রাখবো হাত তোর কাঁধে
গল্পেরা ওই ঘাসে
তোর টিমে তোর পাশে
জল ছবি, রঙমশাল, স্কুল ছুটির হজমিরা
রূপকথার পায়রাদের গল্প বল
বন্ধু চল
রামধনু, ঝালমুড়ি, হাফ টিকিট, আব্বুলিশ
বিটনুন আর চুরমুরের গল্প বল
বন্ধু চল
বন্ধু চল রোদ্দুরে
মনকেমন মাঠজুড়ে
খেলবো আজ ওই ঘাসে
তোর টিমে তোর পাশে
তোর পাশে
তোর পাশে



Saturday, January 29, 2022

Imagine Dragons - Believer (Lyric)

Song: Believer

Artist: Imagine Dragons


First things first
I'ma say all the words inside my head
I'm fired up and tired of the way that things have been, oh ooh
The way that things have been, oh ooh

Second things second
Don't you tell me what you think that I could be
I'm the one at the sail, I'm the master of my sea, oh ooh
The master of my sea, oh ooh

I was broken from a young age
Taking my sulking to the masses
Writing my poems for the few
That look at me, took to me, shook to me, feeling me
Singing from heartache from the pain
Taking my message from the veins
Speaking my lesson from the brain
Seeing the beauty through the...

Pain!
You made me a, you made me a believer, believer
Pain!
You break me down, you build me up, believer, believer
Pain!
Oh let the bullets fly, oh let them rain
My life, my love, my drive, it came from...
Pain!
You made me a, you made me a believer, believer

Third things third
Send a prayer to the ones up above
All the hate that you've heard has turned your spirit to a dove, oh ooh
Your spirit up above, oh ooh

I was choking in the crowd
Building my rain up in the cloud
Falling like ashes to the ground
Hoping my feelings, they would drown
But they never did, ever lived, ebbing and flowing
Inhibited, limited
Till it broke open and rained down
It rained down, like...

Pain!
You made me a, you made me a believer, believer
Pain!
You break me down, you build me up, believer, believer
Pain!
Oh let the bullets fly, oh let them rain
My life, my love, my drive, it came from...
Pain!
You made me a, you made me a believer, believer

Last things last
By the grace of the fire and the flames
You're the face of the future, the blood in my veins, oh ooh
The blood in my veins, oh ooh
But they never did, ever lived, ebbing and flowing
Inhibited, limited
Till it broke open and rained down
It rained down, like...

Pain!
You made me a, you made me a believer, believer
Pain!
You break me down, you build me up, believer, believer
Pain!
Oh let the bullets fly, oh let them rain
My life, my love, my drive, it came from...
Pain!
You made me a, you made me a believer, believer



Friday, January 28, 2022

Alo (আলো) || Prince Mahmud Feat Tanzir Tuhin (Lyric)

Song : Alo (আলো)

Singer : Tanzir Tuhin

Lyric & Tune : Prince Mahmud

Piano : Shaker Reza


 

এই আলো হাওয়ার মায়া কাটিয়ে 
এই জগৎ বাড়ির মায়া কাটিয়ে,
চলে যাবো ভাবতেই,
চোখ .. ভরে আসে।

এই ভালো মন্দেও ভালো থাকা
প্রিয় মুখগুলো বুক জাপটে রাখা,
ফেলে যাবো ভাবতেই 
চোখ.. ভরে আসে। 

মৃত্যুই সারসত্য জেনে
শিখেছি জীবন ভালোবাসতে,
অপ্রাপ্তি বৃত্ত মেনেই,
ব্যথাটা লুকায় পারি হাসতে।

এই ভালো মন্দেও ভালো থাকা
প্রিয় মুখগুলো বুক জাপটে রাখা,
ফেলে যাবো ভাবতেই 
চোখ.. ভরে আসে। 

রেখে যাবো সংসারে গান,
এই পিছুটান,
কি করে ছাড়বো ?
ছেলেটাকে বুকেতে জড়ায়,
গাল ভরে চুমু কি খেতে পারবো ?
হুঁ হুঁ, হুঁ হুঁ 
এই পথভ্রমণ পাঠ সরবে
বিস্মৃতির অতল গর্ভে,
হারাবো ভাবতেই
চোখ.. ধরে আসে।

শ্রেণিহীন কবিতা অরন্য, লোকারণ্য 
কোথায় পাবো ?
এই মাটি জল নীল-আকাশ,
বুক ভরা বাতাস কি নিতে পারবো? 
নির্মাণের এই মায়াজাল ছিড়ে 
যাবো না যাবো না ভাবে মন।

ফসল বেঁধে বাঁধি প্রানের ঘাঁটি 
সে প্রানেই পূর্ণ প্রলোভন। 

এই পথভ্রমণ পাঠ সরবে
বিস্মৃতির অতল গর্ভে,
হারাবো ভাবতেই,
চোখ.. ধরে আসে।

এই আলো হাওয়ার মায়া কাটিয়ে 
এই জগৎ বাড়ির মায়া কাটিয়ে,
চলে যাবো ভাবতেই,
চোখ ভরে আসে।

এই ভালো মন্দেও ভালো থাকা,
প্রিয় মুখগুলো বুক জাপটে রাখা,
ফেলে যাবো ভাবতেই 
চোখ ভরে আসে। 



Thursday, January 27, 2022

Anagoto (অনাগত) - Prince Mahmud Ft Tanzir Tuhin (Lyric)

Song : Anagoto (অনাগত)

Prince Mahmud Ft Tanzir Tuhin

Lyric : Samuel Haque

Tune : Prince Mahmud

Music Arrangement : Sajid Sarker

Guitarist : Ahnaf Khan Anik

Mix & Mastering : Sajid Sarker

হে অনাগত তোমার অলখে থেকে

আকাশ কথা বলে,

হে অনাগত তোমার অলখে থেকে

আকাশ কথা বলে,

অনিলের স্পর্শে তোমার মেঘমালা

লুটিয়ে পড়ে,

অনিলের স্পর্শে তোমার মেঘমালা

লুটিয়ে পড়ে,

লুটিয়ে পড়ে বাউলের অতলে ..

হে অনাগত তোমার অলখে থেকে

আকাশ কথা বলে।। 


অনাগত তোমার নাম হবে তুমি

অন্য নাম আমি,

এক বিন্দুতে দাঁড়িয়ে। 

জেনে যাবে তোমার পিছন শূন্য

সামনে শূন্য সবখানে থাকি হারিয়ে। 


এখনো আকাশ বাতাস শস্য মাটি

তোমার আসার কথা বলে,

এখনো আকাশ বাতাস শস্য মাটি

তোমার আসার কথা বলে,

এ অনাগত তোমার অলখে থেকে

আকাশ কথা বলে।।


অনাগত ঝমঝম ঘর কোনো সন্ধ্যায়,

কোনো সন্ধ্যায়,

তোমার আমার ঠিক দেখা হবে

যেখানে যাত্রা শেষ করি

শুরু করি শেষ করি,

গন্তব্য শেষ করি তবে। 


এখনো তোমার অতীত বর্তমান

তোমার আসার কথা বলে,

এখনো তোমার অতীত বর্তমান

তোমার আসার কথা বলে,

হে অনাগত তোমার অলখে থেকে

আকাশ কথা বলে,

হে অনাগত তোমার অলখে থেকে

আকাশ কথা বলে,

অনিলের স্পর্শে তোমার মেঘমালা

লুটিয়ে পড়ে,

অনিলের স্পর্শে তোমার মেঘমালা

লুটিয়ে পড়ে,

লুটিয়ে পড়ে বাউলের অতলে..

হে অনাগত তোমার অলখে থেকে

আকাশ কথা বলে।।



Wednesday, January 26, 2022

Wrecked - Imagine Dragons (Lyric)

Title: Wrecked 

Artist: Imagine Dragons 


Days pass by and my eyes stay dry, and I think that I'm okay
'Til I find myself in conversation, fading away
The way you smile, the way you walk
The time you took to teach me all that you had taught
Tell me, how am I supposed to move on?
These days I'm becoming everything that I hate
Wishing you were around but now it's too late
My mind is a place that I can't escape your ghost
Sometimes I wish that I could wish it all away
One more rainy day without you
Sometimes I wish that I could see you one more day
One more rainy day
Oh, I'm a wreck without you here
Yeah, I'm a wreck since you've been gone
I've tried to put this all behind me
I think I was wrecked all along
Yeah, I'm a wreck
They say that the time will heal it, the pain will go away
But everything, it reminds me of you and it comes in waves
Way you laugh when your shoulders shook
The time you took to teach me all that you had taught
Tell me, how am I supposed to move on?
These days I'm becoming everything that I hate
Wishing you were around but now it's too late
My mind is a place that I can't escape your ghost
Sometimes I wish that I could wish it all away
One more rainy day without you
Sometimes I wish that I could see you one more day
One more rainy day
Oh, I'm a wreck without you here
Yeah, I'm a wreck since you've been gone
I've tried to put this all behind me
I think I was wrecked all along
These days when I'm on the brink of the edge
Remember the words that you said
Remember the life you led
You'd say, "Oh, suck it all up, don't get stuck in the mud
Thinkin' of things that you should have done"
I'll see you again, my loved one
I'll see you again, my loved one
Yeah, I'm a wreck
I'll see you again, my loved one
Yeah, I'm a wreck without you here (loved one)
Yeah, I'm a wreck since you've been gone (I'm a wreck since you've been gone)
I've tried to put this all behind me
I think I was wrecked all along (I'm a wreck)
Yeah, I'm a wreck
Sometimes I wish that I could wish it all away but I can't
One more rainy day without you (one more rainy day)
Sometimes I wish that I could see you one more day but I can't
One more rainy day



Tuesday, January 25, 2022

Tashfee - Alo (Lyric)

গানঃ আলো

শিল্পীঃ তাশফি 

গানটি শুনতে এখানে ক্লিক করুন


নিরীহ মনের বিশ্বাস নিয়ে

শান্তি, নিঃশ্বাস নিলে ছিনিয়ে


চোখ খুলে কেউ দেখেনি

রাতে তারা জ্বলেনি

জানালা বন্ধ রয়


আলো খুঁজে না পেয়ে আমি এতো একা 

স্তব্ধ হয়ে নদীর স্রোতে আমি আজ ভেসে যাই

তখন দেখি তোমায় 

কেউ শোনে না হায়

আমার নেই গান, আমার নেই সুর

আমি ছায়া


অবসন্ন মন, ক্লান্ত দেহ

হৃৎপিণ্ড থেকে কেড়ে নিলে স্নেহ


সর্বদোষে দোষী

তবুও ভালোবাসি

কাঁদতে না পেরে হাসি


আলো খুঁজে না পেয়ে আমি এতো একা 

স্তব্ধ হয়ে নদীর স্রোতে আমি আজ ভেসে যাই

এখন দেখি তোমায় 

কেউ শোনে না হায়

আমার নেই গান, আমার নেই সুর

আমি ছায়া


জানি আমি আজ একা নই

ধ্বংস করবো সব ভয়

আমি শক্তিমান

এই আমার অভিযান


সব শেষে তুমি একা

আর বন্দী না

আমার আলোয় প্রাচীর সব ভেঙে যায়

সবাই দেখে তোমায়

সত্যের আলোয়

আমাদের নেই ভয়

আমাদের এই জয়

আজ এই আলো


CREDITS

Song title: Alo

Tuned and performed by Tashfee

Lyricist: Arafat Kazi 

Music producer: Sudipto Paul 

Mixing and mastering engineer: Ekram Wasi 

Recordist: Yaar Hossain (Butter Communications) 

Choir artists: Arafatul Hasan Shanto, Rayhan Parvez Pranto, Yaar Hossain