Lyric BD71

It's all about lyrics

Thursday, February 25, 2021

Iccher Akash by The Tree (Official Lyric)

Song: Iccher Akash
Band: The Tree



Listen on YouTube

ইচ্ছের আকাশে এলোমেলো স্বপ্নেরা
ফিরে যাওয়ার আশায় মাতে
নেশার মত অবশ তুমি
আমার ভেতর জেগে থাকো
অথবা রাত আর নীল আলোয়
লিখে যাওয়া গান তোমার মাঝেই হারায়
বেঁচে থাকার মানে খুঁজে ফিরি
তুমি আর তোমার চোখে
যতই লিখি তোমার প্রলাপ শুধু
আমি জাগি একই ভাবে
অথবা রাত আর নীল আলোয়
লিখে যাওয়া গান তোমার মাঝেই হারায়
জানিনা আর তোমার মত তুমি
ফিরে দেখো অবিরাম

Sunday, February 14, 2021

Jodi (যদি) by Viking - Official Music Video and Lyric


Viking a newly formed Bangladeshi Band released their second song titled as "Jodi (যদি)" on this Valentines. This is such nice song. Hope all of you will like this. Please see below link to listed their song in their official YouTube channel. 


Listen on YOUTUBE


 


Lyric

এবার যদি দেখা হয়, জানি রাতজাগা চোখ লুকোবে... আবার যদি হাঁটা হয়, তুমি কি আঙ্গুল-আঙ্গুল ছোঁয়াবে ? যদি জমে জল, দুচোখ মুছে বল,"এতদিন কেমন ছিলে ?" এবার যদি দেখা হয়, জানি কথা এ পথ হারাবে... আবার যদি বাসা হয়, ভালোটা তুমিই নাহয় জোড়ালে ! যদি মনে হয়, এভাবে শেষ নয়... বলোনা কিভাবে ছিলে ? একবার যদি দাঁড়াতে, বাড়াতো পা তোমায় থামাতে ! একবার যদি মানাতে, আমিও থেমে যেতাম নীরবে... আবার যদি দেখা হয়... স্মৃতিকাটা ঘরে আজ যত ধূলোয় মিশে, কতবার..কতবার ! আমি তোমাকে ছুঁই... জমে-পুড়ে-ছিঁড়ে আজ শত বিষাদ শেষে, কারণে-অকারণে আমি তোমারই রই ! যদি জমে জল, দুচোখ মুছে বল,"কিভাবে এভাবে ছিলে ?" একবার যদি দাঁড়াতে, বাড়াতো পা তোমায় থামাতে ! একবার যদি মানাতে, আমিও থেমে যেতাম... একবার যদি দাঁড়াতে, বাড়াতো পা তোমায় থামাতে ! একবার যদি মানাতে, আমিও থেমে যেতাম নীরবে... ভালোবাসি যারে........



Bhoboghure (ভবঘুরে) - Popeye (Official Lyric)

Bhoboghure (ভবঘুরে)

Lyrics & Tune By: Popeye

Guitars By: Farman Mehdi

Music By: Promito Rahman

Mixing and Mastering By: Talat Minhaz

Listen on YOUTUBE


ভাসছে হাওয়ায় অনিয়ত জীবন দিগন্ত দিকহীন

না বুঝেই কোথাও বাস্তব মিশে আকাশেতে নীল

পথেরা কোথায় এঁকেবেঁকে ছুটে অজানায় ঢিল

বেখেয়াল হারায় কল্পনায় করে কিছু মিছে মিল

উদাস ভারী মন কাটে সারাবেলা করে অবহেলাই,

মানে নাতো বারণ দেখে নাতো কারণ শুভ সচেতনতায়


পোষে না মন নিয়মে, পাড়ি জমে চোখ যে দিকেই চায়

ডানা জোড়া নেইতো কি সাথে? জানো না ভবঘুরেরা উড়ে খালি পায়


হয়তো না কিছু সাবধানতায়, যা ঘটার তো রটায়

হোক দেখি ক্ষতি, লাগাবো না গায়ে জানি জীবন তো যায়

শিখেছি যদি সময়ই অপচয় বাঁচা বিরহ ব্যথায়

বন্ধ দুচোখে অন্ধ অজানায় ঝাঁপানো দেখা কি হয়

বড়ই বিরক্ত চতুর্পাশে সত্য যা ভেতর খোঁচায়

সবই আগুনে জ্বলুক হয়ে ছাই উড়ুক আপনতো কিছু নাই...


শেকল ভেঙে যা বেঁধে, হেঁটে চলা পিছু না তাকায়

ডানা জোড়া নেইতো কি তাতে, যত না ভবঘুরেরা উড়ে পায়ে পায়ে


এ পথ ও পথে, হাওয়ায় মেখে, শূন্য আকাশে তেড়ে

অন্য ভাবনায় ধুলো ঘাসই পায়ে

ভবঘুরে, ভবঘুরে...