গানঃ তাতে কি বা আসে যায়
শিল্পীঃ হাসান আবিদুর রেজা জুয়েল
ধর কোন সকাল বেলা কোন অলস দুপুরে
অথবা মধ্যরাতে কিনবা কাজের ভিড়ে
ধর কোন সকাল বেলা কোন অলস দুপুরে
অথবা মধ্যরাতে ব্যস্ত কাজের ভিড়ে
বলিনি কতটা ভালবাসি
ধরিনি হাত টা তোমার
তাতে কি বা আসে যায়
সেই খুনসুটি অথবা অভিমানে
বৃষ্টিদিন কিনবা সূর্যস্নানে
অপেক্ষায় তারপর অভিসারে
লোকালয়ে কিনবা চুপিসারে
বলেছি শতবার ভালবাসি
ছুঁয়েছি উষ্ণতা তোমার
এখনো তা ছুয়ে যায়
এখনো সকাল বেলা এখনো দুপুরে
এখনো মধ্যরাতে এখনো কাজের ভিড়ে
খুজে পায় তোমাকে আমার মাঝে
হয়না তা মুখ ফুটে বলা
তাতে কি বা আসে যায় ...
0 comments:
Post a Comment