Lyric BD71

It's all about lyrics

Monday, May 9, 2016

Nostalgia by VIBE (Lyric)

শিরোনামঃ নষ্টালজিয়া
কন্ঠঃ শুদ্ধ ফুয়াদ সাদি
ব্যান্ডঃ ভাইব
অ্যালবামঃ চেনা জগৎ




কবে যাবো ফিরে, কবে যাবো ফিরে
কবে যাবো ফিরে
বুড়িগঙ্গার তীরে আমার শীতলক্ষ্যার তীরে
সাতার কেটে করবো গোসল


ঘোলা ঘোলা নীরে

বাউন্ডুলে হয়ে ঘুরতাম
কবে যাবো ফিরে, কবে যাবো ফিরে

চকের থেকে বাড্ডা
পোয়া মোয়া হায় ঝালমুড়ি
সংসদ মাঠ আর রমনা পার্কে
দিতাম কত আড্ডা(২)
হুম…এখনোতো রোজ সকালে
ফুচকা পেয়াজু, ডালপুরী
আজও জিভে জল আসে যে
কবে যাবো ফিরে, কবে যাবো ফিরে
সেসব স্মৃতি ঘিরে।

লাল সুরুজটা ওঠে
আমরা নাই তবও সাঝে
আমরা নাই তবও সাঝে
হাসনাহেনা ফুটে
লাল সুরুজটা ওঠে
এখনোতো রোজ সকালে হাসনাহেনা ফুটে
কবে যাবো ফিরে , কবে যাবো ফিরে
তোমরা সবাই সূর্য দেখো
জুই কামিনীর গন্ধ শোকো(২)
মায়ের শুধু চোখের কোন্‌টা ভিজে উঠে ধীরে
দিনকাটে তার অনেক দুখে তবু জড়াইয়া বুকে
আমার বাংলাদেশের মাটি আমি ভালোবাসি এই মাটির মানুষের মুখে পরাণখোলা হাসি (২) দিনকাটে তার অনেক দুখে তবু জড়াইয়া বুকে
সাতার কেটে করবো গোসল
পরাণখুলে গাও দেখি ভাই শুনবো ধীরে ধীরে কবে যাবো ফিরে, কবে যাবো ফিরে কবে যাবো ফিরে বুড়িগঙ্গার তীরে আমার শীতলক্ষ্যার তীরে
কবে যাবো ফিরে, কবে যাবো ফিরে
ঘোলা ঘোলা নীরে
কবে যাবো ফিরে, কবে যাবো ফিরে