Saturday, June 13, 2015

Ghor by Pritom Ahmed

গানঃ ঘর
শিল্পিঃ প্রিতম আহমেদ 
অ্যালবামঃ ভোট ফর ঠোঁট 


আমার ঘরে দুঃখ ধরেনা
তাই ফিরতে ইচ্ছে করেনা
তুমি আসবে বলে সেইযে গেলে
আরতো এলেনা

বৃষ্টি পড়ে চোখের ভাঁজে
চোখের জলও বৃষ্টি সাজে
শূন্যতার এক অপার সাগর
কারো চোখেই পরেনা

মনের স্মৃতি কোঠার ভাঁজে
তোমার কতো কথা বাজে
আসবাব আর পর্দা জুড়ে
তোমার সুবাস সরেনা

0 comments:

Post a Comment