গানঃ ঘর
শিল্পিঃ প্রিতম আহমেদ
অ্যালবামঃ ভোট ফর ঠোঁট
আমার ঘরে দুঃখ ধরেনা
তাই ফিরতে ইচ্ছে করেনা
তুমি আসবে বলে সেইযে গেলে
আরতো এলেনা
বৃষ্টি পড়ে চোখের ভাঁজে
চোখের জলও বৃষ্টি সাজে
শূন্যতার এক অপার সাগর
কারো চোখেই পরেনা
মনের স্মৃতি কোঠার ভাঁজে
তোমার কতো কথা বাজে
আসবাব আর পর্দা জুড়ে
তোমার সুবাস সরেনা
0 comments:
Post a Comment