Thursday, June 4, 2015

Pori by Shironamhin (Lyric)

পরী 
কথাঃ তুহিন  
সুরঃ তুহিন ,শাফিন
ব্যান্ডঃ শিরোনামহীন

Download this song now

তুমি উড়িয়া উড়িয়া যাও যে চলিয়া..
আমি চোখের জলেতে ভাসি
আমি অনল দহনে থাকি…


চাইনা আমি বিত্ত সমাজ অর্থ অহংকার
জীবন মাঝে চাইনি বলে নিত্য হাহাকার
তুমি আমার পথেরও শেষ
আকাশ নীলের হাসি
আমি তোমার স্বপনে ভাসি।

আমি অনল দহনে থাকি…

মনরে বাঁধি কি দিয়ে চাই, মনটা যে ক্লান্ত নাটাই
তোর আকাশে ঘুড্ডি কাটে, আপন মানুষ অন্য হাতে
তুমি আমার জলের আগুন, তুমি বিনে অনল ফাগুন
ভাসি আমি বনের জলে,অপার জীবন দহন কলে
সময় সিদ্ধ, সময় সত্য, সময় পারাপার উন্মত্ত
সময় বাঁধি কি দিয়ে আর একলা আকাশ এখন আমার

মনরে বাঁধি কি দিয়ে চাই
মনটা যে এক ক্লান্ত নাটাই
তোর আকাশে ঘুড্ডি কাটে,
আপন মানুষ অন্য ঘাটে।

তুমি উড়িয়া উড়িয়া যাও যে চলিয়া..
আমি চোখের জলেতে ভাসি
আমি অনল দহনে থাকি…

0 comments:

Post a Comment