Thursday, June 4, 2015

Ruposhi Nogor by Shironamhin (Lyric)

রূপসী নগর
কথা:জিয়া/তুহীন
সুর: তুষার
ব্যান্ডঃ শিরোনামহীন

Download this song now

আবার হবে দেখা,
তোমাদের এই অচিন নগরে 
সহসা ধূসর ধুলোর ভীড়ে 
অচেনা রূপসী নগরে...... 
আবার হতে পারে দেখা।
আবার হবে কথা,
অনেকের এই প্রিয় নগরে 
অনেক হারাবার প্রান্তরে 
অজানা রূপসী নগরে...... 
আবার হতে পারে দেখা।

রূপসী উষ্ণ এ পথে,
নির্বাক সব কথার ভীড়ে 
ধূলোয় ধুলো প্রান্তরে,
দেখা আবার হতে পারে 
হেঁটে যাই আমি। 
ধূসর ছাড়িয়ে। 
দেখা হবে সবুজ আশায়......

0 comments:

Post a Comment