Thursday, June 4, 2015

Shonshon Jodio Kashbon by Shironamhin (Lyric)

শন শন, যদিও কাশবন
ব্যান্ডঃ শিরোনামহীন

Download this song now

শন শন যদিও কাশবন-
দুলছে মন দমকা হাওয়ায় সারাক্ষণ
মেঘের ইশারা চাই যখন,
টিপ টিপ বৃষ্টি নামবে স্বপ্ন ভাঙবে,
কিছুটা উচ্ছ্বাস ডেকে আনবে
হারিয়ে গেলেই প্রতিক্ষণ।

ঝোড়ো হাওয়া….ফিরে যাওয়া….তারাঢাকা অশ্রুহীন
আনবে কোনো সোনালী দিন
এই আকাশজুড়ে স্বপ্নপুড়ে,
ফিরছে যারা অনেকদূরে
দুচোখ জুড়ে স্বপ্নদিন।

সন্ধ্যা হলো আঁধার নামল সেই কখন
গল্পে গল্পে কেটে গেল সারাটাক্ষণ
মেঘের দেশে বৃষ্টি শেষে,
ভেসে ভেসে কোন সুদুরে
দমকা হাওয়ায় উড়ছে মন…

তবু সুযোগ পেলে দুহাত মেলে
সর্ব চোখে হারিয়ে গেলে,
ফিরবে কি আর সোনালী দিন…

0 comments:

Post a Comment