Thursday, June 4, 2015

Kichu Kotha by Shironamhin (Lyric)

কিছু কথা
ব্যান্ডঃ শিরোনামহীন

Download this song now

কিছু কথা স্তব্ধ, কিছু বোকা শব্দ
কিছু কথা কখনো হারিয়ে যায়
উদাস কিছু দুপুর, কিছু ভেঙে যাওয়া সুর
কিছু সাদা প্রশ্ন আমায় ভাবায়
কিছু হাসিখেলা, কাঁদে সারাবেলা
উদাস পথে হয়ত একলা চলা
নিবিড় জনারন্যে, শুধু তোমার জন্যে
কিছু কথা কখনো হয়নি বলা…

বইয়ের পাতায় কিছু শব্দ খুঁজে পাই না
কিছু কিছু প্রশ্ন নিয়ে ভাবতে আর চাই না
রূপকথার পঙ্খিরাজ একদিন নেমে আসবে
রাস্তার কালো পিচে সে স্বপ্ন নিয়ে ভাসবে
যান্ত্রিক এই নগর হয়ে যাবে অবসন্ন
কিছু কথা বলছি শুধু তোমার জন্য….

বদলে যাবার দিন স্বপ্ন দেখার দিন
কিছু কথা ভেসে যাক অন্ধকার রাস্তায়
মনের বন্ধ জানালায় স্বপ্নের কথা জমে থাক
কিছু কথা কখনো বাঁচতে শেখায়
কিছু হাসিখেলা কাঁদে সারাবেলা
অবাধ্য কিছু স্বপ্ন নিয়ে একলা চলা
নিবিড় জনারন্যে মেঘলা এই ক্ষণে
কিছু কথা কখনো হয়নি বলা…

0 comments:

Post a Comment