Thursday, June 4, 2015

Hoyna by Shironamhin (Lyric)

হয় না
কথা:তুহীন
সুর:তুহীন
ব্যান্ডঃ শিরোনামহীন

Download this song now

হয় না আর এমনতো হয় না 
নদীর বুকে বৃষ্টি ঝরে, পাহাড় তারে সয়না।
সূর্য লাল বৃক্ষ সবুজ,
আমি কান্দি ঘরের কোনায়, তুমি অবুঝ। 
বৃক্ষ আকাশ সূর্য মিলে 
ঝরনার কথা কয় না,
নদীর বুকে বৃষ্টি ঝরে, পাহাড় তারে সয়না।

মেঘ কালো আধার কালো 
মৃত্যুর বুঝি মরন হলো। 
উদাস আকাশ, উত্তাল বাতাস 
পথের বাঁকে রয় না 
নদীর বুকে বৃষ্টি ঝরে, পাহাড় তারে সয়না।

মেঘের নৃত্য তারার মেলা 
সোঁদা মাটি রাঙ্গা আলোয় বৃষ্টির খেলা। 
তোমার অশ্রু আমার চলা 
একতারেতে রয় না 
সাগর জলে ঝরনার চলন মনের কথা কয় না।

0 comments:

Post a Comment