Song: AW
Band: Arbovirus
সত্য যদি নিতে না পারো
তবে কেন জানতে চাও
সব সত্যের আছে অনেক মুখোশ
কোনটা নেবে বেছে নাও
এ যেন একই ঘরের একই দরজায়
অনেক পথের খোঁজ
জানালায় অনেক মানুষের মাঝে
নিজেকে দেখো রোজ
আমাদের এই চিরচেনা পৃথিবী
নিজেদের ভেতরের আরেক প্রতিচ্ছবি
কোনো কিছু নয় যে সাদা
কোনো কিছু নয় কালো
সব কিছুর মাঝে আছেআঁশটে কিছু আলো
সেই আলোতে তুমি খুঁজতে পারো
তোমার বিশ্বাস যা দেখার
সব গল্পের আছে অনেক শেষ
একটা তোমার একটা আমার
আমাদের এই চিরচেনা পৃথিবী
নিজেদের ভেতরের আরেক প্রতিচ্ছবি
যা দেখি যা বুঝি যা শুনি
যা অনুভবে… সবই …
সবই বদলে যাবে – তোমার সাথে
#Get_Infected
Band: Arbovirus
সত্য যদি নিতে না পারো
তবে কেন জানতে চাও
সব সত্যের আছে অনেক মুখোশ
কোনটা নেবে বেছে নাও
এ যেন একই ঘরের একই দরজায়
অনেক পথের খোঁজ
জানালায় অনেক মানুষের মাঝে
নিজেকে দেখো রোজ
আমাদের এই চিরচেনা পৃথিবী
নিজেদের ভেতরের আরেক প্রতিচ্ছবি
কোনো কিছু নয় যে সাদা
কোনো কিছু নয় কালো
সব কিছুর মাঝে আছেআঁশটে কিছু আলো
সেই আলোতে তুমি খুঁজতে পারো
তোমার বিশ্বাস যা দেখার
সব গল্পের আছে অনেক শেষ
একটা তোমার একটা আমার
আমাদের এই চিরচেনা পৃথিবী
নিজেদের ভেতরের আরেক প্রতিচ্ছবি
যা দেখি যা বুঝি যা শুনি
যা অনুভবে… সবই …
সবই বদলে যাবে – তোমার সাথে
#Get_Infected
0 comments:
Post a Comment