Song : Boyos Holo Amar
Vocal, Lyrics & Tune : Bassbaba Sumon
Music produced by : Mahaan Fahim
Guitar : Mahaan Fahim
অনেক গুলো বছর পরে
ঘরের ছাদ কে আকাশ ভেবে
রংচটা ওই সূর্য দেখে,
বয়স হলো আমার
বয়স হলো আমার।
মাঝরাত্তিরে চাঁদের সাথে
আকাশকুসুম চিন্তা ভিড়ে
তেপান্তরে যাবো ভেবে,
বয়স হলো আমার
বয়স হলো আমার।
হঠাৎ দেখি এই জীবনটা যে
নতুন গানে মুচকি হাসে,
মুচকি হাসে, মুচকি হাসে।
অনেকদিনের অন্ধকারে
স্বপ্ন গুলো হাতড়ে ফিরে,
জোছনায় পথ দেখবো ভেবে,
বয়স হলো আমার
বয়স হলো আমার।
অন্ধকারের পাগলামিতে
নিথর হয়ে পড়ে থেকে
হঠাৎ আলোর ঝলকানিতে,
বয়স হল আমার
বয়স হল আমার।
হঠাৎ দেখি এই জীবনটা যে
নতুন গানে মুচকি হাসে,
মুচকি হাসে, মুচকি হাসে।
0 comments:
Post a Comment