Srotoshinni (স্রোতস্বিনী)
Band: Encore
শ্রাবন ধারায় এত চেনা কি খুঁজে পাও
যা আমার মাঝে নেই এক বিন্দু পরিমাণ
আমার সরল রেখার চিন্তা ধারায়
আরারি করে দাগ কাট কেনো
নাকি কাঁদিয়ে আমাকে সেই
চোখের জল এই ভেজো
তৃষ্ণার্ত হৃদয় এ শুধু আমি মরিচিকার মত!
তবে তাই যদি হয় করি নাকো ভয়
জানি আঁধার রাত ঘনিয়ে হবে সূর্যোদয়
আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ
যারে নিরন্তর পাহারা দেয় এক কাটার বাগান!
পাহাড় চূড়ায় বেয়ে আকাশ তো ছুতে দেখিনি
স্রোতস্বিনীর হাওয়ায় পারি দাও সমুদ্দুর
আছড়ে পরে সে ঢেউ আমার বুকে দুরন্ত বেগে
নাকি কাঁদিয়ে আমাকে সেই চখের জল এই ভেজো
তৃষ্ণার্ত হৃদয় এ শুধু আমি মরিচিকার মত!
তবে তাই যদি হয় করি নাকো ভয়
জানি আঁধার রাত ঘনিয়ে হবে সূর্যোদয়
আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ
যারে নিরন্তর পাহারা দেয় এক কাটার বাগান!
0 comments:
Post a Comment