গানঃ অরণ্যে রোদন (Arannay Rodon)
লিরিকঃ অভি (Abhi)
কেন যে একাকী বসে থাকি?
কারনে অকারনে তোমায় ভাবি?
তুমিতো বোঝনি আমারি নীরবতা,
তুমিতো বোঝনি আমারি ভালোবাসা।
আজো আমি রয়েছি তোমারি পথ চেয়ে।
জানালার ধারে বসে তোমারি আশাতে।
তুমিতো আসনি সে পথের-ই তরে,
সময় কাটে আজ একাকী অবসরে।
মেয়ে তুমি ফিরে এসো হৃদয়ে,
দিনে রাতে অথবা সময়ের অগোচরে।
তোমারি কারনে আজ আমার এই অবস্থান,
তোমারি আশায় আজ আমার এই অবসান।
তুমিতো বোঝনি আমারি নীরবতা,
তুমিতো বোঝনি আমারি ভালোবাসা।
0 comments:
Post a Comment