Friday, May 29, 2015

Jotodur by Warfaze (Lyric)

Song: Jotodur (যতদূর)
Band: Warfaze (ওয়ারফেইজ)


চুপচাপ চারিদিক মাতাল হাওয়া্
পাখিদের কোলাহলে মন যে হারায়
হঠাৎ দেখি তোমাকে অচেনা ছায়ায়
আমারই স্বপ্নে আকা এ যে তুমি
নিঃশব্দে এলে তুমি আমারই ভুবনে
গোধূলী হয়ে রবে তুমি আমারই চিরকাল
যতদূরে থাক রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি

যতদূরে থাক রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি

কতকাল রয়েছি তোমারই পথ চেয়ে
কতরাত কেটেছে তোমারই আশাতে

কতকাল রয়েছি তোমারই পথ চেয়ে
কতরাত কেটেছে তোমারই আশাতে

যতদূরে থাক রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি

যতদূরে থাক রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি

0 comments:

Post a Comment