Wednesday, May 27, 2015

Chad Tara by MILES (Lyric)

Song: Chad Tara (চাঁদ তারা)
Band: Miles (মাইলস)


চাঁদ তারা সূর্য নও তুমি
নও পাহাড়ী ঝর্না,
যদি বলি ফুল তবুও হবে ভুল
তোমার তুলনা হয়না,

তুমি না এলে এই পৃথিবী আমার
হারাবে আপন ঠিকান্‌
যদি দূরে যাও স্বপ্ন গুলো আমার
ভেঙ্গে যাবে জানো না।

তোমার কথা ভেবে ভেবে
আমি গল্প কবিতা আর কাব্য লিখি,
তোমার চোখে চেয়ে থেকে
সুন্দর আমার পৃথিবী দেখি।

জীবন চলার পথে জানি
তুমি প্রথম দিয়েছ দেখা,
ভুল বুঝে কোনোদিন
আমায় তুমি করোনা একা ।

0 comments:

Post a Comment