Sunday, May 31, 2015

Bullet kinba Kobita by Shironamhin (Lyric)

বুলেট কিংবা কবিতা
কথা: জিয়া
সুর : জিয়া
ব্যান্ডঃ শিরোনামহীন 

Download this song now

নিয়ন আলোর রাজপথে টিএসসির মোড়ে চায়ের দোকানে 
বুলেট কিংবা কবিতায়, যদি ফেরার পথে ভুল হয়ে যায়...... 
মাঝে মাঝে সবুজ পতাকা, দু’হাতের মাঝে বন্দী 
অজস্র কবিতায় আর গানে, জ্বলে জ্বলে নিঃশেষ 
কবি আর কবিতা রাজপথ ছুঁয়ে যায় 
কতশত কবি এমনই এক টিএসসির মোড়ে 
প্রতিরাতের উদাস চাঁদ দেয়াল লেখা থেকে দুঃখ কেনে 
যদি ফেরার পথে ভুল হয়ে যায় 
অসময়ে, অন্ধকারে, দেয়াল জুড়ে বর্ণমালার মিছিল, 
ক্লান্ত করুণ চোখে ......
শ্লোগান শ্লোগান আর মিছিলের নগরে, টিএসসির নিঃশ্বাস 
বুলেট কিংবা কবিতার খাতায়, কবি আর কবিতার খুন হওয়ার আশ্বাস 
দেয়াল লেখা থেকে বর্ণমালা যদি আলোর মিছিল হয়ে যায় 
টিএসসির মোড়, রাতের রাজপথ বুলেট কিংবা কবিতায় 
যদি ফেরার পথে ভুল হয়ে যায় ......

মৃত কবিদের কবিতার আসরে, ছবি হয়ে থাকেনা রাতের রাজপথ 
পল্টন ময়দান, টিএসসির মোড়, জনসমাবেশ আর বিশাল অবরোধ 
এই অবসরে দেয়াল লেখা যদি মানচিত্র হয়ে যায় 
অজস্র কবিতার জনসমাবেশ থেকে বুলেট কিংবা কবিতায় 
যদি ফেরার পথে ভুল হয়ে যায় ......

0 comments:

Post a Comment