Sunday, May 31, 2015

Bangladesh by Shironamhin (Lyric)

বাংলাদেশ
কথা: জিয়া/শাফিন
সুর : শাফিন/জিয়া
ব্যান্ডঃ শিরোনামহীন

Download this song now

যখন কিশোরীর হাতে সূতোয় বোনা সবুজ গ্রাম 
যখন রং তুলিতে আঁকা বাংলার মুখ অবিরাম 
যখন গাই এখানেই শুধু শরতের রং এ হয় শেষ 
সেই শুভ্র কাঁশফুল ঘিরে দেখে যাই সবুজের দেশ
মেঘে মেঘে, কিছু ভেজা পাখির দল 
মেঘ হারিয়ে, নীল ছাড়িয়ে, খুঁজে ফেরে বাংলাদেশ 
যেখানে লাল সূর্যের রংয়ে রাজপথে মিছিল 
যেখানে কুয়াশার চাঁদর আকাশ থাকে নীল 
যেখানে রিম ঝিম বৃষ্টি শুকনো মাটির টানে 
অবিরাম ঝড়ে সবুজ সাজায় ......

মেঘে মেঘে, কিছু ভেজা পাখির দল 
মেঘ হারিয়ে, নীল ছাড়িয়ে, খুঁজে ফেরে বাংলাদেশ

যখন এক চোখে ঘুম ঘুম, এক চোখে নীল রাত 
আমায় ভাবিয়ে যায় 
যখন এক হাতে রোদ্দুর এক হাতে গোলাপ 
সবুজ ছুঁয়ে ভাবায় আমায় 
একদিকে নীল নীল, এক দিকে কাঁশফুল, দু’চোখ যেখানে শেষ 
এক প্রান্তে সবুজ, এক প্রান্তে লাল,
আমার বাংলাদেশ ......

0 comments:

Post a Comment