Sunday, May 31, 2015

Jete Jete Ekla Pothe by Rabindranath Tagore (Lyric)

****রবীন্দ্রসঙ্গিত****
**যেতে যেতে একলা পথে**

Download this song now

যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। 
ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে এবার 
ঝড়কে পেলেম সাথি॥
আকাশকোণে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠছে হেসে,
প্রলয় আমার কেশে বেশে করছে মাতামাতি॥
যে পথ দিয়ে যেতেছিলেম ভুলিয়ে দিল তারে,
আবার কোথা চলতে হবে গভীর অন্ধকারে।
বুঝি বা এই বজ্ররবে নূতন পথের বার্তা কবে—
কোন্ পুরীতে গিয়ে তবে প্রভাত হবে রাতি॥

0 comments:

Post a Comment