Song : Kokhon Kibhabe Ekhane Ke JaneBand : Indaloহৃদয়ে নেমেছে সন্ধ্যাকাটে না তবু সময়যা ছিল তবে কি সবইছলনা?বলো নাবদলেছে পৃথিবীপাল্টেছে সবইআসা যাওয়ার স্রোতেভাসাই তোমায়অজানায়দূরে চলে গেছো আজআমিও আছি দূরেজানি না কে কার হবেজানি না আজকখনকিভাবেএখানেকে জানে?দুচোখে রেখেছি স্বপ্নস্বপ্ন জুড়ে তুমিকেটে গেছে ভোরতবুও কাটে নাএই ঘোরডুবে থাকি বিশ-এএকুশের সকালেআঙুলের ফাঁকে জমে সাদা ঘাসঅবিনাশতুমি ভুলে আছো তাইআমিও থাকি ভুলেজানি না কে কার হবেজানি না আজকখনকিভাবেএখানেকে জানে?জানি না কিভাবেএখানে কে জানেকখনকিভাবেএখানেকে জানে?কে ছিলো কার কবেকি মানে?কে জা...
Lyric BD71
It's all about lyrics
Wednesday, October 13, 2021
Boyos Holo Amar (বয়স হল আমার) - Mahaan Fahim Ft. Bassbaba Sumon [Lyric]
Song : Boyos Holo AmarVocal, Lyrics & Tune : Bassbaba SumonMusic produced by : Mahaan FahimGuitar : Mahaan Fahimঅনেক গুলো বছর পরে ঘরের ছাদ কে আকাশ ভেবেরংচটা ওই সূর্য দেখে, বয়স হলো আমার বয়স হলো আমার। মাঝরাত্তিরে চাঁদের সাথে আকাশকুসুম চিন্তা ভিড়ে তেপান্তরে যাবো ভেবে,বয়স হলো আমার বয়স হলো আমার।হঠাৎ দেখি এই জীবনটা যে নতুন গানে মুচকি হাসে,মুচকি হাসে, মুচকি হাসে।অনেকদিনের অন্ধকারে স্বপ্ন গুলো হাতড়ে ফিরে,জোছনায় পথ দেখবো ভেবে, বয়স হলো আমার বয়স হলো আমার।অন্ধকারের পাগলামিতে নিথর হয়ে পড়ে...
Mombati (মোমবাতি) - Mohon Sharif [Lyric]
Song : Mombati (মোমবাতি) Singer : Mohon Sharif ফুল যে গাছে ধরে সেদিকে তাকিয়েবিশাল উচ্চতা ডিঙিয়ে লাফ দিয়ে বল ছিরেআনো নাহলে যাব ছেড়েকোনো সারা ছাড়া দরজার হাতল চেপেচট করে মুচড়ে দিয়ে আমাকে দেখে বল যাবে?নাকি নিয়ে যাব "তাকে" সাথে?খপ করে আমার ঘাড়টা ধরেনিজের কাছে টেনে নিতেকি বাধা হয়ে দাড়িয়েছে?না দেখেশুনে কিছু জানিয়েনিজে আড়ালে লুকালেআমাকে তুমি ডুবালেআমি কার পিছেনিজের জন্য যাব খেটে?তোকে বলেছে যেতে কে?অন্যের জন্য মোমবাতি পানিতে না দিয়ে শুকাতেভুল করে তুমি একটা দিশলা হাতেচুলার আগুনটার কাছে যেতে গিয়ে গেলে পুড়েআমি না হলে জ্বলে যেতেযত বাধা ছিল সবকটা...
Srotoshinni (স্রোতস্বিনী) - Encore [Lyric]
Srotoshinni (স্রোতস্বিনী) Band: Encoreশ্রাবন ধারায় এত চেনা কি খুঁজে পাওযা আমার মাঝে নেই এক বিন্দু পরিমাণআমার সরল রেখার চিন্তা ধারায়আরারি করে দাগ কাট কেনোনাকি কাঁদিয়ে আমাকে সেইচোখের জল এই ভেজোতৃষ্ণার্ত হৃদয় এ শুধু আমি মরিচিকার মত!তবে তাই যদি হয় করি নাকো ভয়জানি আঁধার রাত ঘনিয়ে হবে সূর্যোদয়আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপযারে নিরন্তর পাহারা দেয় এক কাটার বাগান!পাহাড় চূড়ায় বেয়ে আকাশ তো ছুতে দেখিনিস্রোতস্বিনীর হাওয়ায় পারি দাও সমুদ্দুরআছড়ে পরে সে ঢেউ আমার বুকে দুরন্ত বেগেনাকি কাঁদিয়ে আমাকে সেই চখের জল এই ভেজোতৃষ্ণার্ত হৃদয় এ শুধু আমি মরিচিকার...
Prostab (প্রস্তাব) - Odd Signature [Lyric]
Song : Prostab Vocals : Moontasir Rakib and Ahasan Tanvir PialComposition : Odd SignatureLyrics and Tune : Moontasir Rakibগুনে গুনে দেখি অবেলার স্বপ্নটায়আঁকা ছিলো কত শত কবিতায়,স্বপ্নের সেই কবিতার ছন্দতেমিশে ছিলো তার হাসিমাখা ছবিটা,যা আঁকা ছিলো অদ্ভুত রঙ তুলিযা জমা থাকে আমার মনে মাঝে।বর হয়ে আমি চড়ছি ঘোড়ায়, আড়ালে তুমি লুকিয়ে আছো বৌ সাজে।আমার এই স্বপ্ন কি শুধুস্বপ্ন হয়ে হাসাবে আমায়, তেমন সাহস নেই আমার তোমাকে কিভাবে প্রস্তাব জানাই। আমার এই স্বপ্ন কি শুধুস্বপ্ন হয়ে হাসাবে আমায়, তেমন সাহস নেই আমার ..ও ওও ..সেই কল্পনায় আঁকা...
Morey Jak - Pritom Hasan (Lyric)
Song: Morey JakMusic, Lyrics & Vocal: Pritom HasanAdditional Female Voice: Natalia তুমি হাসলে যে ফোটে ফুল সবখানেতাই তো আমি করি যে ভুল বারে বারে,তুমি যেখানে সেখানে পাখিরা ডাকে,সে পাখিরা কেউ তো চেনে না আমাকে,যদি তুমি, জানতে চাওকি চাই আমি পৃথিবীতেরাখবে কি গোপন করে..?না হয়ে অবাক..?আমি তো চাই পৃথিবীর সবাই মরে যাক,শুধু তোমার ফুল তোমার পাখিরা বেঁচে থাক,আমি তো চাই পৃথিবীর সবাই মরে যাকশুধু আমার ভুল তোমার হাসিরা বেঁচে থাক।পলক বিহীন এ আয়নাতে চেয়ে থাক যদিসে ভেঙ্গে যাবে, সে ভেঙ্গে যাবেতোমার প্রিয় তারারো দল ভুলে গেছে আমাকেঅনেক আগে, অনেক আগে,যদি তুমি...
Subscribe to:
Posts (Atom)