Lyric BD71

It's all about lyrics

Tuesday, January 19, 2016

"Chera Akash" by ARTCELL (Lyric)

Song: Chera Akash
Band: Artcell

চেরা আকাশ
ছায়ার বর্ণমালা আলোর কাছাকাছি আসে
আলোর রুদ্ধ আকাশ আঁকে মৃত্যু শুন্যতায়
একা একা তবু দুরের দুরত্ব ভেঙ্গে
সকল স্মৃতির চেরা মেঘ থাকে
ছায়ায় আঁকা স্মৃতির ঘরে
ভয়ের মতন অন্ধকারে
আলোয় আঁকা রুদ্ধ আকাশ
মৃত্যু একে রাখে
তবু ঘড়ির বন্ধ সময়
শরৎ খোজে নিল আকাশে
স্মৃতির পায়ে শেকল বেধে
সময় দাড়ায় শরীর ঘেষে
সরব শব্দ সুরে অরব শুন্যতা ভাঙ্গে
মানুষ মুখোশ ত্রিমাত্রিক বোধে ছায়ার সারথী গড়ে
সবুজ পৃথিবীর হাজার শহর শেষে
একা মানব মুখোশ বেছে থাকে
ছায়ায় আঁকা স্মৃতির ঘরে
ভয়ের মতন অন্ধকারে
আলোয় আঁকা রুদ্ধ আকাশ
মৃত্যু একে রাখে
তবু ঘড়ির বন্ধ সময়
শরৎ খোজে নিল আকাশে
স্মৃতির পায়ে শেকল বেধে
সময় দাড়ায় শরীর ঘেষে
নিমর ভাবনার পাথর ঘরে
যুদ্ধ আসে যুদ্ধ আসে
মানুষ মুখোশ অগোচরে
আলো দিয়ে ছায়া আঁকে
ছায়ার বর্ণমালা ছায়ার কোরাস এ
যুদ্ধ আসে যুদ্ধ আসে
কাটাতারে চেরা আকাশ বিধে আছে
স্বপ্ন জুড়ে কে মৃত্যু একে রাখে ? .....

"Dukkho Bilash" by ARTCELL (lyrics)

Song: Dukkho Bilash
Band: Artcell

তোমরা কেউ কি দিতে পারো
প্রেমিকার ভালোবাসা
দেবে কি কেউ জীবনে উষ্ণতার
সত্য আশা
ভালোবাসার আগে নিজেকে নিও বাঁচিয়ে
আমার মনের মত নিও সাজিয়ে
আমি বড় অসহায় অন্যপথে
একটি নাটকই দেখি মহ্কালের মঞ্চে
ও আমায় ভালোবাসেনি
অসীম এ ভালোবাসা ও বোঝেনি
ও আমায় ভালোবাসেনি
অতল এ ভালোবাসা তলিয়ে দেখেনি
তোমরা কেউ কি করবে
আমার জন্য অপেক্ষা
ভালোবাসবে শুধুই আমায়
করবে প্রতিজ্ঞা
ভালোবাসার আগে নিজেকে নিও বাঁচিয়ে
আমার মনের মত নিও সাজিয়ে
আমি বড় অসহায় অন্যপথে
একটি নাটকই দেখি মহাকালের মঞ্চে
ও আমায় ভালোবাসেনি
অসীম এ ভালোবাসা ও বোঝেনি
ও আমায় ভালোবাসেনি
অতল এ ভালোবাসা তলিয়ে দেখেনি
এতো ভিড়েও আজো আমি একা
মনে শুধু যে শূন্যতা
আঁধারে যতো ছড়াই আলো
সবই আঁধারে মেলায়
ও যে কোথায় হারালো
ব্যাথা কাকে যে শুধাই

Thursday, January 14, 2016

Jaalo Agun Jaalo by Arbovirus (Lyric)

Song: Jaalo Agun Jaalo
Band: Arbovirus

আমাদের যেন কিছুই যায়না ছুঁয়ে
প্রতিবাদগুলো লেপ্টে থাকে দেয়ালে
হয়ত মেনে নিয়েছি যা বলে সবাই
কিছুই আর বদলাবেনা
ভয় না কর মাথা নত না কর
জাগো সবাই এক সাথে জাগো
বল সবাই একসাথে বল
আর মানবোনা তোমাদের.
শুধুই একজন প্রয়োজন ভাঙ্গতে এই আবরণ
আরও একটি আলোড়ন বদলাতে পারে সব
জ্বালো আগুন জ্বালো
জ্বালো আগুন জ্বালো.

শুভেচ্ছা চে তুমি আজ ঠাই পেয়েছো যিশুর পাশে
আরো একটি বিজ্ঞাপনের মত কিশোরের চোখ ধাধানো টি শার্ট এ
শুভেচ্ছা পিতা তুমি কাঠ গড়ায়
মানচিত্র ব্যবচ্ছেদের দায় এ
শুভেচ্ছা নুর হোসেন তুমি আজ বিস্মৃত বুলেট এ
ভয় না কর মাথা নত না কর
জাগো সবাই এক সাথে জাগো
বল সবাই একসাথে বল
আর মানবোনা তোমাদের.
শুধুই একজন প্রয়োজন ভাঙ্গতে এই আবরণ
আরও একটি আলোড়ন বদলাতে পারে সব
জ্বালো আগুন জ্বালো
জ্বালো আগুন জ্বালো

আমাদের যেন কিছুই যায়না ছুঁয়ে…
জ্বালো আগুন জ্বালো- যেন সব কিছু হয়ে যায় ছাই
জ্বালো আগুন জ্বালো- যেন সব গ্লানি ধুয়ে মুছে যায়
জ্বালো আগুন জ্বালো- অতীত যেন কেউ ভুলে না যাই
জ্বালো আগুন জ্বালো- আমাদের যেন সব ছুঁয়ে যায়...

AW by Arbovirus (Lyric)

Song: AW
Band: Arbovirus

সত্য যদি নিতে না পারো
তবে কেন জানতে চাও
সব সত্যের আছে অনেক মুখোশ
কোনটা নেবে বেছে নাও
এ যেন একই ঘরের একই দরজায়
অনেক পথের খোঁজ
জানালায় অনেক মানুষের মাঝে
নিজেকে দেখো রোজ
আমাদের এই চিরচেনা পৃথিবী
নিজেদের ভেতরের আরেক প্রতিচ্ছবি

কোনো কিছু নয় যে সাদা
কোনো কিছু নয় কালো
সব কিছুর মাঝে আছেআঁশটে কিছু আলো
সেই আলোতে তুমি খুঁজতে পারো
তোমার বিশ্বাস যা দেখার
সব গল্পের আছে অনেক শেষ
একটা তোমার একটা আমার
আমাদের এই চিরচেনা পৃথিবী
নিজেদের ভেতরের আরেক প্রতিচ্ছবি
যা দেখি যা বুঝি যা শুনি
যা অনুভবে… সবই …
সবই বদলে যাবে – তোমার সাথে

#Get_Infected 

Tuesday, January 5, 2016

Ek cup cha by Niaz Kamran Abir

গানঃ এক কাপ চা
গায়কঃ নিয়াজ কামরান আবির 
এক কাপ চা, একটি সিগারেট হাতে
দাড়িয়ে তোমার বাসার সামনে 
এক পলক দেখব বলে তোমাকে
দাড়িয়ে তোমার বাসার সামনে 

বারান্দাতে বসে বসে একটু একটু করে
উকি দিয়ে দেখ আমায় আপন মনে করে
এক টুকরো চিরকুটের ভেতর লেখা সে গল্প 
তুমি আমি হারিয়ে যাব ভালাবাসার সাগরে 

রাতের আধার তোমায় ভেবে নির্ঘুম সারা রাত্রি 
শেষ রাতেও ঘুম চোখেও তোমার ছবি আকি 
সেই ছবিতে আমি রোমিও তুমি আমার জুলিয়েট 
কাছাকাছি এসে মিঠেমিঠি করে ভালবাসবই বলে 

এক কাপ চা, একটি সিগারেট হাতে
দাড়িয়ে তোমার বাসার সামনে 
এক পলক দেখব বলে তোমাকে
দাড়িয়ে তোমার বাসার সামনে