Bhoboghure (ভবঘুরে)
Lyrics & Tune By: Popeye
Guitars By: Farman Mehdi
Music By: Promito Rahman
Mixing and Mastering By: Talat Minhaz
Listen on YOUTUBE
ভাসছে হাওয়ায় অনিয়ত জীবন দিগন্ত দিকহীন
না বুঝেই কোথাও বাস্তব মিশে আকাশেতে নীল
পথেরা কোথায় এঁকেবেঁকে ছুটে অজানায় ঢিল
বেখেয়াল হারায় কল্পনায় করে কিছু মিছে মিল
উদাস ভারী মন কাটে সারাবেলা করে অবহেলাই,
মানে নাতো বারণ দেখে নাতো কারণ শুভ সচেতনতায়
পোষে না মন নিয়মে, পাড়ি জমে চোখ যে দিকেই চায়
ডানা জোড়া নেইতো কি সাথে? জানো না ভবঘুরেরা উড়ে খালি পায়
হয়তো না কিছু সাবধানতায়, যা ঘটার তো রটায়
হোক দেখি ক্ষতি, লাগাবো না গায়ে জানি জীবন তো যায়
শিখেছি যদি সময়ই অপচয় বাঁচা বিরহ ব্যথায়
বন্ধ দুচোখে অন্ধ অজানায় ঝাঁপানো দেখা কি হয়
বড়ই বিরক্ত চতুর্পাশে সত্য যা ভেতর খোঁচায়
সবই আগুনে জ্বলুক হয়ে ছাই উড়ুক আপনতো কিছু নাই...
শেকল ভেঙে যা বেঁধে, হেঁটে চলা পিছু না তাকায়
ডানা জোড়া নেইতো কি তাতে, যত না ভবঘুরেরা উড়ে পায়ে পায়ে
এ পথ ও পথে, হাওয়ায় মেখে, শূন্য আকাশে তেড়ে
অন্য ভাবনায় ধুলো ঘাসই পায়ে
ভবঘুরে, ভবঘুরে...