গানঃ দুঃখ আহারে
শিল্পীঃ পিন্টু ঘোষ
আমি কেমনে ভুলি বল তারে
আমি কেমনে ভুলি বল তারে
আমি কেমনে ভুলি বল তারে
আমি কেমনে ভুলি বল তারে
পূবালী বাতাসে ভাসিতে ভাসিতে
কানে আসে তাহার সুখের খবর
আহা সে খবরে মনের ঘরে
নাইমা আসে আমার দুখের বহর (২)
ও ভরা ফল্গুনে বৈশাখী ঝড়ে
ভরা ফল্গুনে বৈশাখী ঝড়ে
মনের মাঝে দুঃখ আহারে
আমি কেমনে ভুলি বল তারে
আমি কেমনে ভুলি বল তারে
শিল্পীঃ পিন্টু ঘোষ
আমি কেমনে ভুলি বল তারে
আমি কেমনে ভুলি বল তারে
কত করে বোঝাই
মন সে তো বোঝে না রে।
আমি যেদিকে তাকাই দেখি তারে
ও আমি যেদিকে তাকাই দেখি তারে
ছায়া হয়ে থাকে
ধরা তো কভু দেই না রে।আমি কেমনে ভুলি বল তারে
আমি কেমনে ভুলি বল তারে
পূবালী বাতাসে ভাসিতে ভাসিতে
কানে আসে তাহার সুখের খবর
আহা সে খবরে মনের ঘরে
নাইমা আসে আমার দুখের বহর (২)
ও ভরা ফল্গুনে বৈশাখী ঝড়ে
ভরা ফল্গুনে বৈশাখী ঝড়ে
মনের মাঝে দুঃখ আহারে
আমি কেমনে ভুলি বল তারে
আমি কেমনে ভুলি বল তারে
0 comments:
Post a Comment