গানঃ আমি আছি
কথা,সুর কণ্ঠ ও সঙ্গীত : প্রীতম আহমেদ
এ্যালবাম : ভালথেকো
প্রকাশ : ২০১২
আমি আছি ... আমি আছি
তোমার মিষ্টি হাসির আড়ালে
এদিক ওদিক আনমনে তাকালে
আর টোল পরা বা দিকের গালে
আমি আছি আমি আছি ।
তোমার চঞ্চল চোখের কাজলে
ওই সুগন্ধি এলোমেলো চুলে
আর ম্যাচ করা কানের দুলে আমি আছি
আমি আছি তোমার খুব কাছাকাছি ...
দুপুরের সুর্য গড়ালে , তোমার স্নানঘরে আলো নিভে গেলে
যদি স্যাম্পু ফেনায় চোখ জলে আমি আছি ।
শনি বারে ছুটির সকালে, আলসের ঘুম গায়ে এলে
কেউ কলিং বেলে দেকে গেলে আমি আছি ।
পরিপাটি শাড়ির আচলে, কুচির ভাজ গুলো এলোমেলো হলে
যদি বাতাস ঘুর্নিপাক খেলে আমি আছি ।
মাশকারা খুঁজে না পেলে, লিপ লাইনারটা হারালে
দুলের পুশগুলো পালিয়ে বেড়ালে আমি আছি ।
আমি আছি তোমার খুব কাছাকাছি ...
ঘামে ভেজা গরম দুপুরে, তোমার নরম পায়ের নুপুরে
আর অথৈ ভুলের সাগরে আমি আছি ।
নালিশে ভরা বালিশে, তোমার দু’হাতের নেইল পলিশে
দুঃস্বপ্নের রাত গুলো শেষে আমি আছি ।
অফিসের কাজের প্রেসারে, যখন জরসর তুমি একেবারে
এসো মুখ গুজো বুকের পাজরে আমি আছি ।
অভিমানে আর আবদারে, একান্ত কোনো আদরে
আর ঘুম ভাঙ্গা প্রতিটি প্রহরে আমি আছি ।
আমি আছি দুরে থেকেও কাছাকাছি ..