Lyric BD71

It's all about lyrics

Thursday, May 26, 2022

TAHSAN Collection

 


Tahsan Rahman Khan born in 18 October 1979 at Bikrampur is a Bangladeshi musician, actor, TV actor and model.

Tahsan first learned singing at Shishu Academy and music at Chhayanat. He completed SSC from Saint Joseph Higher Secondary School (Dhaka) and HSC from Notre Dame College, Dhaka in 1998. He obtained BBA Marketing and MBA Finance from Institute of Business Administration, University of Dhaka.He earned his second MBA from Carlson School of ManagementUniversity of Minnesota in 2010.

Tahsan was a member of the band Black during 2000–2005. Then he started his solo career in music.

Tahsan with Black

Tahsan worked at Unilever Bangladesh Limited during 2003–2004. Then he started teaching at Eastern University from April 2006 to June 2008. He worked at Institute for Research in Marketing as a research assistant. From April 2010, he was teaching at University of Liberal Arts Bangladesh and he is now a faculty member of BRAC University from September 2013.
Tahsan's ancestral home is Bikrampur though he was born and brought up in Dhaka. On August 3, 2006, he married Rafiath Rashid Mithila, a model and actress 
Tahsan and Mithila 
Ayra Tehreem Khan is the only daughter of Tahsan and Mithila 

Tahsan and Mithila with their daughter.

In 28 January of 2012 Tahsan  formed a new band called Tahsan and the Sufis
Till now Tahsan released 6 solo albums of his. The track list and download links of every song are given below.



First Album: Kathopakathan 
Released in: 2004  
Track list with Download Links
02. Brittal
03. Irsha
04. Khoma
07. Nirbodh
08. Opekkha
10. Shopoth
12. Utsho
**********Find us on FACEBOOK*********

Second Album: Krittodasher Nirban
Released in: 25 December 2005 
Track list with Download Links
03. Ekattor
04. Kada
Third Album: Ichche
Released in: 25 December 2006
Track list with Download Links
01. Alo
06. Icche



Fourth Album: Nei 
Released in: 2007




Track list with Download Links
**********Find us on FACEBOOK*********

Fifth Album: Prottaborton 
Released in: February 2011
Track list with Download Links


Sixth Album: Uddesso Nei 
Released in: 23 July 2014
Track list with Download Links

10. Ador


Other Songs From Different Mixed Albums

11. Ogochore (Album: Third Person Singular Number)
12. Lighthouse
13. Kothai Acho (Telefilm: Amader Golpo)
14. Prothom Prem (Telefilm:Mosuba Junction)
15. Angul (Telefilm: Oporajita)
16. Tumi Chaile (Album: Nimontron)
17. Sporsher Baire Tumi (Telefilm: Sporsher Baire Tumi)
18. Keno Hotat tumi Ele (Telefilm: Nilpori Nilanjona)
19. Asmani (Telefilm: Nilpori Nilanjona)
20. Ami Sei Suto Hobo (Telefilm: Onno Rokom Porir Golpo)
21. Koto Dur (Telefilm: Nil Projapoti)
22. Ghune Jhora (Album: Shomonnoi)
23. Megher Pore (Telefilm: Mon Foring Er Golpo)
24. Eshona by Tahsan
25. O Ovimani by Tahsan







Serial and Telefilm Acted by Tahsan 

01. Kacher Manush (Serial) (Link will post here soon)
02. Offbeat
03. Modhuren Shomapoyeth
04. Ontorgota
05. Hit Wicket
06. Amader Golpo 
07. Shomoi Churi
08. Mon Foring Er Golpo
09. Rivision
10. Monsuba Junction
11. Ditio Matra
12. Firefly
13. Moner Moto Mon
14.Eclipse
15. Nill Pori Nilanjona
16. Alien o Rumpar Golpo
17. Sporsher Baire Tumi
18.Landphoner Dingulote Prem
19. Lovelane
20. All About Us
21. Kothabondhu Mithila
22. Opekkha
23. Ex Girlfriend (Link will post here soon)
24. Shomporker Golpo
25. Old is Gold
26.Return (Promo)
27. Obaak Kando (Link will post here soon)
28. Honeymoon Cottage (Link will post here soon)
29. Chinigura Prem (2015)

Movie

01. To Be Continued (For More Information)
02. Morichika (For More Information)





Anchoring 

01. Lux-Channel I Superstar 2005
02. U Get The Look
03. Bhalobashar Golpo
04. Eid Anondo Surer Chonde
05. Honeymoon
06. Drops and Beats

Advertisements 

01. Ponds
02. Banglalink Amaar Tune
03. Jui Coconut Oil
04. Aftab Gura Moshla
05. Close Up Toothpaste 
06. Chaka Washing Powder 

Judge 

 Lux-Channel I Superstar 2014




Harano Ami (হারানো আমি ) - Metrical [Lyric]

Song: Harano Ami 

Lyric: Ehsanul Hoq Joy 

Tune: Ehsanul Hoq Joy & Metrical 

Band: Metrical 

Recording, Mix & Master : Studio DockYard








পারিনি ভুলে যেতে আমার

হারানো অতীত। 

মুছে যাবেনা জমে থাকা 

সব দুঃস্বহ স্মৃতি।

কি সময়? কি নিয়তি ? 

যেন সব মিশে একাকার, 

অন্ধকারে ছুটে চলে হাহাকার। 


হারানো আমি 

নিজেকে খুঁজি ,

কোথায় পাবো 

আমার ঠিকানা বল? 

নিজেকে চিনছি না। 


আমি জানিনা এ কোন আমি 

যাকে ভালবাসি ? 

নাকি পথভ্রষ্ট হয়ে

অন্য পথের সাথী?

কেন ভেবেছি আমি আলাদা? 

হবে সবকিছু তেমনি সহজ,

জীবনের মানে খুঁজতে চাই। 


হারানো আমি 

নিজেকে খুঁজি ,

কোথায় পাবো 

আমার ঠিকানা বল? 

নিজেকে চিনছি না । 



Audio Available Worldwidehttps://melabel.lnk.to/HaranoAmi

Bangladeshi listeners Download/Listen here

GP Music: http://bit.ly/HaranoAmiGPM

BL Vibe: http://bit.ly/HaranoAmiBLV

Robi/Airtel Splash: http://bit.ly/HaranoAmiSM

Shadhin: https://bit.ly/ShadhinMusic

Tuesday, February 1, 2022

Alo (আলো) - Tahsan [Lyric]

 আলো- তাহসান 

 Alo - Tahsan




তুমি আর তো কারো নও শুধু আমার

যত দূরে সরে যাও রবে আমার


স্তব্ধ সময়টাকে ধরে রেখে,

স্মৃতির পাতায় শুধু

তুমি আমার


কেন আজ এত একা আমি ?

আলো হয়ে দূরে তুমি !


আলো-আলো আমি কখনো খুঁজে পাবনা

চাঁদের আলো তুমি কখনো আমার হবে না


আলো-আলো আমি কখনো খুঁজে পাবনা

চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, হবে না, হবে না, হবে না.....


রুমন্থন করি ফেলে আসা

দৃশ্যপট স্বপ্নে আঁকা

লুকিয়ে তুমি কোন সূদূরে

হয়ত ভবিষ্যতরে আড়ালে


ঘাসের চাদরে শুয়ে একা

আকাশের পানে চেয়ে জেগে থাকা

তবে আজ এত একা কেন ?

আলো হয়ে দূরে তুমি


আলো-আলো আমি কখনো খুঁজে পাবনা

চাঁদের আলো তুমি কখনো আমার হবে না


আলো-আলো আমি কখনো খুঁজে পাবনা

চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, হবে না, হবে না, হবে না......




Monday, January 31, 2022

Egiye Nao (এগিয়ে নাও) - Nemesis [Lyric]

Song: Egiye Nao (এগিয়ে নাও)

Artist/Band: Nemesis 



রঙ্গিন ধুলোর খেলাতে

আমার স্বপ্ন সব রয়েছে

তারাদের হাসি দেখে

মনে পরে তোমাকে


ছড়িয়ে দাও অন্ধকারে আলো

এগিয়ে নাও

ছড়িয়ে দাও অন্ধকারে আলো

এগিয়ে নাও


চার দেয়ালের মাঝে

আমার স্বপ্ন আমার হাতে

মেঘের গান এরই ভিড়ে

চেয়ে দেখি তোমাকে


ছড়িয়ে দাও অন্ধকারে আলো

এগিয়ে নাও

ভুলে যাও হারানো কথাগুলো

এগিয়ে নাও


আমার স্বপ্নগুলো

তুমি কি কখনো ভুলো

তোমারই প্রতিদিনের খেলাতে

সবকিছু পাব খুঁজে


ছড়িয়ে দাও অন্ধকারে আলো

এগিয়ে নাও পিছিয়ে থাকা কেন

ভুলে যাও হারানো কথাগুলো

ছড়িয়ে দাও অন্ধকারে আলো




Dusshopno (দুঃস্বপ্ন) - Odd Signature (Lyric)

Song: Dusshopno (দুঃস্বপ্ন)

Artist/ Band: Odd Signature


আমাদের সব স্বপ্নের রঙ
দেখো আলোয় মিশে বেড়ায়
স্বপ্নের আকাশে, কালো মেঘে
সেই সূর্য হারায়
এ কি কোনো দুঃস্বপ্ন?
আমি চিন্তায় চিন্তায় মরি
না কি ফেলে যাওয়া সেই স্মৃতি?
আমার কি এখনও
বাজে স্বপ্নের অভ্যাসটা যাবে না?
কভু কি এক স্বপ্নে
তুমি এসে হাতটি ধরবে না?
আমার কি কখনও
বাজে স্বপ্নের অভ্যাসটা যাবে না?
কভু কি এক স্বপ্নে
তুমি এসে হাতটি ধরবে না?
আমাদের সেই রঙিন ছবি আজও হাসছে
তবে আমি দেখি কেউ নেই পাশে গল্প শুনে
হাত ধরে চোখ মোছার আমার
এ কি কোনো দুঃস্বপ্ন?
আমি চিন্তায় চিন্তায় মরি
না কি ফেলে যাওয়া সেই স্মৃতি?
আমার কি এখনও
বাজে স্বপ্নের অভ্যাসটা যাবে না?
কভু কি এক স্বপ্নে
তুমি এসে হাতটি ধরবে না?
আমার কি কখনও
বাজে স্বপ্নের অভ্যাসটা যাবে না?
কভু কি এক স্বপ্নে
তুমি এসে হাতটি ধরবে না?
আমার কি এখনও
বাজে স্বপ্নের অভ্যাসটা যাবে না?
কভু কি এক স্বপ্নে
তুমি এসে হাতটি ধরবে না?
আমার কি কখনও
বাজে স্বপ্নের অভ্যাসটা যাবে না?
কভু কি এক স্বপ্নে
তুমি এসে হাতটি ধরবে না?
আমার কি কখনও
বাজে স্বপ্নের-



Bandhu Chol (বন্ধু চল) - Anupam Roy [Lyric]

Song: Bandhu Chol (বন্ধু চল)

Singer: Anupam Roy



জল ছবি, রঙমশাল, স্কুল ছুটির হজমিরা
রূপকথার পায়রাদের গল্প বল
বন্ধু চল
রামধনু, ঝালমুড়ি, হাফ টিকিট, আব্বুলিশ
বিটনুন আর চুরমুরের গল্প বল
বন্ধু চল
বন্ধু চল রোদ্দুরে
মনকেমন মাঠজুড়ে
খেলবো আজ ওই ঘাসে
তোর টিমে তোর পাশে
ফুটকড়াই, Antena, হাতচিঠি, Half padel
আয়না আর জলপরীর গল্প বল
বন্ধু চল
সাপ লুডো, চিত্রহার, Laod-shedding, শুকতারা
পাঁচসিকের দুঃখদের গল্প বল
বন্ধু চল
বন্ধু চল, বলটা দে
রাখবো হাত তোর কাঁধে
গল্পেরা ওই ঘাসে
তোর টিমে তোর পাশে
ভাড়া করা Cycle race গুলো
ছুটছে Back pass-এ
ধোঁয়া ধোঁয়া নৌকার ছাইগুলো
উড়ছে একপাশে
ভাড়া করা Cycle race গুলো
ছুটছে Back pass-এ
খালি গায়ে নৌকার ছাইগুলো
উড়ছে একপাশে
Cellophane-এ মুড়ে রাখা রাংতারা
সাদাকালো album-এ
সন্ধ্যের আরতির শাঁখ বাজে
বন্ধুর ডাকনামে
বন্ধু চল, বলটা দে
রাখবো হাত তোর কাঁধে
গল্পেরা এই ঘাসে
তোর টিমে তোর পাশে
তা রা রা রে
তা রা রা রে
তা রা রা রে
তা রা রা রে
জল ছবি, রঙমশাল, স্কুল ছুটির হজমিরা
রূপকথার পায়রাদের গল্প বল
বন্ধু চল
রামধনু, ঝালমুড়ি, হাফ টিকিট, আব্বুলিশ
বিটনুন আর চুরমুরের গল্প বল
বন্ধু চল
বন্ধু চল, বলটা দে
রাখবো হাত তোর কাঁধে
গল্পেরা ওই ঘাসে
তোর টিমে তোর পাশে
জল ছবি, রঙমশাল, স্কুল ছুটির হজমিরা
রূপকথার পায়রাদের গল্প বল
বন্ধু চল
রামধনু, ঝালমুড়ি, হাফ টিকিট, আব্বুলিশ
বিটনুন আর চুরমুরের গল্প বল
বন্ধু চল
বন্ধু চল রোদ্দুরে
মনকেমন মাঠজুড়ে
খেলবো আজ ওই ঘাসে
তোর টিমে তোর পাশে
তোর পাশে
তোর পাশে



Saturday, January 29, 2022

Imagine Dragons - Believer (Lyric)

Song: Believer

Artist: Imagine Dragons


First things first
I'ma say all the words inside my head
I'm fired up and tired of the way that things have been, oh ooh
The way that things have been, oh ooh

Second things second
Don't you tell me what you think that I could be
I'm the one at the sail, I'm the master of my sea, oh ooh
The master of my sea, oh ooh

I was broken from a young age
Taking my sulking to the masses
Writing my poems for the few
That look at me, took to me, shook to me, feeling me
Singing from heartache from the pain
Taking my message from the veins
Speaking my lesson from the brain
Seeing the beauty through the...

Pain!
You made me a, you made me a believer, believer
Pain!
You break me down, you build me up, believer, believer
Pain!
Oh let the bullets fly, oh let them rain
My life, my love, my drive, it came from...
Pain!
You made me a, you made me a believer, believer

Third things third
Send a prayer to the ones up above
All the hate that you've heard has turned your spirit to a dove, oh ooh
Your spirit up above, oh ooh

I was choking in the crowd
Building my rain up in the cloud
Falling like ashes to the ground
Hoping my feelings, they would drown
But they never did, ever lived, ebbing and flowing
Inhibited, limited
Till it broke open and rained down
It rained down, like...

Pain!
You made me a, you made me a believer, believer
Pain!
You break me down, you build me up, believer, believer
Pain!
Oh let the bullets fly, oh let them rain
My life, my love, my drive, it came from...
Pain!
You made me a, you made me a believer, believer

Last things last
By the grace of the fire and the flames
You're the face of the future, the blood in my veins, oh ooh
The blood in my veins, oh ooh
But they never did, ever lived, ebbing and flowing
Inhibited, limited
Till it broke open and rained down
It rained down, like...

Pain!
You made me a, you made me a believer, believer
Pain!
You break me down, you build me up, believer, believer
Pain!
Oh let the bullets fly, oh let them rain
My life, my love, my drive, it came from...
Pain!
You made me a, you made me a believer, believer